ETV Bharat / entertainment

Ankush-Isha New Film: 'অসুখ বিসুখ' ছবির শুটিং শেষ করলেন অঙ্কুশ-ঈশা - অসুখ বিসুখ ছবির শুটিং শেষ করলেন অঙ্কুশ ঈশা

'অসুখ বিসুখ' ছবির কাজ শেষ করলেন অঙ্কুশ-ঈশা ৷ অঙ্কুশের ইনস্টাগ্রাম স্টোরি ঘাঁটতে গিয়ে মিলল তেমনই আভাস ৷

Ankush Isha Jets off For Asukh Bisukh
অসুখ বিসুখ ছবির কাজ শুরু করলেন কি অঙ্কুশ ঈশা
author img

By

Published : Jul 8, 2023, 5:24 PM IST

কলকাতা, 8 জুলাই: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন অঙ্কুশ হাজরা ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ ছবির নাম 'অসুখ বিসুখ' ৷ ছবির ক্ল্যাপস্টিক হাতে এক ফ্রেমে বন্দিও হয়েছেন অঙ্কুশ-কৌশিক থেকে শুরু করে অন্যরা ৷ এবার ছবি নিয়ে সামনে এল আরও একটি নতুন খবর ৷ এই ছবির কাজ শেষ করে ফেলেছেন অঙ্কুশ-ঈশা ৷ এই ছবিতে অঙ্কুশের সঙ্গে যে ঈশা সাহা এবং সায়নী গুপ্ত স্ক্রিনশেয়ার করতে চলেছেন সেই খবর আর নতুন নয় ৷
তবে নতুন খবর মিলল অঙ্কুশের ইনস্টা স্টোরিতে ৷ শনিবার তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অঙ্কুশ ৷ সেখানে দেখা গিয়েছে 'অসুখ বিসুখ' ছবির গোটা টিমকে ৷ ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, "এবার শেষ হল অসুখ বিসুখ ছবির শুটিংয়ের কাজ ৷ সত্য়ি দারুণ একটা জার্নি ৷" এর আগে বিমানে বসে একটি ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ-ঈশা ৷

Ankush Isha Asukh Bisukh
অঙ্কুশের নতুন সেলফি

যদিও কোথায় চললেন তাঁরা? দেশে নাকি বিদেশে? তা অনুরাগীদের জানাননি ৷ তবে ছবিতে ব্যবহৃত হ্যাশট্যাগে 'অসুখ বিসুখ' ছবির উল্লেখ থাকায় অনেকেই মনে করছিলেন হয়তো ছবির শুটিং সারতেই রওনা দিয়েছেন তারা ৷ সেই অনুমানই এবার সত্যি হল ৷ শেষ হল কৌশিকের সঙ্গে অঙ্কুশের নতুন ছবির কাজ ৷

আরও পড়ুন: চিকিৎসার জন্য বিরতির আগে 'খুশি'র শুটিং শেষ করলেন সামান্থা

অঙ্কুশের সঙ্গে এর আগে অভিনেতা হিসেবে স্ক্রিনশেয়ার করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'শিকারপুর'-এ দু'জনের অভিনয় এবং বোঝা পড়া পছন্দ হয়েছে দর্শকের ৷ তখনই কথা প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে অঙ্কুশ জানিয়েছিলেন সুযোগ পেলে কৌশিকের পরিচালনায় কাজ করতে চান তিনি ৷ সেই সুযোগ এসেছে এবার ৷ অন্যদিকে, কৌশিকের শেষ ছবি অর্ধাঙ্গিনী বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে ৷ এবার 'অসুখ বিসুখ' ছবি সা়ড়া ফেলতে পারে কিনা সেটাই দেখার ৷

কলকাতা, 8 জুলাই: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন অঙ্কুশ হাজরা ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ ছবির নাম 'অসুখ বিসুখ' ৷ ছবির ক্ল্যাপস্টিক হাতে এক ফ্রেমে বন্দিও হয়েছেন অঙ্কুশ-কৌশিক থেকে শুরু করে অন্যরা ৷ এবার ছবি নিয়ে সামনে এল আরও একটি নতুন খবর ৷ এই ছবির কাজ শেষ করে ফেলেছেন অঙ্কুশ-ঈশা ৷ এই ছবিতে অঙ্কুশের সঙ্গে যে ঈশা সাহা এবং সায়নী গুপ্ত স্ক্রিনশেয়ার করতে চলেছেন সেই খবর আর নতুন নয় ৷
তবে নতুন খবর মিলল অঙ্কুশের ইনস্টা স্টোরিতে ৷ শনিবার তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অঙ্কুশ ৷ সেখানে দেখা গিয়েছে 'অসুখ বিসুখ' ছবির গোটা টিমকে ৷ ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, "এবার শেষ হল অসুখ বিসুখ ছবির শুটিংয়ের কাজ ৷ সত্য়ি দারুণ একটা জার্নি ৷" এর আগে বিমানে বসে একটি ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ-ঈশা ৷

Ankush Isha Asukh Bisukh
অঙ্কুশের নতুন সেলফি

যদিও কোথায় চললেন তাঁরা? দেশে নাকি বিদেশে? তা অনুরাগীদের জানাননি ৷ তবে ছবিতে ব্যবহৃত হ্যাশট্যাগে 'অসুখ বিসুখ' ছবির উল্লেখ থাকায় অনেকেই মনে করছিলেন হয়তো ছবির শুটিং সারতেই রওনা দিয়েছেন তারা ৷ সেই অনুমানই এবার সত্যি হল ৷ শেষ হল কৌশিকের সঙ্গে অঙ্কুশের নতুন ছবির কাজ ৷

আরও পড়ুন: চিকিৎসার জন্য বিরতির আগে 'খুশি'র শুটিং শেষ করলেন সামান্থা

অঙ্কুশের সঙ্গে এর আগে অভিনেতা হিসেবে স্ক্রিনশেয়ার করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'শিকারপুর'-এ দু'জনের অভিনয় এবং বোঝা পড়া পছন্দ হয়েছে দর্শকের ৷ তখনই কথা প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে অঙ্কুশ জানিয়েছিলেন সুযোগ পেলে কৌশিকের পরিচালনায় কাজ করতে চান তিনি ৷ সেই সুযোগ এসেছে এবার ৷ অন্যদিকে, কৌশিকের শেষ ছবি অর্ধাঙ্গিনী বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে ৷ এবার 'অসুখ বিসুখ' ছবি সা়ড়া ফেলতে পারে কিনা সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.