হায়দরাবাদ, 29 অগস্ট: আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল 2' ছবি নিয়ে মুক্তির পর থেকে চর্চা কম হয়নি ৷ অনেক সমালোচকই এই ছবির ভূয়সী প্রশংসা করলেও ভয় ছিল একটাই ৷ বক্স অফিসে সানি দেওল-অক্ষয় কুমারদের সুনামির সামনে পড়ে অভিষেকের 'ঘুমর' ছবির মতো হাল হবে না তো আয়ুষ্মান খুরানার? কিন্তু না ৷ হাস্যরস যে কখনও কখনও বড় অস্ত্র হতে পারে এবার তার চাক্ষুষ প্রমাণ মিলল এই ছবির ক্ষেত্রে ৷ বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, 5 দিনেই 50 কোটির ক্লাবে জায়গা করে নিতে চলেছে এই ছবি ৷ রাজ শাণ্ডিল্য পরিচালিত এই ছবির প্রধান আকর্ষণ ছিল নির্মল হাস্যরস ৷
হালকা ব্যঙ্গ আর অনেকটা বুদ্ধিদীপ্ত সংলাপের এক সুন্দর ককটেল 'ড্রিম গার্ল 2' ৷ 2019 সালে ছবির প্রথম পর্বে যেমন নজরকাড়া পারফর্ম করেছিলেন আয়ুষ্মান, দ্বিতীয় পর্বও তার অন্যথা হয়নি ৷ প্রথম দিন 10 কোটিরও বেশি ব্যবসা করেছিল 'ড্রিম গার্ল' ৷ একইভাবে সিক্যুয়েলও প্রথম দিনে 10.69 কোটির ব্যবসা এনে দিয়েছে ৷ দ্বিতীয় এবং তৃতীয়দিনে তো আরও বেড়েছে ছবির বক্স অফিস কালেকশন ৷ স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, প্রথম উইক এন্ডেই এই ছবি আয় করেছিল 30.02 কোটি টাকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এরপর সোমবার সব ছবির আয়েই কিছুটা খামতি দেখা যায় ৷ ব্যতিক্রম হয়নি আয়ুষ্মান খুরানা-অনন্যা পাণ্ডে অভিনাতত এই ছবির ক্ষেত্রেও ৷ সোমবার 5.42 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ তবে মঙ্গলবার আবারও বাড়তে পারে ছবির আয় ৷ অন্তত তেমনটাই ধারণা ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের ৷ তাদের দাবি আপাতত যে হিসাব সামনে এসেছে তাতে পঞ্চম দিনের আয় মিলিয়ে ছবির মোট আয় দাঁড়াতে পারে 51.63 কোটি টাকায় ৷
আরও পড়ুন: ছবিতে হত্যাকারীর গায়ে আরসিবির জার্সি, আইনি বিপাকে রজনীকান্তের 'জেলার'
অর্থাৎ পঞ্চম দিনে এই ছবি আয় করতে পারে প্রায় 5.50 কোটি টাকা ৷ এরই মাঝে আরও একটি আশঙ্কার বিষয় অবশ্য় রয়েছে এই ছবির জন্য় ৷ শাহরুখ খানের 'জওয়ান' মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷ এখন এই ছবির সামনেও আয়ুষ্মান-অনন্যারা তাঁদের এই স্বপ্নের যাত্রা ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার ৷