ETV Bharat / entertainment

Bigg Boss 17: 'সাত বছরের প্রেম শেষ হয়েছিল একদিনে', সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অঙ্কিতা - অঙ্কিতার সঙ্গে সুশান্ত

বিগ বসের ঘরে প্রথমবার নিজের প্রেমজীবন নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে ৷ প্রয়াত প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কীভাবে দূরত্ব তৈরি হয়েছিল, সাত বছরের প্রেম কীভাবে নষ্ট হল, ন্যাশনাল টেলিভিশনে জানালেন অঙ্কিতা ৷

Etv Bharat
সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 3:44 PM IST

হায়দরাবাদ, 31 অক্টোবর: টেলিভিশনের অন্যতম রিয়েলিটি শো শুধুমাত্র ঝগড়া, কূটকাচালি বা একে অপরের নিন্দের জন্য টিআরপি রেটে উপরের দিকে থাকে না ৷ অনেক সময় তারকাদের ব্যক্তিগত কথাও উঠে আসে বিগ বসের ঘরে ৷ যা অজানা থাকা অনেক কথা বেরিয়ে আসে আবেগের তোড়ে ৷ ঠিক যেমন আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে ৷ প্রথমবার ন্যাশনাল টেলিভিশনে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তিনি ৷ মুনাবর ফারুকির সঙ্গে শুনলেন নেটিজেনরা ৷

অঙ্কিতা জানান, 'পবিত্র রিস্তা'র সেট থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল ৷ সাতবছর তাঁদের সম্পর্ক ছিল ৷ তারপর বলিউডে বড় পর্দায় সুযোগ পান সুশান্ত ৷ তারপরেই রাতারাতি সবকিছু বদলে যায় ৷ বড়পর্দায় সাফল্য পাওয়ার পরেই অনেকে ওকে বিপথে চালিত করতে থাকে ৷ একদিন হঠাৎ করেই সুশান্ত তাঁর জীবন থেকে বিদায় নেয় ৷ কিন্তু কখনও অঙ্কিতাকে বিচ্ছেদের কারণ বলেনি ৷ দীর্ঘ সময় লেগেছে অঙ্কিতার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ৷ একদম ভেঙে পড়েছিলেন তিনি ৷ মনে হয়েছিল আর কখনই ভালোবাসার প্রতি ভরসা করতে পারবেন না তিনি ৷

আসলে সম্পর্কটা শুরু হয়েছিল সেই 2009 সাল থেকেই ৷ বালাজি টেলিফিল্মস টেলিভিশনের পর্দা তখন একের এক ধারাবাহিক দিয়ে কাঁপিয়ে চলেছেন ৷ সেই সময় জিটিভি-তে একটি শো আসে ৷ পবিত্র রিস্তা ৷ অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পরিচয় হয় দর্শকদের ৷ পাঁচ বছর ধরে এই সিরিয়াল দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল ৷ অর্চনা ও মানব হয়ে উঠেছিল অনুরাগীদের পরিবারের একজন ৷ সেখান থেকেই প্রেম যাত্রা শুরু হয়েছিল অঙ্কিতা-সুশান্তের ৷ দীর্ঘ সাত বছরের প্রেম জীবন আচমকাই থেমে যায় ৷ পথ আলাদা হয়ে যায়, অঙ্কিতা-সুশান্তের ৷ প্রাক্তন প্রেমীকের মৃত্যুর তিন বছর পর মৌনতা ভাঙলেন অঙ্কিতা ৷ প্রথমবার সেই প্রেম ভাঙার যন্ত্রণার কথা বললেন বিগ বসের ঘরে ৷

আরও পড়ুন: আসছে ডাঙ্কির টিজার, এই দিন অনুরাগীদের বিশেষ উপহার দিতে চলেছেন বলিউড বাদশা

অন্যদিকে, বিগ বস-এর ঘরে ঐশ্বর্য শর্মা ও ভিকি জৈনের মধ্যে বিবাদ নিয়ে তোলপাড় হয় ঘর ৷ ঐশ্বর্য ও নীলকে নিয়ে ভিকি বাজে মজা করেন, যা নিয়ে রেগে যান ঐশ্বর্য ৷ নীল স্ত্রী ঐশ্বর্যকে থামানোর চেষ্টা করলেও ফল হয় না ৷ অবশেষে অঙ্কিতা ভিকির হয়ে পরোক্ষভাবে ক্ষমা চান ৷ অঙ্কিতা জানান, ভবিষ্যতে ভিকি, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করবে না ৷ পাশাপাশি, অভিষেক কুমার, ইশা মালব্য ও সমর্থ জুরেলের ত্রিকোণ প্রেম ও ঝগড়ায় জমে উঠেছে বিগ বসের ঘরে ৷

