ETV Bharat / entertainment

Bipasha Drops Video of Daughter: ন্যাচরাল অ্যাথলিট, মেয়ে দেবীর ভিডিয়ো শেয়ার করে কেন লিখলেন বিপাশা ? - করণ সিং গ্রোভার

বলিউড ডিভা বিপাশা বসু সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পেজে মেয়ের ভিডিয়ো শেয়ার করে লিখলেন, জন্ম থেকেই ক্রীড়াবিদ ৷ কেন লিখলেন বিপাশা এই কথা ? কী কাণ্ড করল তাঁর ছ'মাসের মেয়ে দেবী ?

Bipasha Basu Daughter
বলিউড ডিভা বিপাশা বসুর মেয়ে দেবী
author img

By

Published : May 8, 2023, 10:55 PM IST

মুম্বই, 8 মে: কিছুদিন আগে বলিউড অভিনেত্রী বিপাশা বসু মা হয়েছেন ৷ তাঁর কোল আলো করে এসেছে মেয়ে দেবী ৷ ধীরে ধীরে বেড়ে ওঠা মেয়ের সুন্দর ভিডিয়ো ও ছবি প্রায়শই বিপাশা তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেন ৷ মেয়ের নানা কর্মকাণ্ড ভাগ করে নেন ভক্তদের সঙ্গে । সেসরকমই তাঁর মেয়ের সুপার কিউট একটি ভিডিয়ো সোমবার বিপাশা শেয়ার করে চমকে দিয়েছেন ভক্তদের । যেখানে মেয়েকে তিনি ক্রীড়াবিদ বলে সম্বোধন করেছেন ৷ ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেবী একটি বল নিয়ে খেলছে । তবে সেই ভিডিয়োতে তার মুখ দেখা যাচ্ছে না । কারণ অন্যান্য সেলেবদের মতো তারকা জুটি বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারও মেয়ের মুখ এখনই জনসমক্ষে আনেননি ৷ তবে মেয়ের মুখ না দেখিয়েও বিপাশা তার খেলার ছবি ও ভিডিয়ো তুলে ধরেন ৷

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এদিন ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, জন্ম থেকেই ক্রীড়াবিদ (ন্যাচরাল অ্যাথলিট) ।" ভিডিয়োতেও তিনি একটি টেক্সট লিখেছেন ৷ যাতে লেখা রয়েছে, "দেবীর সকালের ব্যায়াম ৷ ঠিক তার মা এবং বাবার মতো ব্যায়াম করতে ভালোবাসে সে ৷ " তিনি ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্তরা মন্তব্যে ভরিয়ে দেয় তাঁর ইনস্টাগ্রাম ফিড ৷ ভুরি ভুরি লাল হৃদয়ের ইমোজি কোড়ায় পোস্টটি । একজন অনুরাগী লিখেছেন, "আওওওওওও কিউট । ছোট্ট সুন্দরী পুতুল দেবী । তিনি তার বাবা এবং মার জেরক্স কপি । আরেকজন লিখেছেন, "সোওও সোওও কিউটইই ।"

বিপাশা এবং করণ সিং গ্রোভার বিয়ের ছয় বছর পর গত বছর 12 নভেম্বরে মা বাবা হয়েছেন । ইনস্টাগ্রামে বিপাশা একটি পোস্টের মাধ্যমে মেয়ের নাম দেবী বলে ঘোষণা করেন । ছবিতে লেখা ছিল, " আমাদের ভালবাসার শারীরিক রূপ মায়ের আশীর্বাদে 12 নভেম্বর 2022 সালে দেবী বসু সিং গ্রোভার পৃথিবীতে এসেছে ৷ সে ঐশ্বরিক।" দম্পতি আনুষ্ঠানিকভাবে গত বছরের 16 অগস্ট তাঁদের প্রথম সন্তান আশার কথা ঘোষণা করেন ।

আরও পড়ুন: মেয়ে মালতিকে নিয়ে বেড়াতে গেলেন প্রিয়াঙ্কা, কেমন আনন্দ করলেন, দেখুন ছবি

মুম্বই, 8 মে: কিছুদিন আগে বলিউড অভিনেত্রী বিপাশা বসু মা হয়েছেন ৷ তাঁর কোল আলো করে এসেছে মেয়ে দেবী ৷ ধীরে ধীরে বেড়ে ওঠা মেয়ের সুন্দর ভিডিয়ো ও ছবি প্রায়শই বিপাশা তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেন ৷ মেয়ের নানা কর্মকাণ্ড ভাগ করে নেন ভক্তদের সঙ্গে । সেসরকমই তাঁর মেয়ের সুপার কিউট একটি ভিডিয়ো সোমবার বিপাশা শেয়ার করে চমকে দিয়েছেন ভক্তদের । যেখানে মেয়েকে তিনি ক্রীড়াবিদ বলে সম্বোধন করেছেন ৷ ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেবী একটি বল নিয়ে খেলছে । তবে সেই ভিডিয়োতে তার মুখ দেখা যাচ্ছে না । কারণ অন্যান্য সেলেবদের মতো তারকা জুটি বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারও মেয়ের মুখ এখনই জনসমক্ষে আনেননি ৷ তবে মেয়ের মুখ না দেখিয়েও বিপাশা তার খেলার ছবি ও ভিডিয়ো তুলে ধরেন ৷

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এদিন ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, জন্ম থেকেই ক্রীড়াবিদ (ন্যাচরাল অ্যাথলিট) ।" ভিডিয়োতেও তিনি একটি টেক্সট লিখেছেন ৷ যাতে লেখা রয়েছে, "দেবীর সকালের ব্যায়াম ৷ ঠিক তার মা এবং বাবার মতো ব্যায়াম করতে ভালোবাসে সে ৷ " তিনি ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্তরা মন্তব্যে ভরিয়ে দেয় তাঁর ইনস্টাগ্রাম ফিড ৷ ভুরি ভুরি লাল হৃদয়ের ইমোজি কোড়ায় পোস্টটি । একজন অনুরাগী লিখেছেন, "আওওওওওও কিউট । ছোট্ট সুন্দরী পুতুল দেবী । তিনি তার বাবা এবং মার জেরক্স কপি । আরেকজন লিখেছেন, "সোওও সোওও কিউটইই ।"

বিপাশা এবং করণ সিং গ্রোভার বিয়ের ছয় বছর পর গত বছর 12 নভেম্বরে মা বাবা হয়েছেন । ইনস্টাগ্রামে বিপাশা একটি পোস্টের মাধ্যমে মেয়ের নাম দেবী বলে ঘোষণা করেন । ছবিতে লেখা ছিল, " আমাদের ভালবাসার শারীরিক রূপ মায়ের আশীর্বাদে 12 নভেম্বর 2022 সালে দেবী বসু সিং গ্রোভার পৃথিবীতে এসেছে ৷ সে ঐশ্বরিক।" দম্পতি আনুষ্ঠানিকভাবে গত বছরের 16 অগস্ট তাঁদের প্রথম সন্তান আশার কথা ঘোষণা করেন ।

আরও পড়ুন: মেয়ে মালতিকে নিয়ে বেড়াতে গেলেন প্রিয়াঙ্কা, কেমন আনন্দ করলেন, দেখুন ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.