কলকাতা, 10 ফেব্রুয়ারি: অনেক জলঘোলার পর অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সোহম চক্রবর্তী প্রযোজিত সায়ন্তন ঘোষাল পরিচালিত বাংলা ছবি 'এল এস ডি' (লাল সুটকেসটা দেখেছেন)। ছবিটি 10 ফেব্রুয়ারি রিলিজ করার কথা থাকলেও প্রযোজকের হাতে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়নি আগের দিন দুপুর 12টা পর্যন্ত । সোহমের দাবি ছিল, রাজনৈতিক কারণেই তাঁকে হেনস্থা করা হয়েছে । উল্লেখ্য, 'এল এস ডি' অর্থাৎ লাল সুটকেস্টা দেখেছেন ছবিকে কেন্দ্র করে কেন্দ্রের তথ্য সংস্কৃতি মন্ত্রক তথা সেন্সর বোর্ডে যখন ছবির প্রথম সেন্সরের জন্য আপিল করা হয়, তখন সেন্সর বোর্ডের একজন সদস্য জানিয়েছিলেন যে, 7 থেকে 8টি সংলাপ বদল করতে হবে এবং সঙ্গে টাইটেল ট্র্যাক থেকে কিছু শব্দ বাদ দিতে হবে (Sohom New Film Censor Certificate Controversy)।
সোহমের কথায়, "অভিজ্ঞ শিল্পী এবং দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা ছবির চিত্রনাট্যে এমন কিছু রাখি না যা সুশীল সমাজ তথা সমাজের যে কোনও স্তরের দর্শককে আহত করে , আমাদের এই ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি । আমাদের ছবি মাদক সেবনের বিরুদ্ধে কথা বলে সচেতনতার বার্তা দিয়েছে এবং তা দেখাতে অসামাজিক কোনও শব্দ বা দৃশ্য আমাদের ছবিতে ব্যবহার করা হয়নি । এক্ষেত্রে সেন্সর বোর্ডের একজন সদস্য বাকিদের সঙ্গে দ্বিমত পোষণ করে এই বদলগুলো আমাদের করতে বলেন । আর এই বদল করা হলে 'এ' রেটেড সার্টিফিকেট দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয় ।"
সোহম আরও বলেন, "এই নির্দেশ যথার্থভাবেই অমূলক জেনেও আমরা দাবি মেনে নিয়ে পরিবর্তন করে পুনরায় সেন্সর সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করি । কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এটা জানাতে বাধ্য হচ্ছি যে সেই সেন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনও রকম সহোযোগিতা পাইনি । কলকাতার সেন্সর অফিস যথাসাধ্য চেষ্টা করলেও আভাসে, ইঙ্গিতে আমাদের বোঝানো হয় উর্ধতন কতৃপক্ষের চাপ আছে ।"
10 ফেব্রুয়ারি ছবির মুক্তি আর 9 ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করার পরও সেন্সর সার্টিফিকেট হাতে পায়নি এই ছবি । আর তাই গোটা বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানোর জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অভিনেতা-বিধায়ক-প্রযোজক সোহম চক্রবর্তী । সোহম বলেন, "আমাদের সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়ার পরই আশ্চর্যজনকভাবে আধঘণ্টার মধ্যে 'A' রেটেড সেন্সর সার্টিফিকেট আমরা হাতে পেয়ে গেলাম । এই সার্টিফিকেট দেখলেই বোঝা যায়, বিগত 7 ফেব্রুয়ারি এই সেন্সর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে । যদি তাই হয় তবে সেই সেন্সর সার্টিফিকেট দিতে এত দেরি কেন করল সেন্সর বোর্ড?"
আরও পড়ুন: সিনেপ্রেমীদের ভ্যালেন্টাইনস গিফট, ভালোবাসার সপ্তাহে দেশব্যাপী প্রেক্ষাগৃহে ফিরছে ডিডিএলজে