ETV Bharat / entertainment

Allu Arjun Pan India Film: এবার সন্দীপের সঙ্গে জুটি, আসছে আল্লু অর্জুনের নতুন প্যান ইন্ডিয়া ছবি - Allu Arjun pan india film

তাঁর নতুন প্যান ইন্ডিয়া ছবির জন্য় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরতে চলেছেন আল্লু অর্জুন ৷ পুষ্পা সিরিজের পর এটি হতে চলেছে তাঁর তৃতীয় প্যান ইন্ডিয়া ছবি (Allu Arjun Sandeep Reddy Vanga New film)৷

Etv Bharat
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরতে চলেছেন আল্লু অর্জুন
author img

By

Published : Mar 3, 2023, 11:32 AM IST

মুম্বই, 3 মার্চ: 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির দৌলতে এখন আল্লু অর্জুনের খ্যাতি ছড়িয়েছে আসমুদ্রহিমাচলে ৷ চোখা চোখা সংলাপ, দুরন্ত অ্যাকশন আর প্রেমিক পুষ্পার কাহিনি জয় করে নিয়েছে মানুষের মন ৷ চন্দন দস্যু হলেও সে জায়াগা করে নিয়েছে সিনেপ্রেমীদের হৃদয়ে ৷ এই ছবির পরবর্তী পর্বের জন্য় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিনে প্রেমীরা ৷ তবে তার আগেই আল্লু অর্জুনের অনুরাগীদের জন্য রয়েছে আরও একটি সুখবর ৷ এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে আসতে চলেছে অভিনেতার দ্বিতীয় প্যান ইন্ডিয়া প্রজেক্ট ৷ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ছবির কাজ (Allu Arjun Sandeep Reddy Vanga New film ) ৷

প্রাথমিক খবর অনুযায়ী, কয়েকদিন আগেই সন্দীপ দেখা করেছেন আল্লু অর্জুনের সঙ্গে ৷ আর তখনই এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে তাঁদের ৷ যদিও সন্দীপ এখন ব্যস্ত রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানার 'অ্যানিম্য়াল' ছবির কাজ নিয়ে ৷ এরপর প্রভাসের সঙ্গে তাঁর আসন্ন ছবির কাজ শেষ করবেন তিনি ৷ তাঁর এই ছবির কাজ শেষ হলেই তিনি আল্লু অর্জুনের সঙ্গে শ্য়ুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে ৷

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টি সিরিজের ভূষণ কুমার ৷ যদিও এই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ টি সিরিজের সঙ্গে এই নিয়ে চতুর্থবার হাত মেলাতে চলেছেন সন্দীপ ৷ এর আগে তাঁর কবীর সিংহ ছবিরও প্রযোজনা করেছিল টি সিরিজ ৷ যদিও এই ছবির গল্প কেমন হতে চলেছে তা নিয়ে এখন পুরোপুরি মুখে কুলুপ নির্মাতা ৷ তাঁদের কথায় এখন এই বিষয়ে আলোচনার সময় আসেনি ৷ তবে ছবিটির সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং শিব চান্নার 'ভদ্রকালী পিকচার্স' ৷

আরও পড়ুন: কতটা কঠিন জুনিয়র আর্টিস্ট থেকে হিরোইনের সফর? বলবে 'নায়িকা নম্বর ওয়ান'

মুম্বই, 3 মার্চ: 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির দৌলতে এখন আল্লু অর্জুনের খ্যাতি ছড়িয়েছে আসমুদ্রহিমাচলে ৷ চোখা চোখা সংলাপ, দুরন্ত অ্যাকশন আর প্রেমিক পুষ্পার কাহিনি জয় করে নিয়েছে মানুষের মন ৷ চন্দন দস্যু হলেও সে জায়াগা করে নিয়েছে সিনেপ্রেমীদের হৃদয়ে ৷ এই ছবির পরবর্তী পর্বের জন্য় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিনে প্রেমীরা ৷ তবে তার আগেই আল্লু অর্জুনের অনুরাগীদের জন্য রয়েছে আরও একটি সুখবর ৷ এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে আসতে চলেছে অভিনেতার দ্বিতীয় প্যান ইন্ডিয়া প্রজেক্ট ৷ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ছবির কাজ (Allu Arjun Sandeep Reddy Vanga New film ) ৷

প্রাথমিক খবর অনুযায়ী, কয়েকদিন আগেই সন্দীপ দেখা করেছেন আল্লু অর্জুনের সঙ্গে ৷ আর তখনই এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে তাঁদের ৷ যদিও সন্দীপ এখন ব্যস্ত রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানার 'অ্যানিম্য়াল' ছবির কাজ নিয়ে ৷ এরপর প্রভাসের সঙ্গে তাঁর আসন্ন ছবির কাজ শেষ করবেন তিনি ৷ তাঁর এই ছবির কাজ শেষ হলেই তিনি আল্লু অর্জুনের সঙ্গে শ্য়ুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে ৷

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টি সিরিজের ভূষণ কুমার ৷ যদিও এই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ টি সিরিজের সঙ্গে এই নিয়ে চতুর্থবার হাত মেলাতে চলেছেন সন্দীপ ৷ এর আগে তাঁর কবীর সিংহ ছবিরও প্রযোজনা করেছিল টি সিরিজ ৷ যদিও এই ছবির গল্প কেমন হতে চলেছে তা নিয়ে এখন পুরোপুরি মুখে কুলুপ নির্মাতা ৷ তাঁদের কথায় এখন এই বিষয়ে আলোচনার সময় আসেনি ৷ তবে ছবিটির সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং শিব চান্নার 'ভদ্রকালী পিকচার্স' ৷

আরও পড়ুন: কতটা কঠিন জুনিয়র আর্টিস্ট থেকে হিরোইনের সফর? বলবে 'নায়িকা নম্বর ওয়ান'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.