ETV Bharat / entertainment

Kennedy Premieres at Cannes: কানে করতালি কুড়োলো অনুরাগের 'কেনেডি' - কানে কেনেডির প্রিমিয়ার

অনুুরাগ কাশ্যপের নতুন ছবি 'কেনেডি' দেখানো হল 76তম কান চলচ্চিত্র উৎসবে ৷ প্রিমিয়ারের ঝলক শেয়ার করলেন পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা ৷

Kennedy Premieres at Cannes
কানে কেনেডির প্রিমিয়ার
author img

By

Published : May 25, 2023, 12:17 PM IST

কানস, 25 মে: পরিচালক অনুুরাগ কাশ্যপের নতুন ছবি 'কেনেডি' দেখানো হবে 76তম কান চলচ্চিত্র উৎসবে । এই খবর সামনে এসেছিল আগেই ৷ এবার সামনে এল রাহুল ভাট এবং সানি লিওন অভিনীত এই ছবিটির প্রিমিয়ারের কিছু ঝলক ৷ মধ্যরাতের কান সাক্ষী থাকল ছবির ৷ তাঁর আগে লাল গালিচায় একসঙ্গে পা রাখলেন অনুরাগ কাশ্যপ, সানি লিওন এবং রাহুল ভাট ৷ দর্শকের মন জয় করে নিল এই ছবি ৷ ছবি শেষ হওয়ার পর সকলেই উঠে করতালি দিয়ে বরণ করে নিলেন নির্মাতা ও কলা কুশলীদের ৷

Kennedy Premieres at Cannes
প্রিমিয়ারের ঝলক শেয়ার করলেন অনুরাগ ও অন্যরা

প্রযোজক রঞ্জন সিং এদিন বেশকিছু ঝলক শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ অনুরাগ কাশ্যপও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কান প্রিমিয়ারের কিছু ঝলক ৷ স্ক্রিনিংয়ের আগে অনুরাগ, রাহুল, প্রযোজক কবীর আহুজা এবং পরিচালক বিক্রমাদিত্য় মোটওয়ানিও একসঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷

সানি এদিন প্রিমিয়ারে এসেছিলেন গোলাপি রং-এর সাটিন গাউনে ৷ অন্যদিকে, কালো স্য়ুটে ক্যামেরার সামনে ধরা দিলেন অনুরাগ এবং রাহুল ৷ লাল গালিচায় আগেই অভিষেক করেছিলেন সানি । এবারও তাঁকে দেখা গেল খোশ মেজাজে ৷ ছবি শেয়ার করে সানি এদিন লেখেন, "এটাই আমার জন্য় জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত ৷ ধন্য়বাদ অনুরাগ এই মুহূর্তটা আমায় উপহার দেওয়ার জন্য় ৷ আর ধন্য়বাদ রাহুল আমাকে তোমার সঙ্গে এই দুরন্ত পারফরম্যান্সে স্ক্রিনশেয়ার করতে দেওয়ার জন্য় ৷ তোমাদের দু'জনকে ভালোবাসা ৷ "

'কেনেডি' তুলে ধরে অনিদ্রা রোগে ভোগা একজন প্রাক্তন সরকারি আধিকারিকের কথা ৷ তাঁকে বহুদিন আগেই মৃত বলে ধরে নেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি এখনও জীবিত ৷ আর তিনি চান দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সিস্টেম থেকে মুক্তি পেতে ৷ এবার কান চলচ্চিত্র উৎসবে 'কেনেডি' ছাড়া রয়েছে মাত্র একটি ভারতীয় ছবি ৷ তা হল রাহুল রায় অভিনীত 'আগ্রা' ৷ ছবির পরিচালনার কানু বেহল ৷

আরও পড়ুন: ব্যস্ত 'সত্যপ্রেম কি কথা'র শুটিংয়ে, সেটের ঝলক শেয়ার কার্তিকের

কানস, 25 মে: পরিচালক অনুুরাগ কাশ্যপের নতুন ছবি 'কেনেডি' দেখানো হবে 76তম কান চলচ্চিত্র উৎসবে । এই খবর সামনে এসেছিল আগেই ৷ এবার সামনে এল রাহুল ভাট এবং সানি লিওন অভিনীত এই ছবিটির প্রিমিয়ারের কিছু ঝলক ৷ মধ্যরাতের কান সাক্ষী থাকল ছবির ৷ তাঁর আগে লাল গালিচায় একসঙ্গে পা রাখলেন অনুরাগ কাশ্যপ, সানি লিওন এবং রাহুল ভাট ৷ দর্শকের মন জয় করে নিল এই ছবি ৷ ছবি শেষ হওয়ার পর সকলেই উঠে করতালি দিয়ে বরণ করে নিলেন নির্মাতা ও কলা কুশলীদের ৷

Kennedy Premieres at Cannes
প্রিমিয়ারের ঝলক শেয়ার করলেন অনুরাগ ও অন্যরা

প্রযোজক রঞ্জন সিং এদিন বেশকিছু ঝলক শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ অনুরাগ কাশ্যপও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কান প্রিমিয়ারের কিছু ঝলক ৷ স্ক্রিনিংয়ের আগে অনুরাগ, রাহুল, প্রযোজক কবীর আহুজা এবং পরিচালক বিক্রমাদিত্য় মোটওয়ানিও একসঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷

সানি এদিন প্রিমিয়ারে এসেছিলেন গোলাপি রং-এর সাটিন গাউনে ৷ অন্যদিকে, কালো স্য়ুটে ক্যামেরার সামনে ধরা দিলেন অনুরাগ এবং রাহুল ৷ লাল গালিচায় আগেই অভিষেক করেছিলেন সানি । এবারও তাঁকে দেখা গেল খোশ মেজাজে ৷ ছবি শেয়ার করে সানি এদিন লেখেন, "এটাই আমার জন্য় জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত ৷ ধন্য়বাদ অনুরাগ এই মুহূর্তটা আমায় উপহার দেওয়ার জন্য় ৷ আর ধন্য়বাদ রাহুল আমাকে তোমার সঙ্গে এই দুরন্ত পারফরম্যান্সে স্ক্রিনশেয়ার করতে দেওয়ার জন্য় ৷ তোমাদের দু'জনকে ভালোবাসা ৷ "

'কেনেডি' তুলে ধরে অনিদ্রা রোগে ভোগা একজন প্রাক্তন সরকারি আধিকারিকের কথা ৷ তাঁকে বহুদিন আগেই মৃত বলে ধরে নেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি এখনও জীবিত ৷ আর তিনি চান দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সিস্টেম থেকে মুক্তি পেতে ৷ এবার কান চলচ্চিত্র উৎসবে 'কেনেডি' ছাড়া রয়েছে মাত্র একটি ভারতীয় ছবি ৷ তা হল রাহুল রায় অভিনীত 'আগ্রা' ৷ ছবির পরিচালনার কানু বেহল ৷

আরও পড়ুন: ব্যস্ত 'সত্যপ্রেম কি কথা'র শুটিংয়ে, সেটের ঝলক শেয়ার কার্তিকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.