ETV Bharat / entertainment

Fine Against Allu Arjun : আইন ভেঙে মাথা ঝোঁকাতে বাধ্য হলেন পর্দার পুষ্পা, দিলেন জরিমানাও - Allu Arjun Violates The Traffic Rules

ট্রাফিক আইন ভেঙে বিপদের মুখে পর্দার পুষ্পা রাজ ৷ আইন ভাঙার মাশুল দিতে হল তাঁকেও ৷ শেষমেষ 700 টাকা জরিমানা দিয়ে তবেই মুক্তি পান আল্লু অর্জুন (Allu Arjun Violates The Traffic Rules)৷

Fine Against Allu Arjun
আইন ভেঙে মাথা ঝোঁকাতে বাধ্য হলেন পর্দার পুষ্পা দিলেন জরিমানাও
author img

By

Published : Apr 6, 2022, 3:22 PM IST

হায়দরাবাদ, 6 এপ্রিল : ট্রাফিক আইন ভাঙলে তার জন্য উপযুক্ত শাস্তি তো ভোগ করতে হবেই ৷ হায়দরাবাদ পুলিশের হাত থেকে এক্ষেত্রে কিন্তু ছাড় পেলেন না 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সুপারস্টার আল্লু অর্জুনও ৷ আইন ভাঙার মাশুল দিতে হল তাঁকেও (Allu Arjun Violates The Traffic Rules) ৷ সেলুলয়েডে তিনি বারবার বলেছেন 'ঝুঁকেগা নেহি' এমনকী তাঁর এই সংলাপ ব্যবহার করতে দেখা গিয়েছে মুম্বই পুলিশকেও ৷ কিন্তু আইনের চোখে তো সবাই সমান সে আদার ব্যাপারীই হোক বা জাহাজের মালিক ৷ এবার এই বিষয়টি প্রমাণ করল হায়দরাবাদ পুলিশ ৷

আসলে ভারতে কোনও গাড়িতে কালো কাঁচ ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু নিজের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি-তে এই নিয়ম মানেননি আল্লু অর্জুন ৷ আর তার জন্যই তাঁর নামে চালান ইস্যু করে হায়দরাবাদ পুলিশ ৷ শেষমেষ 700 টাকা জরিমানা দিয়ে তবেই মুক্তি পান এই তারকা ৷ কালো রঙের কাঁচ ব্যবহার নিষিদ্ধ হলেও অনেক তারকাই এই কাঁচ ব্যবহার করেন কারণ এর একটি বড় সুবিধা হল এক্ষেত্রে ভিতরের ব্যক্তিটিকে দেখা যায় না ৷

আরও পড়ুন : 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে রণবীর-আমির

অনেকে আবার পাপারাজ্জির মত সংস্থার হাত থেকে বাঁচতেও কালো রঙের কাঁচ ব্যবহার করেন ৷ কয়েকদিন আগেই মিডিয়ার সামনে একথা জানিয়েছিলেন 'বিগ বস' উইনার তেজস্বী প্রকাশের প্রেমিক করণ কুন্দ্রা ৷ তবে কারণ যাই হোক নিয়ম ভাঙলে জরিমানা গুনতে হয় ৷ আর তাই আইনের কাছে মাথা নুঁইয়ে জরিমানা দিয়ে তবেই ছাড় পেলেন পর্দার পুষ্পা ৷

হায়দরাবাদ, 6 এপ্রিল : ট্রাফিক আইন ভাঙলে তার জন্য উপযুক্ত শাস্তি তো ভোগ করতে হবেই ৷ হায়দরাবাদ পুলিশের হাত থেকে এক্ষেত্রে কিন্তু ছাড় পেলেন না 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সুপারস্টার আল্লু অর্জুনও ৷ আইন ভাঙার মাশুল দিতে হল তাঁকেও (Allu Arjun Violates The Traffic Rules) ৷ সেলুলয়েডে তিনি বারবার বলেছেন 'ঝুঁকেগা নেহি' এমনকী তাঁর এই সংলাপ ব্যবহার করতে দেখা গিয়েছে মুম্বই পুলিশকেও ৷ কিন্তু আইনের চোখে তো সবাই সমান সে আদার ব্যাপারীই হোক বা জাহাজের মালিক ৷ এবার এই বিষয়টি প্রমাণ করল হায়দরাবাদ পুলিশ ৷

আসলে ভারতে কোনও গাড়িতে কালো কাঁচ ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু নিজের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি-তে এই নিয়ম মানেননি আল্লু অর্জুন ৷ আর তার জন্যই তাঁর নামে চালান ইস্যু করে হায়দরাবাদ পুলিশ ৷ শেষমেষ 700 টাকা জরিমানা দিয়ে তবেই মুক্তি পান এই তারকা ৷ কালো রঙের কাঁচ ব্যবহার নিষিদ্ধ হলেও অনেক তারকাই এই কাঁচ ব্যবহার করেন কারণ এর একটি বড় সুবিধা হল এক্ষেত্রে ভিতরের ব্যক্তিটিকে দেখা যায় না ৷

আরও পড়ুন : 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে রণবীর-আমির

অনেকে আবার পাপারাজ্জির মত সংস্থার হাত থেকে বাঁচতেও কালো রঙের কাঁচ ব্যবহার করেন ৷ কয়েকদিন আগেই মিডিয়ার সামনে একথা জানিয়েছিলেন 'বিগ বস' উইনার তেজস্বী প্রকাশের প্রেমিক করণ কুন্দ্রা ৷ তবে কারণ যাই হোক নিয়ম ভাঙলে জরিমানা গুনতে হয় ৷ আর তাই আইনের কাছে মাথা নুঁইয়ে জরিমানা দিয়ে তবেই ছাড় পেলেন পর্দার পুষ্পা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.