ETV Bharat / entertainment

Aaliyah on Anurag Turns 50: অনুরাগের জন্মদিনে আবেগী পোস্ট মেয়ে আলিয়ার - Anurag Kashyap 50th birthday

পরিচালক অনুরাগ কাশ্য়প আজ নিজের 50তম জন্মদিন উদযাপন করছেন(Anurag Kashyap turned 50) ৷ তাঁর কন্যা আলিয়াও বাবাকে শুভেচ্ছা জানালেন একটি সুন্দর ইনস্টা স্টোরির মাধ্যমে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 10, 2022, 2:10 PM IST

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: প্রখ্য়াত পরিচালক অনুরাগ কাশ্য়প আজ নিজের 50তম জন্মদিন উদযাপন করছেন(Anurag Kashyap turned 50) ৷ এই পরিচালককে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানাচ্ছেন বলিউ়ড নেট দুনিয়ার অগনিত অনুরাগীরা ৷ এই বিশেষ দিনে একটি সুন্দর ইনস্টা স্টোরির মাধ্যমে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কন্যা আলিয়াও (Anurag Kashyap celebrates his 50th birthday )৷

আলিয়া এই মুহূর্তে থাকেন আমেরিকায় ৷ শনিবার তাঁর ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করেছেন বেশকিছু থ্রোব্যাক ছবি (Anurag Kashyap daughter Aaliyah )৷ এই পুরোনো ছবিগুলিতে স্বাভাবিকভাবেই একই ফ্রেমে দেখা গিয়েছে বাবা ও মেয়েকে ৷ একইসঙ্গে আলিয়া লিখেছেন, "শুভ জন্মদিন 'দ্য কুলেস্ট ড্য়াড'৷ বিগ 50 (Anurag Kashyap 50 th birthday)৷" নেটিজেনদেরও রীতিমতো নজর কেড়েছে তাঁর এই পোস্টটি ৷ আলিয়াও বাবার মতই ক্য়ামেরা এবং অভিনয় জগতের প্রতি আগ্রহী ৷ তাঁর নিজের একটি লাইফস্টাইল এবং ফ্যাশন সংক্রান্ত ইউটিউব চ্য়ানেল রয়েছে ৷ সেখানে আপাতত 1 লক্ষ 19 হাজার সাবস্ক্রাইবারও রয়েছে তাঁর (Aaliyah on Anurag Kashyap 50th birthday) ৷

Aaliyah on Anurag Turns 50
তাঁর কন্যা আলিয়াও বাবাকে শুভেচ্ছা জানালেন একটি সুন্দর ইনস্টা স্টোরির মাধ্যমে

আরও পড়ুন: পুজোতে অন্য দুর্গাদের গল্প বলবে দিতিপ্রিয়া সন্দীপ্তার 'বোধন'

আলিয়া হলেন অনুরাগের প্রথম পক্ষের কন্যা ৷ 1997 সালে ফিল্ম এডিটর আরতি বাজাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুরাগ ৷ প্রায় 9 বছর ডেটিংয়ের পর দাম্পত্যজীবন শুরু করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ কিন্তু 2009 সালে প্রায় 12 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে ৷ আলিয়ার বয়স তখন ছিল মাত্র আট বছর ৷

পরিচালনার কথা বলতে গেলে অনুরাগের শেষ কাজ ছিল 'দোবারা' ৷ কিছুটা অলৌকিক এবং কল্প বিজ্ঞান মিশিয়ে এই গল্পটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন অনুরাগ ৷ ছবিটি মুক্তি পায় গত 19 অগস্ট ৷ প্রধান চরিত্রে ছিলেন তাপসী পান্নু এবং পাভেল গুলাটি ৷

আরও পড়ুন: পৈতৃক ভিটের আদলে 'হর গৌরী পাইস হোটেল' এর সেট বানালেন যিশু সেনগুপ্ত

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: প্রখ্য়াত পরিচালক অনুরাগ কাশ্য়প আজ নিজের 50তম জন্মদিন উদযাপন করছেন(Anurag Kashyap turned 50) ৷ এই পরিচালককে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানাচ্ছেন বলিউ়ড নেট দুনিয়ার অগনিত অনুরাগীরা ৷ এই বিশেষ দিনে একটি সুন্দর ইনস্টা স্টোরির মাধ্যমে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কন্যা আলিয়াও (Anurag Kashyap celebrates his 50th birthday )৷

আলিয়া এই মুহূর্তে থাকেন আমেরিকায় ৷ শনিবার তাঁর ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করেছেন বেশকিছু থ্রোব্যাক ছবি (Anurag Kashyap daughter Aaliyah )৷ এই পুরোনো ছবিগুলিতে স্বাভাবিকভাবেই একই ফ্রেমে দেখা গিয়েছে বাবা ও মেয়েকে ৷ একইসঙ্গে আলিয়া লিখেছেন, "শুভ জন্মদিন 'দ্য কুলেস্ট ড্য়াড'৷ বিগ 50 (Anurag Kashyap 50 th birthday)৷" নেটিজেনদেরও রীতিমতো নজর কেড়েছে তাঁর এই পোস্টটি ৷ আলিয়াও বাবার মতই ক্য়ামেরা এবং অভিনয় জগতের প্রতি আগ্রহী ৷ তাঁর নিজের একটি লাইফস্টাইল এবং ফ্যাশন সংক্রান্ত ইউটিউব চ্য়ানেল রয়েছে ৷ সেখানে আপাতত 1 লক্ষ 19 হাজার সাবস্ক্রাইবারও রয়েছে তাঁর (Aaliyah on Anurag Kashyap 50th birthday) ৷

Aaliyah on Anurag Turns 50
তাঁর কন্যা আলিয়াও বাবাকে শুভেচ্ছা জানালেন একটি সুন্দর ইনস্টা স্টোরির মাধ্যমে

আরও পড়ুন: পুজোতে অন্য দুর্গাদের গল্প বলবে দিতিপ্রিয়া সন্দীপ্তার 'বোধন'

আলিয়া হলেন অনুরাগের প্রথম পক্ষের কন্যা ৷ 1997 সালে ফিল্ম এডিটর আরতি বাজাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুরাগ ৷ প্রায় 9 বছর ডেটিংয়ের পর দাম্পত্যজীবন শুরু করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ কিন্তু 2009 সালে প্রায় 12 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে ৷ আলিয়ার বয়স তখন ছিল মাত্র আট বছর ৷

পরিচালনার কথা বলতে গেলে অনুরাগের শেষ কাজ ছিল 'দোবারা' ৷ কিছুটা অলৌকিক এবং কল্প বিজ্ঞান মিশিয়ে এই গল্পটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন অনুরাগ ৷ ছবিটি মুক্তি পায় গত 19 অগস্ট ৷ প্রধান চরিত্রে ছিলেন তাপসী পান্নু এবং পাভেল গুলাটি ৷

আরও পড়ুন: পৈতৃক ভিটের আদলে 'হর গৌরী পাইস হোটেল' এর সেট বানালেন যিশু সেনগুপ্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.