ETV Bharat / entertainment

Ankush-Oindrila Film Love Marriage: 'রিয়েল লাইফ লাভ ম্য়ারেজের তারিখও খুব তাড়াতাড়ি জানাব', ঘোষণা অঙ্কুশের - Film Love Marriage Trailer is Out Now

রিয়েল লাইফ বিয়ের তারিখটাও খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন তিনি । এমনটাই জানালেন অঙ্কুশ ৷ মঙ্গলবার মুক্তি পেয়েছে তাঁর ছবি 'লাভ ম্য়ারেজ'-এর ট্রেলার (Film Love Marriage Trailer is Out Now) ৷ আর তা দেখে ফেলেছেন প্রায় 1.5 মিলিয়ন দর্শক ৷ সেই সূত্র ধরেই একথা বলেন তিনি ৷

http://10.10.50.85:6060/reg-lowres/15-February-2023/_thumbnail_4x3_b_1502newsroom_1676455981_718.jpg
মঙ্গলবার মুক্তি পেয়েছে তাঁর ছবি লাভ ম্য়ারেজএর ট্রেলার
author img

By

Published : Feb 15, 2023, 9:55 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে না-হওয়া নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল গত কয়েকদিন ধরে ৷ এই চর্চার উত্তর মিলেছে মঙ্গলবার ৷ আদতে পুরোটাই অনস্ক্রিন সম্পর্কের কথা ৷ বাস্তবের সঙ্গে মোটেই কোনও যোগ নেই এর ৷ আসলে গত 14 ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন ছবি 'লাভ ম্য়ারেজ'-এর ট্রেলার ৷ গল্পে নায়ক অঙ্কুশ আর নায়িকা ঐন্দ্রিলা সেন ৷ বিয়েও হচ্ছে না তাঁদেরই ৷ কিন্তু সমস্য়াটা ঠিক কোথায় ? সেটাই হল আসল মজা ৷ বুধবার এই ছবির আরও একটি পোস্টার লঞ্চ করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ৷ সেখানে দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা ৷

ছবির গল্পের দিকে তাকালে দেখা যায় অঙ্কুশের অনস্ক্রিন বাবা রঞ্জিত মল্লিক চান না ছেলে প্রেম করে বিয়ে করুক ৷ কিন্তু সেই সমস্য়াটি মেটে অঙ্কুশের এক আত্মীয়ের চেষ্টায় ৷ তিনি ঐন্দ্রিলাকে পাত্রী সেজে বসতে রাজি করান ৷ কিন্তু সমস্য়া তৈরি হয় ঐন্দ্রিলার মা'কে কেন্দ্র করে ৷ এই চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য ৷ অপরাজিতা রঞ্জিত মল্লিকের পূর্ব পরিচিত ৷ আর তাঁদের মধ্য়েই একটা সম্পর্ক গড়ে ওঠে এত বছর পর ৷ অনেকে প্রজাপতি ছবির ছোঁয়া পেতেই পারেন এই কাহিনিতে ৷ তবে এরপর ঐন্দ্রিলা এবং অঙ্কুশের জীবনে কী সমস্য়ার অবতারণা হয় তা দেখতে হলে অপেক্ষা করতে হবে 14 এপ্রিল পর্যন্ত ৷

বুধবার ছবির একটি নতুন পোস্টার শেয়ার করে অঙ্কুশ-ঐন্দ্রিলা লেখেন, "ধন্যবাদ ট্রেলারের এত সুন্দর প্রতিক্রিয়া দেওয়ার জন্য় ৷ ইতিমধ্য়েই প্রায় 1.5 মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই ট্রেলারটি ৷" তার পাশাপাশি অঙ্কুশ তাঁর অনুরাগীদের পরিবারের সঙ্গে এই ছবি দেখতে আসার অনুরোধও জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি এও লিখেছেন, 'আরেকটা কথা, খুব তাড়াতাড়ি নিজের রিয়েল লাভ ম্যারেজের তারিখটাও ঘোষণা করব কথা দিলাম ৷'

আরও পড়ুন: তিনে পা দিতে না দিতেই মায়ের জুতোয় পা শামিসা, মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা

এই ছবির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস ৷ আগামী 14 এপ্রিল পর্দায় আসছে এই গল্প ৷ ঐন্দ্রিলা একইসঙ্গে অভিষেক করতে চলেছেন ওয়েবেও ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিরিজ 'শ্বেতকালী' ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে না-হওয়া নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল গত কয়েকদিন ধরে ৷ এই চর্চার উত্তর মিলেছে মঙ্গলবার ৷ আদতে পুরোটাই অনস্ক্রিন সম্পর্কের কথা ৷ বাস্তবের সঙ্গে মোটেই কোনও যোগ নেই এর ৷ আসলে গত 14 ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন ছবি 'লাভ ম্য়ারেজ'-এর ট্রেলার ৷ গল্পে নায়ক অঙ্কুশ আর নায়িকা ঐন্দ্রিলা সেন ৷ বিয়েও হচ্ছে না তাঁদেরই ৷ কিন্তু সমস্য়াটা ঠিক কোথায় ? সেটাই হল আসল মজা ৷ বুধবার এই ছবির আরও একটি পোস্টার লঞ্চ করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ৷ সেখানে দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা ৷

ছবির গল্পের দিকে তাকালে দেখা যায় অঙ্কুশের অনস্ক্রিন বাবা রঞ্জিত মল্লিক চান না ছেলে প্রেম করে বিয়ে করুক ৷ কিন্তু সেই সমস্য়াটি মেটে অঙ্কুশের এক আত্মীয়ের চেষ্টায় ৷ তিনি ঐন্দ্রিলাকে পাত্রী সেজে বসতে রাজি করান ৷ কিন্তু সমস্য়া তৈরি হয় ঐন্দ্রিলার মা'কে কেন্দ্র করে ৷ এই চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য ৷ অপরাজিতা রঞ্জিত মল্লিকের পূর্ব পরিচিত ৷ আর তাঁদের মধ্য়েই একটা সম্পর্ক গড়ে ওঠে এত বছর পর ৷ অনেকে প্রজাপতি ছবির ছোঁয়া পেতেই পারেন এই কাহিনিতে ৷ তবে এরপর ঐন্দ্রিলা এবং অঙ্কুশের জীবনে কী সমস্য়ার অবতারণা হয় তা দেখতে হলে অপেক্ষা করতে হবে 14 এপ্রিল পর্যন্ত ৷

বুধবার ছবির একটি নতুন পোস্টার শেয়ার করে অঙ্কুশ-ঐন্দ্রিলা লেখেন, "ধন্যবাদ ট্রেলারের এত সুন্দর প্রতিক্রিয়া দেওয়ার জন্য় ৷ ইতিমধ্য়েই প্রায় 1.5 মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই ট্রেলারটি ৷" তার পাশাপাশি অঙ্কুশ তাঁর অনুরাগীদের পরিবারের সঙ্গে এই ছবি দেখতে আসার অনুরোধও জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি এও লিখেছেন, 'আরেকটা কথা, খুব তাড়াতাড়ি নিজের রিয়েল লাভ ম্যারেজের তারিখটাও ঘোষণা করব কথা দিলাম ৷'

আরও পড়ুন: তিনে পা দিতে না দিতেই মায়ের জুতোয় পা শামিসা, মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা

এই ছবির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস ৷ আগামী 14 এপ্রিল পর্দায় আসছে এই গল্প ৷ ঐন্দ্রিলা একইসঙ্গে অভিষেক করতে চলেছেন ওয়েবেও ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিরিজ 'শ্বেতকালী' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.