মুম্বই, 5 সেপ্টেম্বর: মুক্তি পেল আসন্ন অ্যাকশন এন্টারটেইনার 'বাবলি বাউন্সার'-এর ট্রেলার (Babli Bouncer trailer)৷ সোমবার ট্রেলারটি সামনে আনলেন নির্মাতারা ৷ 'বাবলি বাউন্সার' ছবিটির মূল চরিত্রে রয়েছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia female bouncer film) ৷ এছাড়াও সৌরভ শুক্লা, অভিষেক বাজাজ এবং সাহিল বৈদও স্ক্রিনশেয়ার করবেন এই ছবিতে (Tamannaah Bhatia upcoming films ) ৷
আড়াই মিনিটের এই ট্রেলার তুলে ধরে বাউন্সার বাবলির জীবনকাহিনীর কিছু ঝলক ৷ বাউন্সার হিসাবে সাধারণত পুরুষদেরই কাজ করতে দেখা যায় ৷ সেই পেশায় একজন মহিলা কীভাবে নিজেকে মানিয়ে নেন, সেটাই দেখা যাবে এই ছবিতে ৷ এই চরিত্রে তমান্না যে বেশ সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন, তার যথেষ্ট আভাস রয়েছে ট্রেলারে ৷ রয়েছে কমেডির চোরাস্রোতও (Tamannaah Bhatia starrer Babli Bouncer) ৷
ছবির ট্রেলার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "আসোলা ফতেপুর কি ইয়ে ছোরি (আসোলা ফতেপুরের এই মেয়ে), এখানে 'বাউন্সারগিরি' করতে এসেছেন! বাবলি বাউন্সারের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হোন ৷ ট্রেলার মুক্তি পেয়েছে! 23 সেপ্টেম্বর থেকে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় স্ট্রিমিং শুরু ছবির।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: সুপার ফর্মে কার্তিক, 'আশিকি 3'-এ এবার অনুরাগ-আরিয়ান জুটি
সবমিলিয়ে গল্পের নতুনত্বে বেশ নজর কাড়ছে 'বাবলি বাউন্সার'-এর ট্রেলার (Tamannaah Bhatia starrer Babli Bouncer Trailer) ৷ ছবিটি আদৌ দর্শকদের মন জয় করতে পারবে কি না, তা অবশ্য জানা যাবে আগামী 23 সেপ্টেম্বর থেকে (Tamannaah Bhatia starrer Babli Bouncer is Coming Soon) ৷ 23 থেকেই ডিজনি+হটস্টারে স্ট্রিমিং শুরু এই ছবির ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক মধুর ভাণ্ডারকর ৷ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