ETV Bharat / entertainment

Bawaal trailer: যুদ্ধের সরণি বেয়ে ভালোবাসার গল্প বলবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল', মুক্তি পেল ট্রেলার - বাওয়াল

প্রকাশ্যে এল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবির ট্রেলার ৷ ট্রেলারেই বাজিমাত পরিচালক নীতিশ তিওয়ারির ৷

Etv Bharat
প্রকাশ্যে 'বাওয়াল' ট্রেলার
author img

By

Published : Jul 9, 2023, 7:09 PM IST

হায়দরাবাদ, 9 জুলাই: অপেক্ষার অবসান ৷ রবিবার প্রকাশ্যে এল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবির ট্রেলার ৷ পরিচালক নীতেশ তিওয়ারি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এক ভালোবাসার গল্প বলবে বাওয়াল ৷

প্রথমবার বলিউডে জুটি বেঁধেছেন 'অক্টোবর' খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান ও 'মিমি' অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ শুরু থেকেই এই জুটি রয়েছে চর্চায় ৷ কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির টিজার ৷ যেখানে জাহ্নবী ও বরুণের অন স্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের ৷ মজার মোড়কে ভালোবাসার অলি-গলি চেনাবে এই ছবি ৷ টিজার শেয়ার করে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন বরুণ ৷ তিনি ক্যাপশনে লিখেছিলেন, "ভালোবাসা সহজে আসে না ৷ কিছু বাওয়ালের জন্য তাই প্রস্তুত থাকতেই হবে ৷"

রবিবার সামনে আসে ছবির ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় প্রাইম ভিডিয়ো ট্রেলারটি শেয়ার করেছে ৷ পোস্টে লেখা, "ভালোবাসা থেকে বাওয়াল পর্যন্ত একটা জার্নি ৷ 21 জুলাই ওভার দ্য টপে মুক্তি পাচ্ছে বাওয়াল ৷" ট্রেলারে দেখা গিয়েছে, অজয় (বরুণ ধাওয়ান) ও নিশার (জাহ্নবী কাপুর) মিষ্টি প্রেমের শুরু ৷ অজয় লখনউয়ের একজন স্কুলের শিক্ষক, যাকে সকলেই ভালোবাসে ৷ অন্যদিকে, নিশা খুব সাধারণ অথচ আকর্ষণীয় এক মেয়ে যাঁর স্বপ্ন জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়া ৷ কিন্তু ভালোবাসার পথ অতটাও সহজ নয় ৷ তার খোঁজ পেতে গেলে লড়াইটাও হবে কঠিন ৷

নীতিশ তিওয়ারির এই ছবি সরাসরি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতিশ তিওয়ারির আর্থস্কাই পিকচার্স ৷ এর আগে পরিচালক নীতিশের হাত ধরে বলিউড পেয়েছে 'দঙ্গল' বা 'ছিঁচোড়ে'-র মতো হিট ছবি ৷ স্বভাবতই এই ছবিও অনুরাগীদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: পরশুই আসছে জওয়ানের ট্রেলার, শাহরুখের ঘোষণা পোস্টে 15 মিনিটে 10 লক্ষ ভিউজ

প্রসঙ্গত, জানা গিয়েছিল, লার্জার দ্যান লাইফের মতো এই ছবির প্রিমিয়ার হবে ৷ প্যানারমিক ভিউতে বাওয়াল ছবির প্রিমিয়ার হবে ভালোবাসার শহর প্যারিসের আইফেল টাওয়ারে ৷ মূলত সল্লে গুস্তাভ আইফেলে হবে 'বাওয়াল'-এর প্রিমিয়ার ৷

হায়দরাবাদ, 9 জুলাই: অপেক্ষার অবসান ৷ রবিবার প্রকাশ্যে এল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবির ট্রেলার ৷ পরিচালক নীতেশ তিওয়ারি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এক ভালোবাসার গল্প বলবে বাওয়াল ৷

প্রথমবার বলিউডে জুটি বেঁধেছেন 'অক্টোবর' খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান ও 'মিমি' অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ শুরু থেকেই এই জুটি রয়েছে চর্চায় ৷ কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির টিজার ৷ যেখানে জাহ্নবী ও বরুণের অন স্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের ৷ মজার মোড়কে ভালোবাসার অলি-গলি চেনাবে এই ছবি ৷ টিজার শেয়ার করে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন বরুণ ৷ তিনি ক্যাপশনে লিখেছিলেন, "ভালোবাসা সহজে আসে না ৷ কিছু বাওয়ালের জন্য তাই প্রস্তুত থাকতেই হবে ৷"

রবিবার সামনে আসে ছবির ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় প্রাইম ভিডিয়ো ট্রেলারটি শেয়ার করেছে ৷ পোস্টে লেখা, "ভালোবাসা থেকে বাওয়াল পর্যন্ত একটা জার্নি ৷ 21 জুলাই ওভার দ্য টপে মুক্তি পাচ্ছে বাওয়াল ৷" ট্রেলারে দেখা গিয়েছে, অজয় (বরুণ ধাওয়ান) ও নিশার (জাহ্নবী কাপুর) মিষ্টি প্রেমের শুরু ৷ অজয় লখনউয়ের একজন স্কুলের শিক্ষক, যাকে সকলেই ভালোবাসে ৷ অন্যদিকে, নিশা খুব সাধারণ অথচ আকর্ষণীয় এক মেয়ে যাঁর স্বপ্ন জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়া ৷ কিন্তু ভালোবাসার পথ অতটাও সহজ নয় ৷ তার খোঁজ পেতে গেলে লড়াইটাও হবে কঠিন ৷

নীতিশ তিওয়ারির এই ছবি সরাসরি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতিশ তিওয়ারির আর্থস্কাই পিকচার্স ৷ এর আগে পরিচালক নীতিশের হাত ধরে বলিউড পেয়েছে 'দঙ্গল' বা 'ছিঁচোড়ে'-র মতো হিট ছবি ৷ স্বভাবতই এই ছবিও অনুরাগীদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: পরশুই আসছে জওয়ানের ট্রেলার, শাহরুখের ঘোষণা পোস্টে 15 মিনিটে 10 লক্ষ ভিউজ

প্রসঙ্গত, জানা গিয়েছিল, লার্জার দ্যান লাইফের মতো এই ছবির প্রিমিয়ার হবে ৷ প্যানারমিক ভিউতে বাওয়াল ছবির প্রিমিয়ার হবে ভালোবাসার শহর প্যারিসের আইফেল টাওয়ারে ৷ মূলত সল্লে গুস্তাভ আইফেলে হবে 'বাওয়াল'-এর প্রিমিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.