ETV Bharat / entertainment

Alia Ranbir PDA Moment: ঘনিষ্ট মুহূর্তে ধরা দিলেন আলিয়া-রণবীর, ভিডিয়ো ভাইরাল - আলিয়া রণবীরের ভিডিয়ো ভাইরাল সোশালে

শুক্রবার প্রথম বিবাহ বার্ষিকীতে ঘনিষ্ট মুহূর্তে দেখা গেল আলিয়া-রণবীরকে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হল সামাজিক মাধ্যমে। ভক্তরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিলেন তাঁদের প্রিয় জুটিকে ।

Alia Ranbir PDA Moment
আলিয়া রণবীরের ভিডিয়ো ভাইরাল সোশালে
author img

By

Published : Apr 15, 2023, 12:34 PM IST

মুম্বই, 15 এপ্রিল: শুক্রবার ছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রথম বিবাহবার্ষিকী ৷ এই বিশেষ দিনে তাঁদের দেখা গেল মুম্বইয়ের একটি নির্মীয়মাণ বাড়িতে ৷ এদিন পাপারাৎজিদের অনুরোধে ক্যামেরার জন্য় পোজও দেন এই তারকা জুটি ৷ আর তাঁদের কেমিস্ট্রি দেখেই রীতিমতো পাগল হলেন ফ্যানেরা ৷ রণবীর আলিয়ার যে ছবিগুলি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ছবিগুলিতে রণলিয়াক দেখা গিয়েছে খোলামেজাজে ৷ দু'জনের ভালোবাসার বন্ধন নজর কেড়েছে অনুরাগীদের ৷ পাপারাৎজিদের সামনেই এদিন তাঁরা আলিঙ্গন বদ্ধ হন ৷ একইসঙ্গে রণবীরের গালে চুম্বনও করেন আলিয়া ৷ রণবীরকে দেখা গেল ধূসর টি-শার্ট আর প্যান্টে ৷ অন্য়দিকে, আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন সাদা আর কালোর মিশেলে ৷ তাঁর কানে ছিল সোনার হুপ রিং ৷

এর আগে শুক্রবার আলিয়া তাঁদের বেশকিছু ছবি শেয়ার করেছিলেন সোশালে ৷ সেখানে উঠে এসেছিল তাঁদের রোম্যান্টিক কেমিস্ট্রি ৷ তাঁদের হলদি সেরিমনির একটি সুন্দর মুহূর্তও এদিন শেয়ার করেছেন আলিয়া ৷ আর সঙ্গে ছিল তাঁদের কেনিয়া ট্রিপের ঝলকও ৷ আলিয়া-রণবীরের প্রেম কাহিনির সূত্রপাত হয় 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকে ৷ গতবছর এপ্রিলে তাঁরা বাঁধা পড়েন সাতপাকে ৷

এরপর নভেম্বরে মাও হন আলিায় ৷ আলিয়া-রণবীর দু'জনেই এখন ব্যাস্ত তাঁদের কাজ নিয়ে ৷ একদিকে যেমন রণবীরকে আগামী দিনে দেখা যাবে সন্দীপ রেড্ডির ছবি 'অ্য়ানিম্যাল'-এ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷ অন্যদিকে, আলিয়াও এখন ব্য়স্ত বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ৷ একদিকে তাঁর হলিউড অভিষেক হতে চলেছে 'হার্ট অফ স্টোন'-এর মাধ্যমে ৷ এই প্রজেক্টের মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছেন তিনি ৷ পাশাপাশি তাঁকে দেখা যাবে করণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করতে চলেছেন রণবীর সিং-এর সঙ্গে ৷

আরও পড়ুন: আটবার অডিশন দিয়ে হারমায়ানি হয়েছিলেন এমা, সেই চরিত্রই গড়ে ইতিহাস

মুম্বই, 15 এপ্রিল: শুক্রবার ছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রথম বিবাহবার্ষিকী ৷ এই বিশেষ দিনে তাঁদের দেখা গেল মুম্বইয়ের একটি নির্মীয়মাণ বাড়িতে ৷ এদিন পাপারাৎজিদের অনুরোধে ক্যামেরার জন্য় পোজও দেন এই তারকা জুটি ৷ আর তাঁদের কেমিস্ট্রি দেখেই রীতিমতো পাগল হলেন ফ্যানেরা ৷ রণবীর আলিয়ার যে ছবিগুলি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ছবিগুলিতে রণলিয়াক দেখা গিয়েছে খোলামেজাজে ৷ দু'জনের ভালোবাসার বন্ধন নজর কেড়েছে অনুরাগীদের ৷ পাপারাৎজিদের সামনেই এদিন তাঁরা আলিঙ্গন বদ্ধ হন ৷ একইসঙ্গে রণবীরের গালে চুম্বনও করেন আলিয়া ৷ রণবীরকে দেখা গেল ধূসর টি-শার্ট আর প্যান্টে ৷ অন্য়দিকে, আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন সাদা আর কালোর মিশেলে ৷ তাঁর কানে ছিল সোনার হুপ রিং ৷

এর আগে শুক্রবার আলিয়া তাঁদের বেশকিছু ছবি শেয়ার করেছিলেন সোশালে ৷ সেখানে উঠে এসেছিল তাঁদের রোম্যান্টিক কেমিস্ট্রি ৷ তাঁদের হলদি সেরিমনির একটি সুন্দর মুহূর্তও এদিন শেয়ার করেছেন আলিয়া ৷ আর সঙ্গে ছিল তাঁদের কেনিয়া ট্রিপের ঝলকও ৷ আলিয়া-রণবীরের প্রেম কাহিনির সূত্রপাত হয় 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকে ৷ গতবছর এপ্রিলে তাঁরা বাঁধা পড়েন সাতপাকে ৷

এরপর নভেম্বরে মাও হন আলিায় ৷ আলিয়া-রণবীর দু'জনেই এখন ব্যাস্ত তাঁদের কাজ নিয়ে ৷ একদিকে যেমন রণবীরকে আগামী দিনে দেখা যাবে সন্দীপ রেড্ডির ছবি 'অ্য়ানিম্যাল'-এ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷ অন্যদিকে, আলিয়াও এখন ব্য়স্ত বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ৷ একদিকে তাঁর হলিউড অভিষেক হতে চলেছে 'হার্ট অফ স্টোন'-এর মাধ্যমে ৷ এই প্রজেক্টের মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছেন তিনি ৷ পাশাপাশি তাঁকে দেখা যাবে করণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করতে চলেছেন রণবীর সিং-এর সঙ্গে ৷

আরও পড়ুন: আটবার অডিশন দিয়ে হারমায়ানি হয়েছিলেন এমা, সেই চরিত্রই গড়ে ইতিহাস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.