ETV Bharat / entertainment

Yashpal Sharma in Kolkata: শ্যামবাজারের গালিব স্ট্রিটে বলি অভিনেতা যশপাল শর্মা, ঘুরে দেখলেন পোষ্য বাজার - pet market of Kolkata

ছিপকলির (Film Chhipkali) প্রচারে শহরে এসে শ্যামবাজারের গালিব স্ট্রিটে চলে গেলেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা (Yashpal Sharma in Kolkata)৷ তিনি ঘুরে দেখলেন কলকাতার পোষ্য বাজার ৷

Yashpal Sharma in Kolkata
যশপাল শর্মা কলকাতায়
author img

By

Published : Mar 26, 2023, 5:21 PM IST

কলকাতা, 26 মার্চ: কৌশিক কর পরিচালিত হিন্দি ছবি 'ছিপকলি'র প্রচারে (Film Chhipkali) রবিবার কলকাতায় হাজির হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা (Yashpal Sharma in Kolkata)। এই ছবি মুক্তি পাবে আগামী 7 এপ্রিল । ছবির সঙ্গীত পরিচালনা করেছেন মিমো ।

রবিবার শ্যামবাজারের গালিব স্ট্রিটে দেখা মিলল পশুপ্রেমী অভিনেতা যশপাল শর্মার । তিনি ঘুরে দেখলেন কলকাতার পোষ্য বাজার (Pet market of Kolkata)। বলা বাহুল্য, মুম্বইয়ের এই প্রথম কোনও অভিনেতা কলকাতার পোষ্য বাজার ঘুরে দেখলেন । তারকা এলেন, দেখলেন এবং আপ্লুত হলেন । তিনি বলেন, "পোষ্যরা হল আমাদের জীবনের তৃতীয় সদস্য । আমাদের উচিত তাদের খেয়াল রাখা এবং ভালোবাসা ।"

Yashpal Sharma in Kolkata
পোষ্য বাজারে যশপাল সিং

ছিপকলির গল্প আবর্তিত হয়েছে মধ্যবয়স্ক লেখক অলোককে কেন্দ্রে রেখে । পেশাগত জীবনে ব্যর্থ সে । এক সময় নকশাল আন্দোলনের সঙ্গেও সে জড়িত ছিল ৷ তারই স্ত্রী ও ছেলে খুন হয়ে যায় হঠাৎ । সেই তদন্তের দায়িত্ব নেয় রুদ্রাক্ষ । তদন্তের স্বার্থে অলোক আর রুদ্রাক্ষের মধ্যে যোগাযোগ হতেই ঘটতে থাকে একের পর এক ঘটনা । যা দেখে রুদ্রাক্ষের মনে সন্দেহ জাগে ।

কে রয়েছে এই খুনের নেপথ্যে ? উত্তর জানা যাবে ছবিটি দেখলে । সূত্রের খবর, পুরো ছবির শ্যুটিং হয়েছে বহরমপুরে । বাংলায় এসে কাজ করে বেজায় খুশি যশপাল এবং যোগেশ ।

Yashpal Sharma in Kolkata
ছিপকলির প্রচারে শহরে যশপাল

আরও পড়ুন: রানির সঙ্গে অভিনয় শাহরুখের থেকে প্রশংসায় উচ্ছ্বসিত সৌম্য, জানালেন ইটিভি ভারতকে

প্রসঙ্গত, রহস্য-রোমাঞ্চে ভরা এই ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় সঙ্গীত পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে 'যকের ধন', 'আলিনগরের গোলোক ধাঁধা'-র সঙ্গীত পরিচালক মিমোর । 'লগান', 'রাউডি রাঠোর' খ্যাত যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজকে নিজের প্রথম হিন্দি ছবিতে পরিচালনা করলেন কৌশিক কর । এই ছবিতে রয়েছেন তন্নিষ্ঠা বিশ্বাসও। সঙ্গীত পরিচালনার পাশাপাশি মিমো এই ছবির প্রযোজকও ।

কলকাতা, 26 মার্চ: কৌশিক কর পরিচালিত হিন্দি ছবি 'ছিপকলি'র প্রচারে (Film Chhipkali) রবিবার কলকাতায় হাজির হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা (Yashpal Sharma in Kolkata)। এই ছবি মুক্তি পাবে আগামী 7 এপ্রিল । ছবির সঙ্গীত পরিচালনা করেছেন মিমো ।

রবিবার শ্যামবাজারের গালিব স্ট্রিটে দেখা মিলল পশুপ্রেমী অভিনেতা যশপাল শর্মার । তিনি ঘুরে দেখলেন কলকাতার পোষ্য বাজার (Pet market of Kolkata)। বলা বাহুল্য, মুম্বইয়ের এই প্রথম কোনও অভিনেতা কলকাতার পোষ্য বাজার ঘুরে দেখলেন । তারকা এলেন, দেখলেন এবং আপ্লুত হলেন । তিনি বলেন, "পোষ্যরা হল আমাদের জীবনের তৃতীয় সদস্য । আমাদের উচিত তাদের খেয়াল রাখা এবং ভালোবাসা ।"

Yashpal Sharma in Kolkata
পোষ্য বাজারে যশপাল সিং

ছিপকলির গল্প আবর্তিত হয়েছে মধ্যবয়স্ক লেখক অলোককে কেন্দ্রে রেখে । পেশাগত জীবনে ব্যর্থ সে । এক সময় নকশাল আন্দোলনের সঙ্গেও সে জড়িত ছিল ৷ তারই স্ত্রী ও ছেলে খুন হয়ে যায় হঠাৎ । সেই তদন্তের দায়িত্ব নেয় রুদ্রাক্ষ । তদন্তের স্বার্থে অলোক আর রুদ্রাক্ষের মধ্যে যোগাযোগ হতেই ঘটতে থাকে একের পর এক ঘটনা । যা দেখে রুদ্রাক্ষের মনে সন্দেহ জাগে ।

কে রয়েছে এই খুনের নেপথ্যে ? উত্তর জানা যাবে ছবিটি দেখলে । সূত্রের খবর, পুরো ছবির শ্যুটিং হয়েছে বহরমপুরে । বাংলায় এসে কাজ করে বেজায় খুশি যশপাল এবং যোগেশ ।

Yashpal Sharma in Kolkata
ছিপকলির প্রচারে শহরে যশপাল

আরও পড়ুন: রানির সঙ্গে অভিনয় শাহরুখের থেকে প্রশংসায় উচ্ছ্বসিত সৌম্য, জানালেন ইটিভি ভারতকে

প্রসঙ্গত, রহস্য-রোমাঞ্চে ভরা এই ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় সঙ্গীত পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে 'যকের ধন', 'আলিনগরের গোলোক ধাঁধা'-র সঙ্গীত পরিচালক মিমোর । 'লগান', 'রাউডি রাঠোর' খ্যাত যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজকে নিজের প্রথম হিন্দি ছবিতে পরিচালনা করলেন কৌশিক কর । এই ছবিতে রয়েছেন তন্নিষ্ঠা বিশ্বাসও। সঙ্গীত পরিচালনার পাশাপাশি মিমো এই ছবির প্রযোজকও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.