কলকাতা, 15 অগস্ট: পরিচালক সন্দীপ রায়ের 'হত্যাপুরী' ছবির তোপসে তিনি । ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে আয়ুষ দাসের জুটিকে পছন্দ করেছিলেন অনেকেই ৷ পাশাপাশি বাংলা টেলিভিশনেও তিনি বেশ জনপ্রিয় মুখ ৷ 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা । এবার তাঁকে দেখা যাবে প্রধান চরিত্রে ৷
এর আগে 'কৃষ্ণকলি', 'কড়ি খেলা'-সহ বহু সিরিয়ালের দৌলতে আয়ুষ বাঙালির মনে জায়গা করে নিয়েছেন । সম্প্রতি 'তোপসে' চরিত্রে তাঁর অভিনয় কেরিয়ারে আরেকটি পালক জুড়েছে । এহেন আয়ুষ এবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন । হাঁটু-গেড়ে বসে এবার তিনি পাগল প্রেমিক হয়ে প্রেম নিবেদন করবেন তাঁর মনের মানুষের উদ্দেশ্যে । তবে কোনও সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিয়ো-তে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে । নাম 'তোমায় বউ বানাবো' ৷ আর এই ভিডিয়োতে তাঁর নায়িকা নবাগতা সঞ্চিতা চট্টোপাধ্যায়।
আয়ুষ বলেন, "আমি এর আগে একটিই মাত্র মিউজিক ভিডিয়োতেই অভিনয় করেছি । এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিয়ো । আমায় যখন প্রথম অভিনয় করার জন্য বলা হয়, আমি গানটা শুনতে চেয়েছিলাম । গানটা শুনেই আমার দারুণ লেগেছিল । হুক লাইনটা খুব ভালো, তোমায় বউ বানাবো । গানটা শোনার পর দেখলাম নিজের অজান্তেই হুক লাইনটা বারবার গুনগুন করছি । এই গানটার প্রেমে পড়েই মিউজিক ভিডিয়োটা করতে রাজি হয়ে যাই । মুর্শিদাবাদে আমাদের শুটিং হয় । হই হই করে আমরা শুটিং করেছি । আশা করি গানটা আপনাদের ভাল লাগবে।"
আরও পড়ুন: মিমি থেকে যশ, স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠল টলিউড
এই ভিডিয়োতে মিষ্টি একটা প্রেমের গল্প আছে । আয়ুষ এখানে গ্রামের একটা মুদি দোকান চালায় । গ্রামেরই একটা সহজ-সরল মেয়ের সঙ্গে প্রেম জমে ওঠে । মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন শমীক ভাদুড়ি । গানটি লিখেছেন ভাস্কর ঘোষ । সুর দিয়েছেন এবং গেয়েছেন সৌগত দে । 'তোমায় বউ বানাবো' মিউজিক ভিডিয়োটি লঞ্চ করছে 17 আগস্ট ।