মুম্বই, 3 নভেম্বর: দূষণ রোধে খেলার মাঠে ফাটানো যাবে না আতশবাজি ৷ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অমিতাভ বচ্চন ৷ বিশ্বকাপের ম্যাচ চলাকলীন স্টেডিয়ামে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞ জারি করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ ৷ তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউডের শাহেনশাহ ৷ জয়ের প্রশংসা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
-
T 4817 - Most credible .. 🙏 pic.twitter.com/IBNdPOcJJZ
— Amitabh Bachchan (@SrBachchan) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 4817 - Most credible .. 🙏 pic.twitter.com/IBNdPOcJJZ
— Amitabh Bachchan (@SrBachchan) November 1, 2023T 4817 - Most credible .. 🙏 pic.twitter.com/IBNdPOcJJZ
— Amitabh Bachchan (@SrBachchan) November 1, 2023
নিজের এক্স হ্যান্ডেলে একটি খবর শেয়ার করে লিখেছেন, "মোস্ট ক্রিয়েডিবল ৷" বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে ছিল বিশ্বকাপের 33তম ম্যাচ ৷ মাঠে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ৷ ম্যাচের আগে জয় জানান, মুম্বইয়ে মাঠে কোনওরকম আতশবাজি ফাটানো যাবে না৷
-
T 4818 - Watching the #INDvsSL match and thrilled to see it illuminate #ForEveryChild.
— Amitabh Bachchan (@SrBachchan) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let all children play sports, whether girls or boys.#BeAChampion.@unicefindia @icc @cricketworldcup pic.twitter.com/Zdbil5kfGW
">T 4818 - Watching the #INDvsSL match and thrilled to see it illuminate #ForEveryChild.
— Amitabh Bachchan (@SrBachchan) November 2, 2023
Let all children play sports, whether girls or boys.#BeAChampion.@unicefindia @icc @cricketworldcup pic.twitter.com/Zdbil5kfGWT 4818 - Watching the #INDvsSL match and thrilled to see it illuminate #ForEveryChild.
— Amitabh Bachchan (@SrBachchan) November 2, 2023
Let all children play sports, whether girls or boys.#BeAChampion.@unicefindia @icc @cricketworldcup pic.twitter.com/Zdbil5kfGW
তিনি আরও জানান, পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের ৷ মাঠের আনন্দ থেকে যাতে কোনওভাবেই দূষণ ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করেতই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নিয়ম মেনে সে কথা তা আইসিসিকে জানিয়েও দিয়েছে বিসিসিআই৷
জয়ের কথায়, "পরিবেশে বেড়ে চলা দূষণের মাত্রা নিয়ে অন্যদের মতো বিসিসিআই-ও চিন্তিত ৷ আমি এই উদ্বেগের কথা তুলে ধরি আইসিসির কাছে ৷ কারণ আতশবাজি পোড়ানো মানেই পরিবেশে দূষণের মাত্রা বৃদ্ধি করা ৷ তাতে পরিবেশের পাশাপাশি মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও সমস্যায় পড়বেন ৷ তাই সবকিছু বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"
আরও পড়ুন: 'টিকিট বাজারে বেরিয়ে গেলে কিছু করার থাকে না', কালোবাজারি কাণ্ডে সিএবি'র হয়ে ব্যাটিং সৌরভের
উল্লেখ্য, বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ভারত এখন রয়েছে সবার উপরে ৷ টানা সাতটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে 140 কোটির দেশ ৷ অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই ব্যাটে বলে দাপট দেখাচ্ছে ভারত। এরপর ইংল্যান্ড থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দারুণ জয় এসেছে ৷ এবার লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। রবিবার কলকাতায় মুখোমুখি হবে এই বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা দুটি টিম। ভারতের মতোই দারুণ ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। সবমিলিয়ে ক্রিকেটের নন্দনকাননে দারুণ উপভোগ্য লড়াই হতে চলেছে রবিরার। এরপর 12 তারিখ নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন রোহিতরা ৷