হায়দরাবাদ, 8 মে: মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ি অভিনীত কোর্টরুম ড্রামা 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' এর ট্রেলার ৷ সত্যঘটনা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন দীপক কিংরানি ৷ একজন সাধারণ আইনজীবীর অসাধারণ কোর্ট রুমের লড়াই তুলে ধরা হয়েছে ছবিটিতে ৷ পকসো আইনের অধীনে ধর্ষিতা এক নাবালিকা মেয়ের লড়াই কীভাবে লড়েন হাইকোর্টের একজন আইনজীবী, 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' বলবে সেই গল্পই ৷
সোমবার সামনে এসেছে ছবির ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় সেই লিংক শেয়ার করেছেন মনোজ বাজপেয়ী ৷ ক্যাপশনে লিখেছেন, "একজন সাধারণ মানুষ ৷ একজন ভালো মানুষ ৷ আর এক এক্সট্রাঅর্ডিনারি কেস ৷ সাক্ষী থাকুন এমন লড়াইয়ের যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশেকে ৷ দেখুন ওটিটি প্ল্যাটফর্মে 23 মে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও বলেন, "সির্ফ এক বান্দা কাফি হ্যায় ছবিতে পিসি সোলাঙ্কির চরিত্র ফুটিয়ে তোলাপ জার্নি আমার কাছে অভূতপূর্ব ছিল ৷ এটা সত্যিই একজন সাধারণ মানুষের কোর্টরুম লড়াই ছিল অন্যরকম কেস নিয়ে ৷ সবরকম বাধা পেরিয়ে সত্যের জন্য ছিল এই লড়াই ৷ আশা করব, ট্রেলার মুক্তির পরে দর্শকদের তা ভালো লাগবে এবং সত্যের জন্য লড়াইে সাক্ষী থাকবেন ৷ সাক্ষী থাকবেন কীভাবে পিসি সোলাঙ্কি সব বাধা পেরিয়ে সত্যকে জয় করেছিলেন ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: কনসার্টের মাঝেই হাত ধরে হ্যাঁচকা টান মহিলা অনুরাগীর, আহত 'গেরুয়া' কণ্ঠী
পরিচালক অপূর্ব সিং কারকিও ছবির ট্রেলার শেয়ার যাবতীয় তথ্য সামনে এনেছেন ৷ তিনি লিখেছেন, "প্রথম ছবির পরিচালক হিসাবে সির্ফ এক বান্দা কাফি হ্যায় আমার কাছে সবসময় স্পেশাল থাকবে ৷ আমার মনের কাছে থাকবে ৷ আর মুখ্য অভিনেতা হিসাবে মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করা আমার সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে ৷ আমার মনে হয়, মনোজ স্যারের অভিনয় জীবনে দর্শক এই ছবির হাত ধরে দুদার্ন্ত পারফর্ম্যান্স দেখতে চলেছে ৷ যেভাবে তিনি ছবিতে একজন সাধারণ মানুষের অসাধারণ জার্নি ও লড়াই তুলে ধরেছেন তা দর্শক মনে রাখবেন অনেকদিন ৷ " তিনি আরও বলেন, "সুপার্ন স্যার ও বিনোদ স্যার আমার ওপর যে বিশ্বাস রেখেছিলেন তা আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছিল ৷ আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, এই ছবি নিয়ে দর্শকদের মতামত জানার জন্য ৷"
প্রযোজক বিনোদ ভানুশালি বলেন, " এই ধরণের কোর্ট রুম ড্রামা প্রশ্ন তোলে কোনটা ঠিক, কোনটা ভুল তা নিয়ে ৷ মানুষের বিশ্বাসকে নাড়িয়ে তোলে ৷ বান্দা শুধু একজন আইনজীবীর লড়াই নয়, একজন নাবালিকার লড়াই ৷ ন্যায় পাওয়ার লড়াই ৷ পিসি সোলাঙ্কির চরিত্রে মনোজ বাজপেয়ী অসাধারণ ভূমিকা পালন করেছেন ৷ পরিচালক অপূর্ব যেভাবে গল্পটা বলেছেন তা অতুলনীয় ৷"