কলকাতা, 12 নভেম্বর: গল্ফগ্রিন থেকে উদ্ধার হল এক প্রযোজকের ঝুলন্ত মৃতদেহ( Producer Death Case) । কলকাতার এক প্রযোজনা সংস্থার অফিসের ভিতর থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি । মৃতের নাম পঙ্কজ দাস । জানা গিয়েছে বাড়ি ভাড়া করে চলত এই প্রযোজনা সংস্থা । মানসিক অবসাদ ও পারিবারিক সমস্যার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের(Dead Body of a Producer Found in Kolkata )। মৃতের বয়স 58 বছর ৷
স্থানীয় সূত্রে খবর, গল্ফগ্রিনে অভিজিত পানি নামে এক ভদ্রলোক পাঁচ বছর ধরে ওই বাড়ি ভাড়া নিয়ে প্রযোজনার কাজ করতেন । তাঁর তত্ত্বাবধানেই কয়েকদিন আগে কাজে যোগ দিয়েছিলেন পঙ্কজ দাস নামের ওই ব্যক্তি । ওই অফিসে বিগত কিছুদিন যাতায়াত করতেও দেখা গিয়েছিল তাঁকে । আর সেই অফিসেই শুক্রবার আত্মহত্যা করেন পঙ্কজ । জানা যাচ্ছে এই পঙ্কজ দাসের বাড়ি বেহালা মঙ্গলাম পার্কে (Body of a producer found in a production office )৷
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক সমস্য়ায় বেশ জর্জরিত ছিলেন তিনি ৷ বিবাহ পরবর্তী জীবনও তাঁর খুব সুখের হয়নি ৷ স্থানীয় সুত্রের খবর, 2018 সালে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ৷ তবে তাঁর মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ ছিল না ৷ মেয়ে সঙ্গে তাঁর কথাও হত বলেই জানা গিয়েছে ৷ তবে ঠিক কী কারণে আত্মহত্যা করলেন তিনি? তা এখনও স্পষ্ট হয়নি ।
আরও পড়ুন: বাংলায় ফের ভূতের ছবি, তৈরি হচ্ছে 'ভূতের পাল্লায় ভূতনাথ'
যদিও পুলিশের প্রাথমিক অনুমান এই মানসিক অবসাদ থেকে আত্মহত্য়ার বেছে নিয়েছেন তিনি ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তাঁরা ৷ এও জানা গিয়েছে যে বৃহস্পতিবার নরেন্দ্রপুর রেললাইনেও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি ৷ এরপরেই গল্ফগ্রীনের এই ফাঁকা অফিস ঘরকে বেছে নেন তিনি ৷