ETV Bharat / entertainment

Anupam Kher New Movie: নিজের 525তম ছবির নাম ঘোষণা করলেন অনুপম খের - নিজের 525তম ছবির নাম ঘোষণা করলেন অনুপম খের

কেরিয়ারের 525তম ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা অনুপম খের ৷ অনুপম নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন তাঁর আসন্ন ছবির নাম হতে চলেছে 'দ্য সিগনেচার' (Anupam Kher Upcoming Movie The Signature)৷

Anupam Kher New Movie
নিজের 525তম ছবির নাম ঘোষণা করলেন অনুপম খের
author img

By

Published : Jun 8, 2022, 4:14 PM IST

মুম্বই, 8 জুন : বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বুধবার তাঁর ফ্যানেদের একটি বড় সুখবর দিয়েছেন ৷ নিজের কেরিয়ারের 525তম ছবির নাম ঘোষণা করেছেন তিনি ৷ নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে সেটের একটি ছবিও শেয়ার করেছেন অনুপম ৷ ছবিতে দেখা যায় 'দ্য সিগনেচার' লেখা একটি ক্ল্যাপার বোর্ড হাতে ধরে রয়েছেন তিনি ৷ আরেকটি ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ছবির পরিচালক গজেন্দ্র আহিরে ঘোদারকেও ৷

এরই সঙ্গে একটি সার্ভে রিপোর্টও শেয়ার করেছেন এই বর্ষীয়ান অভিনেতা ৷ নির্মাতারা বিভিন্ন সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে অনুপমের নতুন ছবির শিরোনামের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছিলেন ৷ যার মধ্যে একটি নাম ছিল 'দ্য লাস্ট সিগনেচার' ৷ দেখা গিয়েছে এই নামটিই সবচেয়ে বেশি পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা ৷ তাই 'দ্য সিগনেচার' নামটি বেছে নেওয়া হয়েছে এই ছবির জন্য় ৷ ছবিগুলি ইনস্টায় শেয়ার করে সেকথা লিখেওছেন অনুপম ৷

অনুপম লেখেন, "দ্য সিগনেচার! হ্যাঁ! আমার 525তম ছবির নাম চূড়ান্ত করা হয়েছে । সামান্য পরিবর্তন করা হয়েছে ঠিকই তবে প্রধানত আপনার পরামর্শের ভিত্তিতেই৷ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 100,000 এরও বেশি প্রতিক্রিয়া পেয়েছি !" ছবিটির সিনেমাটোগ্র্যাফির দায়িত্বে রয়েছেন কৃষ্ণ সরেন এবং প্রযোজনা করছেন কেসি বোকাডিয়া ৷

আরও পড়ুন : 'চিনেবাদাম'-এর প্রচার থেকে সরে গেলেন যশ দাশগুপ্ত, কী বলছেন প্রযোজক-পরিচালক?

অনুপম খেরের ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি ৷ সাম্প্রতিকতম সংযোজন 'দ্য কাশ্মীর ফাইলস' তো বটেই তবে এছাড়াও 'খেল', 'ডর', 'এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি', 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-র মত একাধিক ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেতাকে ৷

মুম্বই, 8 জুন : বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বুধবার তাঁর ফ্যানেদের একটি বড় সুখবর দিয়েছেন ৷ নিজের কেরিয়ারের 525তম ছবির নাম ঘোষণা করেছেন তিনি ৷ নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে সেটের একটি ছবিও শেয়ার করেছেন অনুপম ৷ ছবিতে দেখা যায় 'দ্য সিগনেচার' লেখা একটি ক্ল্যাপার বোর্ড হাতে ধরে রয়েছেন তিনি ৷ আরেকটি ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ছবির পরিচালক গজেন্দ্র আহিরে ঘোদারকেও ৷

এরই সঙ্গে একটি সার্ভে রিপোর্টও শেয়ার করেছেন এই বর্ষীয়ান অভিনেতা ৷ নির্মাতারা বিভিন্ন সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে অনুপমের নতুন ছবির শিরোনামের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছিলেন ৷ যার মধ্যে একটি নাম ছিল 'দ্য লাস্ট সিগনেচার' ৷ দেখা গিয়েছে এই নামটিই সবচেয়ে বেশি পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা ৷ তাই 'দ্য সিগনেচার' নামটি বেছে নেওয়া হয়েছে এই ছবির জন্য় ৷ ছবিগুলি ইনস্টায় শেয়ার করে সেকথা লিখেওছেন অনুপম ৷

অনুপম লেখেন, "দ্য সিগনেচার! হ্যাঁ! আমার 525তম ছবির নাম চূড়ান্ত করা হয়েছে । সামান্য পরিবর্তন করা হয়েছে ঠিকই তবে প্রধানত আপনার পরামর্শের ভিত্তিতেই৷ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 100,000 এরও বেশি প্রতিক্রিয়া পেয়েছি !" ছবিটির সিনেমাটোগ্র্যাফির দায়িত্বে রয়েছেন কৃষ্ণ সরেন এবং প্রযোজনা করছেন কেসি বোকাডিয়া ৷

আরও পড়ুন : 'চিনেবাদাম'-এর প্রচার থেকে সরে গেলেন যশ দাশগুপ্ত, কী বলছেন প্রযোজক-পরিচালক?

অনুপম খেরের ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি ৷ সাম্প্রতিকতম সংযোজন 'দ্য কাশ্মীর ফাইলস' তো বটেই তবে এছাড়াও 'খেল', 'ডর', 'এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি', 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-র মত একাধিক ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেতাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.