ETV Bharat / entertainment

Bonny Wishes Father on Birthday: 'ড্যাডি কুল'! বাবার জন্মদিনে মাতলেন বনি, সঙ্গী কৌশানিও - বাবার জন্মদিন সেলিব্রেশনে মাতলেন বনি

বাবা অনুপ সেনগুপ্তর জন্মদিন উদযাপনে মেতে উঠলেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ সঙ্গ দিলেন কৌশানিও ৷ সামাজিক মাধ্যমে ভাইরাল সেলিব্রেশনের মুহূর্ত।

Pic Courtesy Bonny Sengupta Instagram
বাবার জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো শেয়ার বনির
author img

By

Published : Aug 9, 2023, 10:37 AM IST

কলকাতা, 9 অগস্ট: বাবার জন্মদিনে মেতে উঠলেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ মঙ্গলবার ছিল অভিনেতার বাবা তথা প্রবীণ পরিচালক অনুপ সেনগুপ্তর জন্মদিন ৷ পরিচালককে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে ৷ আর এবার সামনে এল জন্মদিনের কয়েক ঝলক ৷ শেয়ার করলেন পুত্র বনি ৷ জন্মদিনে বাবার কেক কাটার ভিডিয়ো শেয়ার করেছেন বনি। সেখানে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে অনুপকে ৷ বয়স ভুলে তাঁকে এভাবে জীবনের আনন্দে মেতে উঠতে দেখে খুশি সকলেই ৷

ভিডিয়োতে দেখা মিলল কৌশানিরও ৷ বনির মা তথা অভনেত্রী পিয়া সেনগুপ্ত এবং পরিচালকের অন্য় বন্ধু বান্ধবরাও উপস্থিত ছিলেন এই ঘরোয়া অনুষ্ঠানে ৷ ভিডিয়োটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বনি লিখেছেন, "আমার ড্যাডি কুল-কে জন্মদিনের শুভেচ্ছা ৷" সত্যিই বনি এবং কৌশানির সঙ্গে অনুপ যেভাবে মেতে উঠলেন তা মনে রাখার মতো ৷

Pic Courtesy Bonny Sengupta Instagram
অনুপ সেনগুপ্তর জন্মদিন পালনের ঝলক

পর্দায় বনি-কৌশানির রসায়ন যেমন নজর কাড়া তেমনই তাঁদের বাস্তব সম্পর্কের কথাও কারও অজানা নয় ৷ কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন সেটাই এখন দেখার ৷ অন্তত নেটিজেনদের একাংশ এখন এই প্রজাপতি-সংবাদ পাওয়ার অপেক্ষা করে রয়েছেন ৷ তাই অনুুপ সেনগুপ্তকে তাঁর হবু শশুরমশাই বললে হয়তো রাগ করবেন না অভিনেত্রীও ৷ যাই হোক এদিন রীতিমতো খুশির মেজাজেই দেখা মিলল পরিবারের সকলের ৷

আরও পড়ুন: সমালোচনার সপাটে জবাব সুস্মিতার, 'রানি' অভিবাদন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার

'চোরে চোরে মাসতুতো ভাই', 'মামা ভাগ্নে', 'জানবাজ'-এর মতো বহু কমার্শিয়াল সুপারহিট ছবির পরিচালক অনুপ ৷ আবারও তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে ৷ বনি-কৌশানি জুটিকে রেখেই তিনি করতে চলেছেন তাঁর আগামী কাজটি ৷ তবে এবারে রয়েছে আরও একটি চমক ৷ 14 বছর পর আবার অনুপের ছবিতে দেখা মিলবে বুম্বাদার ৷ যদিও ছবিটি কবে মুক্তি পেতে চলেছে তা জানা নেই ৷ তবে এই ছবির জন্য এখন মুখিয়ে রয়েছেন সকলে ৷

কলকাতা, 9 অগস্ট: বাবার জন্মদিনে মেতে উঠলেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ মঙ্গলবার ছিল অভিনেতার বাবা তথা প্রবীণ পরিচালক অনুপ সেনগুপ্তর জন্মদিন ৷ পরিচালককে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে ৷ আর এবার সামনে এল জন্মদিনের কয়েক ঝলক ৷ শেয়ার করলেন পুত্র বনি ৷ জন্মদিনে বাবার কেক কাটার ভিডিয়ো শেয়ার করেছেন বনি। সেখানে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে অনুপকে ৷ বয়স ভুলে তাঁকে এভাবে জীবনের আনন্দে মেতে উঠতে দেখে খুশি সকলেই ৷

ভিডিয়োতে দেখা মিলল কৌশানিরও ৷ বনির মা তথা অভনেত্রী পিয়া সেনগুপ্ত এবং পরিচালকের অন্য় বন্ধু বান্ধবরাও উপস্থিত ছিলেন এই ঘরোয়া অনুষ্ঠানে ৷ ভিডিয়োটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বনি লিখেছেন, "আমার ড্যাডি কুল-কে জন্মদিনের শুভেচ্ছা ৷" সত্যিই বনি এবং কৌশানির সঙ্গে অনুপ যেভাবে মেতে উঠলেন তা মনে রাখার মতো ৷

Pic Courtesy Bonny Sengupta Instagram
অনুপ সেনগুপ্তর জন্মদিন পালনের ঝলক

পর্দায় বনি-কৌশানির রসায়ন যেমন নজর কাড়া তেমনই তাঁদের বাস্তব সম্পর্কের কথাও কারও অজানা নয় ৷ কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন সেটাই এখন দেখার ৷ অন্তত নেটিজেনদের একাংশ এখন এই প্রজাপতি-সংবাদ পাওয়ার অপেক্ষা করে রয়েছেন ৷ তাই অনুুপ সেনগুপ্তকে তাঁর হবু শশুরমশাই বললে হয়তো রাগ করবেন না অভিনেত্রীও ৷ যাই হোক এদিন রীতিমতো খুশির মেজাজেই দেখা মিলল পরিবারের সকলের ৷

আরও পড়ুন: সমালোচনার সপাটে জবাব সুস্মিতার, 'রানি' অভিবাদন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার

'চোরে চোরে মাসতুতো ভাই', 'মামা ভাগ্নে', 'জানবাজ'-এর মতো বহু কমার্শিয়াল সুপারহিট ছবির পরিচালক অনুপ ৷ আবারও তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে ৷ বনি-কৌশানি জুটিকে রেখেই তিনি করতে চলেছেন তাঁর আগামী কাজটি ৷ তবে এবারে রয়েছে আরও একটি চমক ৷ 14 বছর পর আবার অনুপের ছবিতে দেখা মিলবে বুম্বাদার ৷ যদিও ছবিটি কবে মুক্তি পেতে চলেছে তা জানা নেই ৷ তবে এই ছবির জন্য এখন মুখিয়ে রয়েছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.