হায়দরাবাদ, 10 অগস্ট: টিভি ধারাবাহিকের রানি হিসাবেই পরিচিত একতা কাপুর ৷ তবে আরও একবার বড় পর্দায় প্রযোজনায় তিনি ৷ আসছে একতা প্রযোজিত নতুন ছবি 'থ্য়াঙ্ক ইউ ফর কামিং' ৷ বৃহস্পতিবার তাঁর এই নতুন ছবির ঘোষণা করেছেন জনপ্রিয় প্রযোজক-পরিচালক ৷ সঙ্গে শেয়ার করা হয়েছে ছবির একটি পোস্টারও ৷ একতার এই নতুন ছবিতে দেখা যাবে বলিউডের বেশ কিছু পরিচিত মুখকে ৷ রয়েছেন ভূমি পেডনেকর এবং শেহনাজ গিল ৷ এদিন যে পোস্টারটি শেয়ার করা হয়েছে তাতেও দেখা গিয়েছে একজন তরুণীকে ৷
যদিও সেই তরুণীকে চেনা যায়নি পিছন থেকে ৷ ছবিতে ভূমি এবং শেহনাজের সঙ্গে রয়েছেন কুশা কপিলা, ডলি সিং এবং শিবানী বেদীও ৷ সোনম কাপুরের বোন রিয়া কাপুর এবং তাঁর স্বামী করণ বালুনি রয়েছেন এই ছবির প্রযোজনার দায়িত্বে ৷ সঙ্গে থাকবেন একতাও ৷ ছবিটি মুক্তি পেতে চলছে অনিল কাপুরের প্রযোজনা সংস্থা অনিল কাপুর ফ্লিম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যানারে ৷
ছবিতে দেখা যাবে করণ কুন্দ্রাকেও ৷ ছবিটি পরিচালনার দায়িত্বে করণ বালুনি থাকতে পারেন বলে জানা গিয়েছে ৷ বিভিন্ন সংবাদমাদ্যম রিপোর্ট তেমনটাই জানাচ্ছে ৷ এদিন একতার পোস্টের নীচে কমেন্ট করেছেন রিয়া কাপুর, করণ কুন্দ্রা, ভূমি পেডনেকররা ৷ তাঁদের মন্তব্য থেকেই বোঝা যায় এই ছবি নিয়ে উৎসাহ রীতিমতো তুঙ্গে ৷ করণ লেখেন, "এটা একটা দারুণ রাইড হতে চলেছে ৷" আর অন্যদিকে ভূমি লেখেন, "খুব তাড়াতাড়ি আসছে এই ছবি ৷"
আরও পড়ুন: পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব
যদিও কবে আসছে 'থ্য়াঙ্ক ইউ ফর কামিং' তা এখনও খোলসা করে কিছু জানাননি একতা ৷ অভিনেতা অভিনেত্রীদের নাম সামনে এলেও গল্প নিয়ে এখনও মুখে কুলুপ নির্মাতাদের ৷ তাই অপেক্ষা ছাড়া গতি নেই ৷ ভূমিকে এর আগে দেখা গিয়েছে 'ভিড়', 'আফওয়া'র মতো বেশ কিছু দুর্দান্ত ছবিতে ৷ অন্যদিকে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' বলিউডে অভিষেক করেছেন শেহনাজ ৷ এবার তাঁদের নতুন অবতারে দেখতে তাই মুখিয়ে নেটপাড়া ৷