ETV Bharat / entertainment

Raju Srivastava Death: রাজুর অকাল প্রয়াণে শোকস্তদ্ধ বলিউড - Celebs pour heartfelt condolences for Raju

প্রয়াত হাস্য়কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava Death) ৷ রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করতে শুরু করেছেন অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা সকলেই (Celebs pour heartfelt condolences for Raju)৷

Raju Srivastava Death
রাজুর অকাল প্রয়াণে শোকস্তবদ্ধ বলিউড
author img

By

Published : Sep 21, 2022, 3:13 PM IST

মুম্বই, 21 সেপ্টেম্বর: প্রয়াত হাস্য়কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava Death) ৷ বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 58 বছর বয়সি এই অভিনেতা ৷ তাঁর প্রয়াণে শোকাহত বলিউড থেকে রাজনৈতিক সমস্ত মহলই (Celebs pour heartfelt condolences for Raju) ৷ রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করতে শুরু করেছেন অভিনেতা-অভিনেত্রীরা (condolences for Raju) ৷

পরিচালক মধুর ভান্ডারকর টুইট করেছেন, "রাজু শ্রীবাস্তবের অকালমৃত্যুর মর্মান্তিক সংবাদ শুনে দুঃখিত । এত বছর ধরে তিনি তাঁর আশ্চর্যজনক কমিক টাইমিং দিয়ে আমাদের সবাইকে হাসিয়েছেন । আমরা একটি রত্নকে হারালাম । তাঁর পরিবারের সদস্যদের এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

  • Saddened to hear the tragic news of Raju Srivastav's untimely demise. He made us all laugh with his amazing comic timing for so many years we have lost a gem. My deepest condolences to his family members & admirers. #OmShanti 🙏 pic.twitter.com/NJw68EpcRH

    — Madhur Bhandarkar (@imbhandarkar) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া প্রদাও শোক ব্যক্ত করেছেন রাজুর অকাল মৃত্যুতে (Celebs pour heartfelt condolences for Raju) ৷ তিনি লেখেন, "বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবজি আর আমাদের মধ্যে নেই । যিনি সর্বদা সবাইকে হাসাতেন, আজ নীরব হয়ে গেলেন ৷ আজ সবাই দুঃখিত । তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা । চির শান্তিতে থাকুন কমেডিয়ান ।"

  • मशहूर कमेडियन Raju Srivastav जी हमारे बीच नही रहे।
    सबकों हमेशा हँसाने वाला इंसान आज खुद खामोश हो गया और सबको दुःखी कर गया। उन्हें विनम्र श्रद्धांजलि #RIP #comedian#rajusrivastava pic.twitter.com/0xzAW6VBjP

    — Jaya Prada (@realjayaprada) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কমেডিয়ান বিপুল গোয়েল রাজুর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আপনার আত্মা চির শান্তি পাক কিংবদন্তি কমেডিয়ান ৷ এই সন্ধ্যাটি সবসময় (মনের মাঝে) লালন করব । বিনোদন এবং কৌতুক অভিনেতাদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ।"

'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, "আমার ভাই, বন্ধু এবং দেশের সুখের ঢেউ, রাজু শ্রীবাস্তব আর নেই । আমি গভীরভাবে শোকাহত । তাঁর মতো একজন শিল্পী খুব কমই দেখা যায় ৷ ভারত তাঁর মতো আর একজনকেও দেখেনি। আমি প্রার্থনা করি, তাঁর আত্মা যেন শান্তি পায় ৷ তাঁর পরিবার, ভক্তদের জন্য় আমার সমবেদনা ।"

  • ऐसा कोई सगा या पराया नहीं,
    जिसे राजू श्रीवास्तव ने हँसाया नहीं।
    बहुत जल्दी चले गए राजू भाई।
    You were a true legend of stand up comedy.
    ॐ शान्ति#RajuShrivastava pic.twitter.com/yGyXC1nscI

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফুরোল গজোধর ভাইয়ার গল্প...মঞ্চকে বিদায় জানালেন রাজু

