ETV Bharat / entertainment

Sunny Deol: সরিয়ে নেওয়া হল সানিকে দেওয়া নিলামের নোটিশ, সরব কংগ্রেস - ব্যাঙ্ক অফ বরোদা

56 কোটির ঋণ পরিশোধ না করায় বিপাকে সানি দেওল ৷ রবিবার তাঁর জুহুর বাংলো সানি ভিলা নিলামের নোটিশ জারি করেছিল ব্যাঙ্ক অফ বরোদা ৷ এবার সেই নোটিশ সরিয়ে নিল ব্যাঙ্ক ৷

Sunny Deol
সানির বিরুদ্ধে জারি করা নোটিশ সরাল ব্যাঙ্ক
author img

By

Published : Aug 21, 2023, 3:42 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: ছবির সাফল্যের পাশাপাশি তাঁর 'বাড়ি নিলাম' সংক্রান্ত খবরের জেরেও এখন চর্চায় অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল ৷ রবিবার ব্যাঙ্ক অফ বরোদা-র তরফে জানানো হয়েছিল, সানি দেওলের জুহুর বাংলো নিলামের কথা ৷ এবার সেই নোটিশ সরিয়ে নিল ব্যাঙ্ক ৷ জানা গিয়েছিল, প্রায় 56 কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার নামে ৷ সেই কারণেই আগামী 25 অগস্ট সানির মুম্বইয়ের এই বাংলোটি অনলাইনে নিলাম করানোর সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক ৷

তবে সোমবার সামনে এল নতুন খবর ৷ ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, সমস্য়ার সমাধান এখনও হয়নি ৷ শুধুমাত্র কিছু টেকনিক্যাল কারণে সরিয়ে নেওয়া হয়েছে আগের নোটিশটি ৷ আগেই জানানো হয়েছিল অজয় সিং দেওল অর্থাৎ সানির জুহুর সানি ভিলা নামে খ্যাত বাংলোটি থেকে 51.43 কোটি টাকা তোলার লক্ষ রয়েছে ব্যাঙ্কের ৷ নিলাম শুরু হবে 5.14 কোটি থেকে ৷

  • Yesterday afternoon the nation got to know that Bank of Baroda had put up the Juhu residence of BJP MP Sunny Deol for e-auction since he has not paid up Rs 56 crore owed to the Bank.

    This morning, in less than 24 hours, the nation has got to know that the Bank of Baroda has…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার যে নোটিশটি ব্যাঙ্কের তরফে সামনে আসে তাতেই জানানো হয়েছিল সানি দেওল চাইলে এই নিলাম বন্ধ হতে পারে ৷ সেক্ষেত্রে ব্য়াঙ্ক থেকে নেওয়া এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে অভিনেতাকে ৷ আর তাহলে 2002 সালের এসএআরএফইএসআই আইন অনুসারে স্থগিত হতে পারে নিলাম ৷

অন্য়দিকে সানির বিরুদ্ধে জারি করা নোটিশ সরিয়ে দেওয়া নিয়ে বেশ চর্চা চলছে ৷ ইতিমধ্য়েই এই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তিনি এদিন সোশালে লেখন, "আজ সকালে, 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে সানির বিরুদ্ধে নোটিশ তুলে নেওয়া হল ৷ তাও নাকি টেকনিক্যাল কারণে ৷ ভাবতে অবাক লাগছে এই টেকনিক্যাল কারণগুলির পিছনে কার হাত রয়েছে ।"

আরও পড়ুন: 'কারও স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলে কড়া পদক্ষেপ নেব', কাকে হুঁশিয়ারি দিলেন অঙ্কুশ ?

সানি এই মুহূর্তে চর্চায় রয়েছেন 'গদর 2' ছবির বিপুল সাফল্যের জেরেও ৷ এই ছবি ইতিমধ্যেই প্রায় 377 কোটি টাকা আয় করে ফেলেছে বক্স অফিসে ৷ ভেঙেছে একাধিক রেকর্ড ৷ তারই মাঝে ব্যাঙ্কের বিশাল ঋণ শোধ না করা নিয়ে তৈরি এই বিতর্ক কাম্য ছিল না তা বলাই বাহুল্য ৷

হায়দরাবাদ, 21 অগস্ট: ছবির সাফল্যের পাশাপাশি তাঁর 'বাড়ি নিলাম' সংক্রান্ত খবরের জেরেও এখন চর্চায় অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল ৷ রবিবার ব্যাঙ্ক অফ বরোদা-র তরফে জানানো হয়েছিল, সানি দেওলের জুহুর বাংলো নিলামের কথা ৷ এবার সেই নোটিশ সরিয়ে নিল ব্যাঙ্ক ৷ জানা গিয়েছিল, প্রায় 56 কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার নামে ৷ সেই কারণেই আগামী 25 অগস্ট সানির মুম্বইয়ের এই বাংলোটি অনলাইনে নিলাম করানোর সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক ৷

তবে সোমবার সামনে এল নতুন খবর ৷ ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, সমস্য়ার সমাধান এখনও হয়নি ৷ শুধুমাত্র কিছু টেকনিক্যাল কারণে সরিয়ে নেওয়া হয়েছে আগের নোটিশটি ৷ আগেই জানানো হয়েছিল অজয় সিং দেওল অর্থাৎ সানির জুহুর সানি ভিলা নামে খ্যাত বাংলোটি থেকে 51.43 কোটি টাকা তোলার লক্ষ রয়েছে ব্যাঙ্কের ৷ নিলাম শুরু হবে 5.14 কোটি থেকে ৷

  • Yesterday afternoon the nation got to know that Bank of Baroda had put up the Juhu residence of BJP MP Sunny Deol for e-auction since he has not paid up Rs 56 crore owed to the Bank.

    This morning, in less than 24 hours, the nation has got to know that the Bank of Baroda has…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার যে নোটিশটি ব্যাঙ্কের তরফে সামনে আসে তাতেই জানানো হয়েছিল সানি দেওল চাইলে এই নিলাম বন্ধ হতে পারে ৷ সেক্ষেত্রে ব্য়াঙ্ক থেকে নেওয়া এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে অভিনেতাকে ৷ আর তাহলে 2002 সালের এসএআরএফইএসআই আইন অনুসারে স্থগিত হতে পারে নিলাম ৷

অন্য়দিকে সানির বিরুদ্ধে জারি করা নোটিশ সরিয়ে দেওয়া নিয়ে বেশ চর্চা চলছে ৷ ইতিমধ্য়েই এই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তিনি এদিন সোশালে লেখন, "আজ সকালে, 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে সানির বিরুদ্ধে নোটিশ তুলে নেওয়া হল ৷ তাও নাকি টেকনিক্যাল কারণে ৷ ভাবতে অবাক লাগছে এই টেকনিক্যাল কারণগুলির পিছনে কার হাত রয়েছে ।"

আরও পড়ুন: 'কারও স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলে কড়া পদক্ষেপ নেব', কাকে হুঁশিয়ারি দিলেন অঙ্কুশ ?

সানি এই মুহূর্তে চর্চায় রয়েছেন 'গদর 2' ছবির বিপুল সাফল্যের জেরেও ৷ এই ছবি ইতিমধ্যেই প্রায় 377 কোটি টাকা আয় করে ফেলেছে বক্স অফিসে ৷ ভেঙেছে একাধিক রেকর্ড ৷ তারই মাঝে ব্যাঙ্কের বিশাল ঋণ শোধ না করা নিয়ে তৈরি এই বিতর্ক কাম্য ছিল না তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.