মুম্বই, 19 অক্টোবর: আরিয়ান খানের মামলা (Aryan Khan Drug Case) যথাযথভাবে তদন্ত করা হয়নি ৷ ইচ্ছাকৃতভাবে শাহরুখ খানের পুত্রকে টার্গেট করা হয়েছে ৷ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ভিজিল্যান্স দফতরের রিপোর্টে (NCB report) এমনটাই দাবি করা হয়েছে ৷ কেন এটা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে রিপোর্টে ৷
গত বছর কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল বলিউডের স্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Officials under scanner)৷ সেই মামলার তদন্ত রিপোর্ট মঙ্গলবার দিল্লির সদর দফতরে পেশ করেছে এনসিবি-র ভিজিল্যান্স টিম ৷ তদন্তে বেশকিছু ত্রুটি পাওয়া গিয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে ৷ এই মামলার তদন্তে এজেন্সির 7-8 জন অফিসারের সন্দেহজনক আচরণের দিকে আঙুল তুলেছেন গোয়েন্দারা ৷
উল্লেখ্য, আরিয়ান খানের মামলার তদন্তে মুম্বই এনসিবি-র নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে ৷ এনসিবি এজেন্সির সাত থেকে আট কর্মকর্তার অনিয়ম এবং "সন্দেহজনক আচরণ"কে চিহ্নিত করেছে । এনসিবি-র রিপোর্টে বলা হয়েছে, "এনসিবি-র তদন্ত দল এই মামলায় 7 থেকে 8 জন এনসিবি অফিসারের ভূমিকাকে সন্দেহজনক বলে মনে করেছে । এনসিবি-র ভিজিল্যান্স দল তার তদন্তে দেখতে পেয়েছে যে, আরিয়ান খানের মামলাটি সঠিকভাবে তদন্ত করা হয়নি কারণ আরিয়ান খানকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল এবং কেন এটি করা হয়েছিল তা এখনও জানা যায়নি ।"
আরও পড়ুন: মাদক মামলায় আরও স্বস্তি, পাসপোর্ট ফেরত পাচ্ছেন আরিয়ান
আরিয়ান খানের মামলা ছাড়াও অন্যান্য মামলার তদন্তেও খামতি দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে ৷ সেই সব তদন্তের রিপোর্টও ভিজিল্যান্স টিম দিল্লির সদর দফতরে পাঠিয়েছে । ভিজিল্যান্স টিম তার রিপোর্টে মুম্বই এনসিবি-র জোনাল ডিরেক্টরের নাম-সহ মুম্বই এনসিবি শাখায় কর্তব্যরত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে । এনসিবি 65 জনের বয়ান রেকর্ড করেছে ।
গত মে মাসে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে জড়িত ক্রুজ মাদক মামলায় তার ন্যূনতম তদন্তের জন্য প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার । এনসিবি আরিয়ান খান এবং অন্য পাঁচজনকে ক্লিন চিট দেওয়ার পরে ও প্রমাণের অভাবের কারণে তাদের বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল না করার পরেই কেন্দ্র এই পদক্ষেপ করে ৷