ETV Bharat / entertainment

Tania Shroff B'day Bash: শানায়া, আরিয়ান থেকে খুশি স্টার কিডসদের ভিড় তানিয়ার বার্থ ডে পার্টিতে - Tania Shroff B day Bash

তানিয়া শ্রফের জন্মদিনে ভিড় করলেন স্টার কিডরা ৷ হাজির ছিলেন শানায়া, আরিয়ান থেকে খুশি কাপুর সকলেই ৷ ভাইরাল হল ভিডিয়ো (Shanaya Aryan Khushi party together ) ৷

Tania Shroff Bday Bash
আরিয়ান সুহানা সকলেই হজির তানিয়ার বার্থ ডে পার্টিতে
author img

By

Published : Mar 29, 2023, 11:05 AM IST

হায়দরাবাদ, 29 মার্চ: আহান শেট্টির প্রেমিকা তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে স্টার কিডসদের ভিড় ৷ দেখা মিলল আরিয়ান খান, সুহানা খান, খুশি কাপুর এবং শানায়া কাপুরের মতো সেলেব সন্তানদের ৷ পার্টির বেশকিছু ছবি এবং ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ মুম্বইতে ফ্য়াশন ডিজাইনার এবং ইনফ্লুয়েন্সার তানিয়ার জন্মদিনের এই পার্টিটি ছিল নানা রঙে রঙিন (Shanaya Aryan Khushi party together) ৷

শাহরুখ পুত্র আরিয়ান খানকে পার্টিতে আসতে দেখা গেল শানায়া এবং তাঁর বন্ধুদের সঙ্গে ৷ যদিও আরিয়ানের বোন সুহানাও এই পার্টিতে যোগ দেন ৷ কিন্তু আরিয়ানের সঙ্গে একই গাড়িতে আসেননি তিনি ৷ বরং তাঁকে দেখা গেল কিছুক্ষণ পরে একটি অন্য গাড়ি থেকে নামতে ৷ আরিয়ানকে এদিন দেখা গেল কালো হুডিতে ৷ আর অন্যদিকে শানায়ার পরনে এদিন ছিল স্কিনি শর্ট স্কার্ট এবং কালো টপ ৷

বরুণ ধাওয়ানের ভাইঝি অঞ্জনিকেও এদিন পার্টিতে দেখা গিয়েছে ৷ অন্য় একটি ভিডিয়োতে তাঁকে পার্টিতে ঢুকতে দেখা গিয়েছে বনি কাপুর এবং শ্রীদেবীর কন্য়া খুশি কাপুরের সঙ্গে ৷ খুশি এদিন নিজেকে সাজিয়েছিলেন মেরুণ টপ এবং কালো ট্রাউজারে ৷ অন্যদিকে, কালো আর সাদার কম্বিনেশনে ঝলমলে হয়ে উঠেছিলেন অঞ্জনি ৷

তানিয়ার সঙ্গে এদিন পোজ দিলেন আহান ৷ দু'জনকেই এদিন দেখা গেল ম্য়াচিং কালো পোশাকে ৷ কালো টি শার্টের সঙ্গে এদিন অ্যানিম্যাল প্য়ার্টান শার্ট আর ট্রাউজারে দেখা গেল অভিনেতাকে ৷ অন্য়িদকে, পিঠ খোলা কালো পোশাকে ক্যামেরার সামনে হাজির হলেন বার্থ ডে গার্ল ৷ স্টার কিডসদের এই রঙিন পার্টির ঝলক এখন নেটপাড়ার চর্চার কারণ হয়ে উঠেছে ৷

অভিনয়ের কথা বলতে গলে সুহানা খান, খুশি কাপুররা এখন তৈরি হচ্ছেন তাঁদের বলিউড অভিষেকের জন্য ৷ জোয়া আখতারের নতুন প্রজেক্ট 'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে অভিষেক হবে তাঁদের ৷ অন্য়দিকে, আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পিছনের জগৎ ৷ আরিয়ান ইতিমধ্য়েই লেখার কাজ শেষ করেছেন ৷ এবার তিনি শ্য়ুট শুরু করবেন তাঁর নতুন প্রজেক্টের জন্য় ৷ শানায়াও খুব তাড়াতাড়ি পা রাখতে চলেছেন বলিউডে ৷ করণ জোহরের ধর্ম প্রোডাকশন প্রযোজিত 'বেধড়ক' ছবিতে দেখা যাবে তাঁকে ৷

