ETV Bharat / entertainment

Bholaa Box Office Collection Day 1: বক্স অফিসে রিপোর্টে পাশ না ফেল? দেখুন কেমন হল অজয়ের 'ভোলা'র রেজাল্ট - দেখুন কেমন হল অজয়ের ভোলার রেজাল্ট

প্রথম দিনের আয়ের নিরিখে বেশ ভালোই আলোড়ন ফেলল 'ভোলা' ৷ খবর অনুযায়ী প্রথম দিনেই এই ছবি আয় করেছে প্রায় 10 কোটি টাকা ৷

Etv Bharat
প্রথমদিনে ভোলা আয় করেছে প্রায় 10 কোটি টাকা
author img

By

Published : Mar 31, 2023, 10:37 AM IST

হায়দরাবাদ, 31 মার্চ: বক্স অফিসে বেশ সফল হয়েছিল অজয়ের আগের ছবি 'দৃশ্য়ম 2' ৷ রানওয়ে 34 ফ্লপ হলেও ওই ছবির হাত ধরে বেশ ভালো কামব্যাক করেছিলেন পর্দার সিংহম ৷ আর তাই তাঁর নতুন ছবি 'ভোলা' নিয়েও আগ্রহ তুঙ্গে ছিল দর্শকদের মধ্য়ে ৷ বৃহস্পতিবার মুক্তি পাওয়া এই ছবি নিয়ে তরণ আদর্শের মতো সিনে সমালোচক এক শব্দে লিখেছিলেন, 'মাস অ্যাপিলিং' ৷ একইসঙ্গে উৎসাহ তুঙ্গে ছিল অন্য়দেরও ৷ আসুন দেখে নেওয়া যাক বক্স অফিসে কেমন ফল করল এই ছবি ৷
দুই অঙ্কেই বক্স অফিসে খাতা খুলল অজয়ের 'ভোলা' ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনেই এই ছবি আয় করেছে 10 কোটিরও বেশি ৷ আরেকটি 'ইন্ডাস্ট্রি ট্র্যাকার' স্যাকনিক-এর মতে, প্রথম দিনে 11 কোটি আয় করেছে 11 কোটি ৷ যদিও 'ভোলা' আয়ের নিরিখে কোনও ভাবেই অজয়ের আগের ছবি 'দৃশ্য়ম 2'-কে পিছনে ফেলতে পারেনি ৷ তবে অনেকেই মুগ্ধ অজয় এবং টাব্বুর অভিনয় দেখে ৷ যদিও বিশেষজ্ঞরা এও বলছেন এই ছবির আয় মার খেতে পারে আইপিএল-এর জেরে ৷ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন পর্ব ৷ আর তাই আয়ের ক্ষেত্রে কিছু প্রভাব পড়তেই পারে ৷

অজয় দেবগণের 'ভোলা' কিন্তু সেই অর্থে মৌলিক গল্প নয় ৷ দক্ষিণ ভারতের ছবি 'কাইথি'র অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি ৷ তবে অনেকের মতে, এই ছবির অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে স্টান্ট একেবারে নজর কাড়া ৷ তাই আপনি যদি 'কাইথি' ছবিটি দেখে থাকেন তাহলেও আপনি বেশ মজা পাবেন অজয়ের এই নতুন ছবি দেখে ৷ অজয়ের এই ছবি নিয়ে সবাই যে এতটাই উচ্ছ্বসিত তা অবশ্য় নয় তবে একথা মানতেই হবে যে সমালোচনার থেকে বেশি প্রশংসাই কুড়োচ্ছে এই ছবি ৷

অজয়, টাব্বু ছাড়াও ছবিতে দেখা গিয়েছে দীপক ডোবরিয়াল, বিনীত কুমার, গজরাজ রাও এবং সঞ্জয় মিশ্রকে ৷ পরিচালক হিসেবে এর আগে আরও তিনটি ছবি তৈরি করেছেন অজয় ৷ তার মধ্যে রয়েছে 'ইউ, মি অর হাম', 'শিবায়' এবং 'রানওয়ে 34' ৷ গতবছর মুক্তি পেয়েছিল 'রানওয়ে 34' ছবিটি ৷ তবে এই ছবি তেমন সাফল্য় পায়নি বক্স অফিসে ৷

