হায়দরাবাদ, 13 জুলাই: অভিনেতা অনুপম খের এখন রয়েছেন সুপার ফর্মে ৷ শুক্রবার ফের একটি নতুন ছবির ঘোষণা করলেন তিনি ৷ এদিন তিনি যে ছবিটির ঘোষণা করলেন তাতে তাঁকে দেখা গিয়েছে একেবারে অন্য়রকম অবতারে ৷ ছবিতে দেখা যায়, হিংস্র সাপের মুখের আদলে তৈরি সর্প সিংহাসনে বসে রয়েছেন তিনি ৷ তাঁর লুকও পুরোনো দিনের রাজা বাদশাহের মতো ৷ হাতে রয়েছে ধাতুর রাজদণ্ড ৷ ঠিক কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন তা অবশ্য় জানাননি অভিনেতা ৷ তবে তিনি জানান, এটি কোনও পৌরাণিক কাহিনি বা মহাকাব্য নির্ভর ছবি নয় বরং একটি রূপকথার গল্প ৷
এর আগে তিনি ক্যামেরার সামনে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে ৷ তা নিয়ে আলোচনা তর্ক বিতর্কও কম হয়নি ৷ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায় তো এও লিখেছিলেন, "কারও রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত না ৷ এই মানুষটিকে একলা থাকতে দিন ৷" কেউ কেউ আবার ভীষণ প্রশংসা করেছেন তাঁর এই নয়া লুকের ৷ এরই মাঝে এবার নতুন ছবির ঘোষণা করলেন অনুপম ৷
তবে এদিনের পোস্টে তিনি লেখেন, "আমার 539তম ছবিটি কোনও কোনও পৌরাণিক কাহিনি বা মহাকাব্য নির্ভর ছবি নয় ৷ কিন্তু এটা ভারতের সবচেয়ে বড় বহু ভাষিক একটি ফ্যান্টান্সি ফিল্ম ৷ এর গল্পও আপনাদের ভালোভাবে জানা ৷ তবে বাকি ঘোষণা নির্মাতারা 24 অগস্ট করবেন ৷ এর মধ্যে আপনারা আপনাদের অনুমান আমার সঙ্গে শেয়ার করতেই পারেন ৷"
আরও পড়ুন: বিচ্ছেদ বেদনা ভুলে বর্ষার আনন্দে মাতলেন নবনীতা, নতুন পোস্ট জিতুরও
ছবি বা ছবির নির্মাতাদের নিয়ে আর কোনও কথাই এদিন শেয়ার করেননি অভিনেতা ৷ তবে তাঁর নতুন লুকটি বেশ আগ্রহ জাগিয়েছে তা বলাই বাহুল্য ৷ তাঁর আগামী কাজ নিয়ে কথা বলতে গেলে বলতেই হবে বেশ অনেকগুলি কাজ এই মুহূর্তে রয়েছে অনুপমের হাতে ৷ কঙ্গনা রানওয়াতের 'এমারজেন্সি' ছবিতে তাঁকে দেখা যাবে জয়প্রকাশ নারয়ণের ভূমিকায় ৷ অন্য়দিকে তাঁর 'বিজয় 69' ছবির ঘোষণাও হয়ে গিয়েছে কিছুদিন আগেই ৷