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্যমে ৷ স্ট্যান্ড আপ কমেডির সূত্রটাই একসময় বদলে দিয়েছিলেন এই কৌতুক শিল্পী ৷ আজ তাঁর হঠাৎ থেমে যাওয়ায় তাই বাকরুদ্ধ তাঁর অনুরাগীরা ৷

মুম্বই, 21 সেপ্টেম্বর: প্রয়াত হাস্য়কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava Death) ৷ বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 58 বছর বয়সি এই অভিনেতা ৷ তাঁর প্রয়াণে শোকাহত বলিউড থেকে রাজনৈতিক সমস্ত মহলই (Celebs pour heartfelt condolences for Raju) ৷ রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করতে শুরু করেছেন অভিনেতা-অভিনেত্রীরা (condolences for Raju) ৷

পরিচালক মধুর ভান্ডারকর টুইট করেছেন, "রাজু শ্রীবাস্তবের অকালমৃত্যুর মর্মান্তিক সংবাদ শুনে দুঃখিত । এত বছর ধরে তিনি তাঁর আশ্চর্যজনক কমিক টাইমিং দিয়ে আমাদের সবাইকে হাসিয়েছেন । আমরা একটি রত্নকে হারালাম । তাঁর পরিবারের সদস্যদের এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

  • Saddened to hear the tragic news of Raju Srivastav's untimely demise. He made us all laugh with his amazing comic timing for so many years we have lost a gem. My deepest condolences to his family members & admirers. #OmShanti 🙏 pic.twitter.com/NJw68EpcRH

    — Madhur Bhandarkar (@imbhandarkar) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া প্রদাও শোক ব্যক্ত করেছেন রাজুর অকাল মৃত্যুতে (Celebs pour heartfelt condolences for Raju) ৷ তিনি লেখেন, "বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবজি আর আমাদের মধ্যে নেই । যিনি সর্বদা সবাইকে হাসাতেন, আজ নীরব হয়ে গেলেন ৷ আজ সবাই দুঃখিত । তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা । চির শান্তিতে থাকুন কমেডিয়ান ।"

  • मशहूर कमेडियन Raju Srivastav जी हमारे बीच नही रहे।
    सबकों हमेशा हँसाने वाला इंसान आज खुद खामोश हो गया और सबको दुःखी कर गया। उन्हें विनम्र श्रद्धांजलि #RIP #comedian#rajusrivastava pic.twitter.com/0xzAW6VBjP

    — Jaya Prada (@realjayaprada) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কমেডিয়ান বিপুল গোয়েল রাজুর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আপনার আত্মা চির শান্তি পাক কিংবদন্তি কমেডিয়ান ৷ এই সন্ধ্যাটি সবসময় (মনের মাঝে) লালন করব । বিনোদন এবং কৌতুক অভিনেতাদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ।"

'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, "আমার ভাই, বন্ধু এবং দেশের সুখের ঢেউ, রাজু শ্রীবাস্তব আর নেই । আমি গভীরভাবে শোকাহত । তাঁর মতো একজন শিল্পী খুব কমই দেখা যায় ৷ ভারত তাঁর মতো আর একজনকেও দেখেনি। আমি প্রার্থনা করি, তাঁর আত্মা যেন শান্তি পায় ৷ তাঁর পরিবার, ভক্তদের জন্য় আমার সমবেদনা ।"

  • ऐसा कोई सगा या पराया नहीं,
    जिसे राजू श्रीवास्तव ने हँसाया नहीं।
    बहुत जल्दी चले गए राजू भाई।
    You were a true legend of stand up comedy.
    ॐ शान्ति#RajuShrivastava pic.twitter.com/yGyXC1nscI

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফুরোল গজোধর ভাইয়ার গল্প...মঞ্চকে বিদায় জানালেন রাজু

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্যমে ৷ স্ট্যান্ড আপ কমেডির সূত্রটাই একসময় বদলে দিয়েছিলেন এই কৌতুক শিল্পী ৷ আজ তাঁর হঠাৎ থেমে যাওয়ায় তাই বাকরুদ্ধ তাঁর অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.