ETV Bharat / entertainment

Bholaa Day 10 Collection: বক্স অফিসে ভালোই সাড়া, 10 দিনে ভোলার মোট আয় 70 কোটি ছুঁইছুঁই - অজয় দেবগনের ছবি ভোলা

অজয় দেবগনের ছবি ভোলা প্রেক্ষাগৃহের দর্শকদের ভিড় বাড়িয়ে চলেছে ৷ দ্বিতীয় শনিবার 4.25 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যার ফলে 10 দিনে এই ছবির মোট আয় 67.53 কোটি টাকা হয়েছে ।

Bholaa ETV Bharat
ভোলা
author img

By

Published : Apr 9, 2023, 12:33 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: প্রেক্ষাগৃহে ভালোই দর্শক টানছে অজয় দেবগনের ভোলা ৷ প্রথম সপ্তাহে 59.68 কোটি টাকা আয় করার পর দ্বিতীয় সপ্তাহেও চালিয়ে ব্যাট করছে এই ছবি ৷ বক্স অফিস রিপোর্ট বলছে, শুক্রবার ভোলা 3.60 কোটি টাকা এবং শনিবার 4.25 কোটি টাকা আয় করেছে । প্রথম দশ দিনে ভোলার মোট সংগ্রহ 67.53 কোটি টাকা । লোকেশ কানারাজ পরিচালিত তামিল হিট কাইথির রিমেক ভোলা 3ডি এবং 2ডি-তে মুক্তি পেয়েছে ৷ যদিও 2ডি দেখতেই বেশি ভিড় জমিয়েছেন দর্শকরা ৷

প্রথম দিনে সর্বোচ্চ আয়ের ছবিগুলির মধ্যে এ বছর ভোলা রয়েছে তিন নম্বরে ৷ পাঠান প্রথম দিনে 57 কোটি টাকা আয় করেছিল ৷ তু ঝুঠি ম্যায় মক্কার প্রথম দিনে আয় করে 15.73 কোটি টাকা । ভোলা মুক্তি পায় গত বৃহস্পতিবার (30 মার্চ), যা একটি ছুটির দিন ছিল ৷ প্রথম দিনে এই ছবি 11.2 কোটি টাকা আয় করেছে ৷ ইউ মি অর হাম, শিবায় এবং রানওয়ে 34-এর পর, পরিচালক হিসেবে অজয় দেবগনের চতুর্থ ছবি ভোলা ।

আগের ছবিগুলোর কোনওটিই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি । যদিও ভোলা বক্স অফিসে এখনও পর্যন্ত ভালোই ফল করছে ৷ তবে অজয়ের আগের ছবি দৃশ্যম 2, যেটি বিশ্বব্যাপী 340 কোটি টাকারও বেশি আয় করেছিল, তা দর্শকদের যতটা টেনেছিল ভোলার ক্ষেত্রে তা দেখা যায়নি ৷ 21 এপ্রিল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান মুক্তি না হওয়া পর্যন্ত ভোলার আপাতত কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷

যদিও ভোলার বক্স অফিসের উপর প্রভাব ফেলেছে রমজান এবং আইপিএল, বিশেষ করে নিম্ন আয়ের এলাকায় । মহামারী চলাকালীন অজয়ের আউটপুট মূলত হিটের পরিবর্তে মিস দিয়ে গঠিত । তাঁর প্রথম বড় রিলিজ ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া, সরাসরি ডিজনি + হটস্টারে মুক্তি পেয়েছিল ৷

সেই সময়কালে দৃশ্যম 2 ছিল অজয়ের একমাত্র উজ্জ্বল ছবি ৷ এই ছবিটি গত বছরের কয়েকটি বলিউড হিটের মধ্যে ছিল অন্যতম ৷ এ ছাড়াও হিট ব্রিটিশ সিরিজ লুথারের রিমেক রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস দিয়ে ওয়েব সিরিজে ডেবিউ করেন অজয় ৷ এবং অস্কার বিজয়ী তেলুগু চলচ্চিত্র আরআরআর-এ একটি বর্ধিত ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে ৷ এর পরে ভক্তদের প্রিয় সিংহমের পরবর্তী অধ্যায়ে ফিরে আসার আগে অজয় দীর্ঘদিন ধরে বিলম্বিত স্পোর্টস ড্রামা ময়দানে অভিনয় করবেন ৷ ভোলায় অজয় ছাড়াও অভিনয় করেছেন টাবু, দীপক ডোবরিয়াল এবং গজরাজ রাও ।

আরও পড়ুন: কেমন হল অজয়ের 'ভোলা', কী বলছে নেটপাড়ার রিপোর্ট?