হায়দরাবাদ, 31 অক্টোবর: টেলিভিশনের অন্যতম রিয়েলিটি শো শুধুমাত্র ঝগড়া, কূটকাচালি বা একে অপরের নিন্দের জন্য টিআরপি রেটে উপরের দিকে থাকে না ৷ অনেক সময় তারকাদের ব্যক্তিগত কথাও উঠে আসে বিগ বসের ঘরে ৷ যা অজানা থাকা অনেক কথা বেরিয়ে আসে আবেগের তোড়ে ৷ ঠিক যেমন আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে ৷ প্রথমবার ন্যাশনাল টেলিভিশনে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তিনি ৷ মুনাবর ফারুকির সঙ্গে শুনলেন নেটিজেনরা ৷

অঙ্কিতা জানান, 'পবিত্র রিস্তা'র সেট থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল ৷ সাতবছর তাঁদের সম্পর্ক ছিল ৷ তারপর বলিউডে বড় পর্দায় সুযোগ পান সুশান্ত ৷ তারপরেই রাতারাতি সবকিছু বদলে যায় ৷ বড়পর্দায় সাফল্য পাওয়ার পরেই অনেকে ওকে বিপথে চালিত করতে থাকে ৷ একদিন হঠাৎ করেই সুশান্ত তাঁর জীবন থেকে বিদায় নেয় ৷ কিন্তু কখনও অঙ্কিতাকে বিচ্ছেদের কারণ বলেনি ৷ দীর্ঘ সময় লেগেছে অঙ্কিতার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ৷ একদম ভেঙে পড়েছিলেন তিনি ৷ মনে হয়েছিল আর কখনই ভালোবাসার প্রতি ভরসা করতে পারবেন না তিনি ৷

আসলে সম্পর্কটা শুরু হয়েছিল সেই 2009 সাল থেকেই ৷ বালাজি টেলিফিল্মস টেলিভিশনের পর্দা তখন একের এক ধারাবাহিক দিয়ে কাঁপিয়ে চলেছেন ৷ সেই সময় জিটিভি-তে একটি শো আসে ৷ পবিত্র রিস্তা ৷ অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পরিচয় হয় দর্শকদের ৷ পাঁচ বছর ধরে এই সিরিয়াল দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল ৷ অর্চনা ও মানব হয়ে উঠেছিল অনুরাগীদের পরিবারের একজন ৷ সেখান থেকেই প্রেম যাত্রা শুরু হয়েছিল অঙ্কিতা-সুশান্তের ৷ দীর্ঘ সাত বছরের প্রেম জীবন আচমকাই থেমে যায় ৷ পথ আলাদা হয়ে যায়, অঙ্কিতা-সুশান্তের ৷ প্রাক্তন প্রেমীকের মৃত্যুর তিন বছর পর মৌনতা ভাঙলেন অঙ্কিতা ৷ প্রথমবার সেই প্রেম ভাঙার যন্ত্রণার কথা বললেন বিগ বসের ঘরে ৷

আরও পড়ুন: আসছে ডাঙ্কির টিজার, এই দিন অনুরাগীদের বিশেষ উপহার দিতে চলেছেন বলিউড বাদশা

অন্যদিকে, বিগ বস-এর ঘরে ঐশ্বর্য শর্মা ও ভিকি জৈনের মধ্যে বিবাদ নিয়ে তোলপাড় হয় ঘর ৷ ঐশ্বর্য ও নীলকে নিয়ে ভিকি বাজে মজা করেন, যা নিয়ে রেগে যান ঐশ্বর্য ৷ নীল স্ত্রী ঐশ্বর্যকে থামানোর চেষ্টা করলেও ফল হয় না ৷ অবশেষে অঙ্কিতা ভিকির হয়ে পরোক্ষভাবে ক্ষমা চান ৷ অঙ্কিতা জানান, ভবিষ্যতে ভিকি, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করবে না ৷ পাশাপাশি, অভিষেক কুমার, ইশা মালব্য ও সমর্থ জুরেলের ত্রিকোণ প্রেম ও ঝগড়ায় জমে উঠেছে বিগ বসের ঘরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.