ETV Bharat / entertainment

Tiger 3 Advance Booking: অগ্রিম বুকিং ছুঁল প্রায় তিন লক্ষ! মুক্তির আগেই 8 কোটি ছাড়াল সলমনের ছবির আয়

অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সাড়া ফেলল সলমন খানের 'টাইগার 3' ৷ 3 দিনের মধ্যেই বুক হয়ে গেল 2,88,515টি টিকিট ৷ অগ্রিম বুকিং থেকে এখনও পর্যন্ত এই ছবির আয় প্রায় 8 কোটি টাকা ৷

Tiger 3 Advance Booking
মুক্তির আগেই 8 কোটি ছাড়াল সলমনের ছবির আয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 3:51 PM IST

Updated : Nov 8, 2023, 7:08 PM IST

হায়দরাবাদ, 8 নভেম্বর: অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি ছবির বেশ কিছু পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ সব মিলিয়ে সারা ভারত জুড়ে 'পাঠান' ছবির 10 লক্ষের বেশি টিকিট অগ্রিম বুকিং হয়েছিল ৷ পিছিয়ে নেই সলমন খানও ৷ দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'টাইগার 3' ৷ প্রযোজনার দায়িত্বে সেই যশরাজ ফিল্মস ৷ 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ব্যর্থতার পর এই ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন ভাইজান অনুরাগীরা ৷ ট্রেলারও বেশ ভালোই সাড়া ফেলেছে ৷ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে প্রথম দিনের শো'য়ের কথা বললে ইতিমধ্যেই প্রায় 8 কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷

বাকি আরও চারটি দিন ৷ স্পাই ইউনিভার্সের এই ছবির হাত ধরে 'পাঠান'-এর মতোই যশরাজ ফিল্মসের লক্ষ্মীলাভ হয় কি না, সেটাই এখন দেখার ৷ এই মুহূর্তে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক দাবি করেছে, তৃতীয় দিন পর্যন্ত বিক্রি হয়েছে 2,88,515টি টিকিট ৷ যার মূল্য প্রায় 8.01 কোটি টাকা ৷ এছাড়া 4ডি এবং আইম্যাক্স-এও দেখানো হবে এই ছবি ৷ তাই টিকিটের ক্ষেত্রেও বেশকিছু অতিরিক্ত আয় হয়েছে ৷

শাহরুখের ছবির সাফল্যের পর অ্যাকশন ছবির চাহিদা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন নির্মাতারা ৷ 'টাইগার 3' ছবিতেও থাকছে টানটান অ্যাকশন সিকোয়েন্স ৷ আর অ্যাকশন দৃশ্যের সংখ্যাও প্রচুর ৷ এমনকী ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে অ্যাকশন দৃশ্যে ৷ পাশাপাশি ক্যামিও আবির্ভাবে চমক দিতে হাজির হবেন এসআরকেও ৷ বোঝাই যাচ্ছে, মনীশ শর্মা পরিচালিত এই ছবি নিয়ে কেন ফ্যানেদের আগ্রহ এতটা বেশি ৷

আরও পড়ুন: রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল

কিং খানের 'জওয়ান' ছবির চাহিদা তুঙ্গে থাকায় ভোর 5টা 30 মিনিটে শোয়ের ব্যবস্থা করেছিলেন আয়োজকরা ৷ এবার 'টাইগার 3' ছবির ক্ষেত্রেও হল মালিকরা 24 ঘণ্টা শোয়ের ব্যবস্থা করতে চলেছে ৷ 7 দিনই চলবে ছবি ৷ আমেদাবাদের সিনেস্টার এবং মিনিপ্লেক্সের মতো মাল্টিপ্লেক্সগুলিতে রাত 2টোয় শো'য়ের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া দুবাইয়ে রাত 12টা 05 মিনিটে এবং সৌদি আরবে রাত 2টোয় ছবির শোয়ের আয়োজন করা হয়েছে ৷

হায়দরাবাদ, 8 নভেম্বর: অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি ছবির বেশ কিছু পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ সব মিলিয়ে সারা ভারত জুড়ে 'পাঠান' ছবির 10 লক্ষের বেশি টিকিট অগ্রিম বুকিং হয়েছিল ৷ পিছিয়ে নেই সলমন খানও ৷ দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'টাইগার 3' ৷ প্রযোজনার দায়িত্বে সেই যশরাজ ফিল্মস ৷ 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ব্যর্থতার পর এই ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন ভাইজান অনুরাগীরা ৷ ট্রেলারও বেশ ভালোই সাড়া ফেলেছে ৷ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে প্রথম দিনের শো'য়ের কথা বললে ইতিমধ্যেই প্রায় 8 কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷

বাকি আরও চারটি দিন ৷ স্পাই ইউনিভার্সের এই ছবির হাত ধরে 'পাঠান'-এর মতোই যশরাজ ফিল্মসের লক্ষ্মীলাভ হয় কি না, সেটাই এখন দেখার ৷ এই মুহূর্তে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক দাবি করেছে, তৃতীয় দিন পর্যন্ত বিক্রি হয়েছে 2,88,515টি টিকিট ৷ যার মূল্য প্রায় 8.01 কোটি টাকা ৷ এছাড়া 4ডি এবং আইম্যাক্স-এও দেখানো হবে এই ছবি ৷ তাই টিকিটের ক্ষেত্রেও বেশকিছু অতিরিক্ত আয় হয়েছে ৷

শাহরুখের ছবির সাফল্যের পর অ্যাকশন ছবির চাহিদা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন নির্মাতারা ৷ 'টাইগার 3' ছবিতেও থাকছে টানটান অ্যাকশন সিকোয়েন্স ৷ আর অ্যাকশন দৃশ্যের সংখ্যাও প্রচুর ৷ এমনকী ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে অ্যাকশন দৃশ্যে ৷ পাশাপাশি ক্যামিও আবির্ভাবে চমক দিতে হাজির হবেন এসআরকেও ৷ বোঝাই যাচ্ছে, মনীশ শর্মা পরিচালিত এই ছবি নিয়ে কেন ফ্যানেদের আগ্রহ এতটা বেশি ৷

আরও পড়ুন: রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল

কিং খানের 'জওয়ান' ছবির চাহিদা তুঙ্গে থাকায় ভোর 5টা 30 মিনিটে শোয়ের ব্যবস্থা করেছিলেন আয়োজকরা ৷ এবার 'টাইগার 3' ছবির ক্ষেত্রেও হল মালিকরা 24 ঘণ্টা শোয়ের ব্যবস্থা করতে চলেছে ৷ 7 দিনই চলবে ছবি ৷ আমেদাবাদের সিনেস্টার এবং মিনিপ্লেক্সের মতো মাল্টিপ্লেক্সগুলিতে রাত 2টোয় শো'য়ের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া দুবাইয়ে রাত 12টা 05 মিনিটে এবং সৌদি আরবে রাত 2টোয় ছবির শোয়ের আয়োজন করা হয়েছে ৷

Last Updated : Nov 8, 2023, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.