কলকাতা, 9 ডিসেম্বর: 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিলেকশন পেয়েছে বাংলাদেশের একমাত্র ছবি 'নোনা পানি'। সৈয়দা নিগার বানু নির্মিত 'নোনা পানি' ছবিটি মনোনীত হয়েছে 'এশিয়ান সিলেক্ট' বিভাগে। নেটপ্যাক অ্যাওয়ার্ড দৌড়ের প্রতিযোগিতায় রয়েছে এই ছবিও।
পরিচালক সৈয়দা নিগার বানু বলেন, "আমরা যখনই ছবি বানাই আমাদের স্বপ্ন থাকে যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটা দেখানো হবে। আর আমার স্বপ্ন পূরণ হল। ছবিটা তিনদিন দেখানো হবে। সঙ্গে আরেকদিন বিশেষ স্ক্রিনিং হবে তাই আমি খুব খুশি। একটিমাত্র বাংলাদেশের ছবি দেখানো হবে। আর সেটা আমার।" চলচ্চিত্র শতবর্ষ ভবন অর্থাৎ রাধা স্টুডিওতে হাজির হন পরিচালক। মন্ত্রী অরূপ বিশ্বাস পরিচালকের উদ্দেশ্যে বলেন, "আমাদেরও ভালো লাগছে, গতবার অভিনেতা চঞ্চল চৌধুরী এসেছিলেন, আর এবার আপনি এলেন।"
'নোনা পানি' চলচ্চিত্রটির 'ওয়ার্ল্ড প্রিমিয়ার' হবে 9 ডিসেম্বর রবীন্দ্র সদনে দুপুর 1:30 মিনিটে ৷ 11 ডিসেম্বর এই ছবি দেখানো হবে নজরুল তীর্থ 2-এ, সময় বিকেল 5টা ৷ 12 ডিসেম্বরও বিকেল 5টায় 'নোনা পানি' দেখানো হবে প্রাচী সিনেমাতে। বাংলাদেশের এই একটিমাত্র ছবিই দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন যাপনের গল্প তুলে ধরা হয়েছে 'নোনা পানি'তে ৷ মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ।
প্রসঙ্গত, এ বছর ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপর্যয়ের পর উল্লাসে মেতেছিল বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ। তাঁদের বক্তব্য ছিল, বাংলাদেশ জিতলেও যত না খুশি হওয়ার কারণ ছিল, তার থেকে বেশি খুশি হওয়ার কারণ ভারতের হার ৷ যা নিয়ে কম জলঘোলা হয়নি ৷ তবে, সব বিতর্ক ছাপিয়ে শেষ অবধি এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ছবি 'নোনা পানি'।
আরও পড়ুন
1. মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দনে, 'দ্য ম্যাভেরিক' দেখতে ভিড় আমজনতার
2. জন্মদিনেই নতুন বাংলা ছবির শুটিং শুরু করলেন শর্মিলা, সঙ্গী ঋতুপর্ণা
3. পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া