ETV Bharat / entertainment

Brahmastra Box Office Collection: 400 কোটির ক্লাবে 'ব্রহ্মাস্ত্র', নবমীর দিনে সুখবর দিলেন অয়ন - Brahmastra at Box Office

মহানবমীর দিনে রণালিয়া ভক্তদের জন্য় একটি দারুণ সুখবর দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন 25 দিনে বিশ্বব্যাপী 425 কোটি টাকা আয় করেছে এই ছবি(Brahmastra Box Office Collection) ৷

BRAHMASTRA crosses 425 cr worldwide after 25 days
BRAHMASTRA crosses 425 cr worldwide after 25 days
author img

By

Published : Oct 4, 2022, 3:39 PM IST

মুম্বই, 4 অক্টোবর: মহানবমীর দিনে রণালিয়া ভক্তদের জন্য় একটি দারুণ সুখবর দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ বক্স অফিসে দৌড় এখনও অব্যাহত রেখেছে তাঁর নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ৷ মঙ্গলবার টুইটে ভক্তদের এই খবর দিয়েছেন অয়ন ৷ তিনি জানিয়েছেন, 25 দিনে বিশ্বব্যাপী 425 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যা বেশ ভালো রেকর্ড ৷

বলিউডে যেভাবে দর্শকের আকাল চলেছিল তাতে এই ছবির বিশ্বব্য়াপী আয় নিশ্চই আশা জোগাবে নির্মাতাদের (Brahmastra at Box Office)৷ অয়ন টুইটে সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "ধন্যবাদ, মহা নবমীর শুভেচ্ছা ৷" একইসঙ্গে একটি পোস্টারও শেয়ার করেছেন পরিচালক আর তাতেই জানানো হয়েছে রণালিয়ার ব্রহ্মাস্ত্র ছবির আয়ের হিসাব নিকেশ ৷

Brahmastra Box Office Collection
400 কোটির ক্লাবে 'ব্রহ্মাস্ত্র'

পরপর কঠিন সমালোচনা, কঙ্গনার আক্রমণের মাঝেও তিনদিনেই এই ছবির সারা বিশ্ব জোড়া আয় ছিল প্রায় 225 কোটি ৷ চিত্রনাট্য এবং সংলাপ নিয়ে প্রশ্ন উঠলেও ছবিতে ভিএফএক্সের কাজ রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ ভিএফএক্সের ওপর যে তাঁরা জোর দিতে চলেছেন তা আগেই জানিয়েছিেলন অয়ন ৷ তবে সমস্ত খামতি সত্ত্বেও প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দিয়েছিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷

410 কোটি টাকা ব্যয়ে তৈরি 'ব্রহ্মাস্ত্র' ইতিমধ্যেই হিন্দি ছবির সবচেয়ে ব্যয় বহুল ছবির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে ৷ এর আগে এই স্থানে ছিল 'ঠাগস অফ হিন্দুস্তান' ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি বানাতে খরচ হয়েছিল 310 কোটি টাকা ৷ 'ব্রহ্মাস্ত্র' তৈরি হয়েছে স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্সের যৌথ প্রযোজনায় (Brahmastra box office collection)৷

আরও পড়ুন: ঢিলেঢালা আরামদায়ক পোশাকই নয়া স্টাইল স্টেটমেন্ট হবু মা আলিয়ার

প্রসঙ্গত, বিশ্বব্যাপী 8,913টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি (ভারতে 5,019টি স্ক্রিন এবং বিদেশে 3,894টি স্ক্রিন) ৷ পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ছবির পিছনে ৷ রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মৌনি রায়, নাগার্জুন-সব মিলিয়ে কার্যত চাঁদের হাট দেখা গিয়েছে এই ছবিতে ৷

মুম্বই, 4 অক্টোবর: মহানবমীর দিনে রণালিয়া ভক্তদের জন্য় একটি দারুণ সুখবর দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ বক্স অফিসে দৌড় এখনও অব্যাহত রেখেছে তাঁর নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ৷ মঙ্গলবার টুইটে ভক্তদের এই খবর দিয়েছেন অয়ন ৷ তিনি জানিয়েছেন, 25 দিনে বিশ্বব্যাপী 425 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যা বেশ ভালো রেকর্ড ৷

বলিউডে যেভাবে দর্শকের আকাল চলেছিল তাতে এই ছবির বিশ্বব্য়াপী আয় নিশ্চই আশা জোগাবে নির্মাতাদের (Brahmastra at Box Office)৷ অয়ন টুইটে সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "ধন্যবাদ, মহা নবমীর শুভেচ্ছা ৷" একইসঙ্গে একটি পোস্টারও শেয়ার করেছেন পরিচালক আর তাতেই জানানো হয়েছে রণালিয়ার ব্রহ্মাস্ত্র ছবির আয়ের হিসাব নিকেশ ৷

Brahmastra Box Office Collection
400 কোটির ক্লাবে 'ব্রহ্মাস্ত্র'

পরপর কঠিন সমালোচনা, কঙ্গনার আক্রমণের মাঝেও তিনদিনেই এই ছবির সারা বিশ্ব জোড়া আয় ছিল প্রায় 225 কোটি ৷ চিত্রনাট্য এবং সংলাপ নিয়ে প্রশ্ন উঠলেও ছবিতে ভিএফএক্সের কাজ রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ ভিএফএক্সের ওপর যে তাঁরা জোর দিতে চলেছেন তা আগেই জানিয়েছিেলন অয়ন ৷ তবে সমস্ত খামতি সত্ত্বেও প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দিয়েছিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷

410 কোটি টাকা ব্যয়ে তৈরি 'ব্রহ্মাস্ত্র' ইতিমধ্যেই হিন্দি ছবির সবচেয়ে ব্যয় বহুল ছবির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে ৷ এর আগে এই স্থানে ছিল 'ঠাগস অফ হিন্দুস্তান' ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি বানাতে খরচ হয়েছিল 310 কোটি টাকা ৷ 'ব্রহ্মাস্ত্র' তৈরি হয়েছে স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্সের যৌথ প্রযোজনায় (Brahmastra box office collection)৷

আরও পড়ুন: ঢিলেঢালা আরামদায়ক পোশাকই নয়া স্টাইল স্টেটমেন্ট হবু মা আলিয়ার

প্রসঙ্গত, বিশ্বব্যাপী 8,913টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি (ভারতে 5,019টি স্ক্রিন এবং বিদেশে 3,894টি স্ক্রিন) ৷ পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ছবির পিছনে ৷ রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মৌনি রায়, নাগার্জুন-সব মিলিয়ে কার্যত চাঁদের হাট দেখা গিয়েছে এই ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.