হায়দরাবাদ, 9 এপ্রিল: প্রেক্ষাগৃহে ভালোই দর্শক টানছে অজয় দেবগনের ভোলা ৷ প্রথম সপ্তাহে 59.68 কোটি টাকা আয় করার পর দ্বিতীয় সপ্তাহেও চালিয়ে ব্যাট করছে এই ছবি ৷ বক্স অফিস রিপোর্ট বলছে, শুক্রবার ভোলা 3.60 কোটি টাকা এবং শনিবার 4.25 কোটি টাকা আয় করেছে । প্রথম দশ দিনে ভোলার মোট সংগ্রহ 67.53 কোটি টাকা । লোকেশ কানারাজ পরিচালিত তামিল হিট কাইথির রিমেক ভোলা 3ডি এবং 2ডি-তে মুক্তি পেয়েছে ৷ যদিও 2ডি দেখতেই বেশি ভিড় জমিয়েছেন দর্শকরা ৷

প্রথম দিনে সর্বোচ্চ আয়ের ছবিগুলির মধ্যে এ বছর ভোলা রয়েছে তিন নম্বরে ৷ পাঠান প্রথম দিনে 57 কোটি টাকা আয় করেছিল ৷ তু ঝুঠি ম্যায় মক্কার প্রথম দিনে আয় করে 15.73 কোটি টাকা । ভোলা মুক্তি পায় গত বৃহস্পতিবার (30 মার্চ), যা একটি ছুটির দিন ছিল ৷ প্রথম দিনে এই ছবি 11.2 কোটি টাকা আয় করেছে ৷ ইউ মি অর হাম, শিবায় এবং রানওয়ে 34-এর পর, পরিচালক হিসেবে অজয় দেবগনের চতুর্থ ছবি ভোলা ।

আগের ছবিগুলোর কোনওটিই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি । যদিও ভোলা বক্স অফিসে এখনও পর্যন্ত ভালোই ফল করছে ৷ তবে অজয়ের আগের ছবি দৃশ্যম 2, যেটি বিশ্বব্যাপী 340 কোটি টাকারও বেশি আয় করেছিল, তা দর্শকদের যতটা টেনেছিল ভোলার ক্ষেত্রে তা দেখা যায়নি ৷ 21 এপ্রিল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান মুক্তি না হওয়া পর্যন্ত ভোলার আপাতত কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷

যদিও ভোলার বক্স অফিসের উপর প্রভাব ফেলেছে রমজান এবং আইপিএল, বিশেষ করে নিম্ন আয়ের এলাকায় । মহামারী চলাকালীন অজয়ের আউটপুট মূলত হিটের পরিবর্তে মিস দিয়ে গঠিত । তাঁর প্রথম বড় রিলিজ ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া, সরাসরি ডিজনি + হটস্টারে মুক্তি পেয়েছিল ৷

সেই সময়কালে দৃশ্যম 2 ছিল অজয়ের একমাত্র উজ্জ্বল ছবি ৷ এই ছবিটি গত বছরের কয়েকটি বলিউড হিটের মধ্যে ছিল অন্যতম ৷ এ ছাড়াও হিট ব্রিটিশ সিরিজ লুথারের রিমেক রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস দিয়ে ওয়েব সিরিজে ডেবিউ করেন অজয় ৷ এবং অস্কার বিজয়ী তেলুগু চলচ্চিত্র আরআরআর-এ একটি বর্ধিত ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে ৷ এর পরে ভক্তদের প্রিয় সিংহমের পরবর্তী অধ্যায়ে ফিরে আসার আগে অজয় দীর্ঘদিন ধরে বিলম্বিত স্পোর্টস ড্রামা ময়দানে অভিনয় করবেন ৷ ভোলায় অজয় ছাড়াও অভিনয় করেছেন টাবু, দীপক ডোবরিয়াল এবং গজরাজ রাও ।

আরও পড়ুন: কেমন হল অজয়ের 'ভোলা', কী বলছে নেটপাড়ার রিপোর্ট?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.