মুম্বই, 28 নভেম্বর: পাথরের তৈরি বেঞ্চ (Bench shaped like book)৷ দেখতে অবিকল একটা বই ৷ খোলা বইয়ের পাতার আকারে বেঞ্চটি বসেছে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো জলসায় ৷ সোমবার নিজেই এ কথা জানিয়েছেন বিগ বি ৷ তিনি জানান, তাঁর প্রয়াত পিতা তথা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের লেখা জনপ্রিয় কবিতার বই "মধুশালা"কে ফুটিয়ে তোলা হয়েছে সেই বেঞ্চে (Bench installed at Jalsa)৷
80 বছর বয়সি অভিনেতা তাঁর ব্যক্তিগত ব্লগে সেই বেঞ্চের বেশ কয়েকটি ছবিটি শেয়ার করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে যে, তাঁর জুহুর বাংলোর লনে বসানো হয়েছে সেই বেঞ্চ ৷ অমিতাভ জানান, কাঠামোটি পোলিশ শহর রক্লোতে তৈরি হয়েছে ৷ 2020 সালে এই শহরই হরিবংশ রাই বচ্চনকে সম্মান জানিয়েছে ৷
অমিতাভ লিখেছেন, "...একটি বইয়ের আকারে পাথরের বেঞ্চ তৈরি হয়েছে পোল্যান্ডের রক্লোতে - মধুশালা .. এটি একেবারে অনন্যভাবে তৈরি .. এক টন ওজনের ..রক্লোতে কাউন্সেল জেনারেল ইন্ডিয়ার সদয় অফিসের মাধ্যমে পোল্যান্ড থেকে আনা হয়েছে, শ্রী কার্তিকেয় জোহরি, যিনি রক্লোতে বাবুজির পরী মূর্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাঁর সম্মানে একটি স্ট্যাম্প এবং এখন বাবুজির নামে আধুনিক হিন্দি সাহিত্য অধ্যয়নের জন্য একটি গবেষণা কেন্দ্র খোলার কাজ করেছেন - যার নাম হরিবংশ রাই বচ্চন, রিসার্চ ইনস্টিটিউট ..৷"
![Bench shaped like book installed at Jalsa, Amitabh Bachchan shares photos](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17056285_amitabh_aspera.jpg)
আরও পড়ুন: অনুমতি না নিয়ে অমিতাভের নাম-ছবি-কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট
ভারতে এই বেঞ্চ আনতে পেরে রক্লোর সাম্মানিক কনসাল জেনারেল কার্তিকেয় জোহরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলিুডের শাহেনশা ।
চলতি বছর 27 নভেম্বর ছিল কবি হরিবংশ রাই বচ্চনের 115তম জন্মবার্ষিকী । হিন্দি সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি 1976 সালে পদ্মভূষণ পেয়েছিলেন । 2003 সালে তিনি প্রয়াত হন ৷