আরও পড়ুন: উৎপল ভিত্তি, অনুপম ভবিষ্যৎ! জন্মদিন মিলিয়ে দিল ভিলেন গায়ককে

হায়দরাবাদ, 29 মার্চ: আহান শেট্টির প্রেমিকা তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে স্টার কিডসদের ভিড় ৷ দেখা মিলল আরিয়ান খান, সুহানা খান, খুশি কাপুর এবং শানায়া কাপুরের মতো সেলেব সন্তানদের ৷ পার্টির বেশকিছু ছবি এবং ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ মুম্বইতে ফ্য়াশন ডিজাইনার এবং ইনফ্লুয়েন্সার তানিয়ার জন্মদিনের এই পার্টিটি ছিল নানা রঙে রঙিন (Shanaya Aryan Khushi party together) ৷

শাহরুখ পুত্র আরিয়ান খানকে পার্টিতে আসতে দেখা গেল শানায়া এবং তাঁর বন্ধুদের সঙ্গে ৷ যদিও আরিয়ানের বোন সুহানাও এই পার্টিতে যোগ দেন ৷ কিন্তু আরিয়ানের সঙ্গে একই গাড়িতে আসেননি তিনি ৷ বরং তাঁকে দেখা গেল কিছুক্ষণ পরে একটি অন্য গাড়ি থেকে নামতে ৷ আরিয়ানকে এদিন দেখা গেল কালো হুডিতে ৷ আর অন্যদিকে শানায়ার পরনে এদিন ছিল স্কিনি শর্ট স্কার্ট এবং কালো টপ ৷

বরুণ ধাওয়ানের ভাইঝি অঞ্জনিকেও এদিন পার্টিতে দেখা গিয়েছে ৷ অন্য় একটি ভিডিয়োতে তাঁকে পার্টিতে ঢুকতে দেখা গিয়েছে বনি কাপুর এবং শ্রীদেবীর কন্য়া খুশি কাপুরের সঙ্গে ৷ খুশি এদিন নিজেকে সাজিয়েছিলেন মেরুণ টপ এবং কালো ট্রাউজারে ৷ অন্যদিকে, কালো আর সাদার কম্বিনেশনে ঝলমলে হয়ে উঠেছিলেন অঞ্জনি ৷

তানিয়ার সঙ্গে এদিন পোজ দিলেন আহান ৷ দু'জনকেই এদিন দেখা গেল ম্য়াচিং কালো পোশাকে ৷ কালো টি শার্টের সঙ্গে এদিন অ্যানিম্যাল প্য়ার্টান শার্ট আর ট্রাউজারে দেখা গেল অভিনেতাকে ৷ অন্য়িদকে, পিঠ খোলা কালো পোশাকে ক্যামেরার সামনে হাজির হলেন বার্থ ডে গার্ল ৷ স্টার কিডসদের এই রঙিন পার্টির ঝলক এখন নেটপাড়ার চর্চার কারণ হয়ে উঠেছে ৷

অভিনয়ের কথা বলতে গলে সুহানা খান, খুশি কাপুররা এখন তৈরি হচ্ছেন তাঁদের বলিউড অভিষেকের জন্য ৷ জোয়া আখতারের নতুন প্রজেক্ট 'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে অভিষেক হবে তাঁদের ৷ অন্য়দিকে, আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পিছনের জগৎ ৷ আরিয়ান ইতিমধ্য়েই লেখার কাজ শেষ করেছেন ৷ এবার তিনি শ্য়ুট শুরু করবেন তাঁর নতুন প্রজেক্টের জন্য় ৷ শানায়াও খুব তাড়াতাড়ি পা রাখতে চলেছেন বলিউডে ৷ করণ জোহরের ধর্ম প্রোডাকশন প্রযোজিত 'বেধড়ক' ছবিতে দেখা যাবে তাঁকে ৷

আরও পড়ুন: উৎপল ভিত্তি, অনুপম ভবিষ্যৎ! জন্মদিন মিলিয়ে দিল ভিলেন গায়ককে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.