আরও পড়ুন: গৃহবধূ রাধিকাই গোপন এজেন্ট, হাজির 'মিসেস আন্ডারকভার' ছবির ট্রেলার

হায়দরাবাদ, 31 মার্চ: বক্স অফিসে বেশ সফল হয়েছিল অজয়ের আগের ছবি 'দৃশ্য়ম 2' ৷ রানওয়ে 34 ফ্লপ হলেও ওই ছবির হাত ধরে বেশ ভালো কামব্যাক করেছিলেন পর্দার সিংহম ৷ আর তাই তাঁর নতুন ছবি 'ভোলা' নিয়েও আগ্রহ তুঙ্গে ছিল দর্শকদের মধ্য়ে ৷ বৃহস্পতিবার মুক্তি পাওয়া এই ছবি নিয়ে তরণ আদর্শের মতো সিনে সমালোচক এক শব্দে লিখেছিলেন, 'মাস অ্যাপিলিং' ৷ একইসঙ্গে উৎসাহ তুঙ্গে ছিল অন্য়দেরও ৷ আসুন দেখে নেওয়া যাক বক্স অফিসে কেমন ফল করল এই ছবি ৷
দুই অঙ্কেই বক্স অফিসে খাতা খুলল অজয়ের 'ভোলা' ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনেই এই ছবি আয় করেছে 10 কোটিরও বেশি ৷ আরেকটি 'ইন্ডাস্ট্রি ট্র্যাকার' স্যাকনিক-এর মতে, প্রথম দিনে 11 কোটি আয় করেছে 11 কোটি ৷ যদিও 'ভোলা' আয়ের নিরিখে কোনও ভাবেই অজয়ের আগের ছবি 'দৃশ্য়ম 2'-কে পিছনে ফেলতে পারেনি ৷ তবে অনেকেই মুগ্ধ অজয় এবং টাব্বুর অভিনয় দেখে ৷ যদিও বিশেষজ্ঞরা এও বলছেন এই ছবির আয় মার খেতে পারে আইপিএল-এর জেরে ৷ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন পর্ব ৷ আর তাই আয়ের ক্ষেত্রে কিছু প্রভাব পড়তেই পারে ৷

অজয় দেবগণের 'ভোলা' কিন্তু সেই অর্থে মৌলিক গল্প নয় ৷ দক্ষিণ ভারতের ছবি 'কাইথি'র অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি ৷ তবে অনেকের মতে, এই ছবির অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে স্টান্ট একেবারে নজর কাড়া ৷ তাই আপনি যদি 'কাইথি' ছবিটি দেখে থাকেন তাহলেও আপনি বেশ মজা পাবেন অজয়ের এই নতুন ছবি দেখে ৷ অজয়ের এই ছবি নিয়ে সবাই যে এতটাই উচ্ছ্বসিত তা অবশ্য় নয় তবে একথা মানতেই হবে যে সমালোচনার থেকে বেশি প্রশংসাই কুড়োচ্ছে এই ছবি ৷

অজয়, টাব্বু ছাড়াও ছবিতে দেখা গিয়েছে দীপক ডোবরিয়াল, বিনীত কুমার, গজরাজ রাও এবং সঞ্জয় মিশ্রকে ৷ পরিচালক হিসেবে এর আগে আরও তিনটি ছবি তৈরি করেছেন অজয় ৷ তার মধ্যে রয়েছে 'ইউ, মি অর হাম', 'শিবায়' এবং 'রানওয়ে 34' ৷ গতবছর মুক্তি পেয়েছিল 'রানওয়ে 34' ছবিটি ৷ তবে এই ছবি তেমন সাফল্য় পায়নি বক্স অফিসে ৷

আরও পড়ুন: গৃহবধূ রাধিকাই গোপন এজেন্ট, হাজির 'মিসেস আন্ডারকভার' ছবির ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.