ETV Bharat / entertainment

Akshay Kumar: সেট থেকে ভাইরাল অ্যাকশন দৃশ্য, অক্ষয়ের নতুন ছবির শুটিং ভিডিয়ো ফাঁস? - Akshay Film Sky Force

সারা আলি খান, অক্ষয় কুমারের নতুন ছবি 'স্কাই ফোর্স' নিয়ে আগ্রহ এখন তুঙ্গে ৷ এরই মাঝেই ছবির সেট থেকে ভাইরাল হল ভিডিয়ো ৷ এমনটাই দাবি নেটপাড়ার ৷

Akshay Kumar
অক্ষয়ের ছবির শুটিংয়ের দৃশ্য় ভাইরাল সোশালে
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:27 PM IST

Updated : Aug 27, 2023, 9:06 AM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: 'ওএমজি 2' ছবির হাত ধরে বেশ কিছুটা সময় পর আবার সাফল্যের সরণিতে ফিরেছেন অক্ষয় কুমার ৷ পরপর বেশ কয়েকটি ছবি ব্যর্থ হয়েছিল তাঁর ৷ অবশেষে পরিচালক অমিত রাইয়ের প্রতি ভরসা রেখে আবারও ঘুরে দাঁড়ালেন বলিউডের 'খিলাড়ি' ৷ এরই মধ্যে তাঁর নতুন ছবি 'স্কাই ফোর্স'-এর শুটিংও সারছেন অভিনেতা ৷ কাজের জন্য় এই মুহূর্তে তিনি রয়েছেন লখনউয়ে ৷ এরই মাঝে অক্ষয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশালে ৷ তার মধ্যে একটি ভিডিয়োকে অক্ষয়ের নতুন ছবির শুটিংয়ের ঝলক বলেই দাবি করছে নেটপাড়ার একাংশ ৷

লখনউ থেকে অক্ষয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্য়েই ঘুরছে সোশালে ৷ তার একটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে নেমে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন অক্ষয় ৷ সঙ্গে রয়েছেন টিমের অন্য়ান্য় সদস্যরাও ৷ আরেকটি ছোট্ট ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে একটি বিস্ফোরণের দৃশ্য় ৷ এই ভিডিয়ো ক্লিপটিকেই ছবির শুটিংয়ের দৃশ্য় বলে দাবি করছে নেটপাড়ার একাংশ ৷

  • No one knows when the shooting of AjayDevgn and Hrithik Roshan's film starts and when it ends, because no one ever visits their sets...On the other hand, the whole district gathers to see #AkshayKumar and this is the definition of real stardommm🔥#Skyforce pic.twitter.com/4KCscS3QjB

    — ༄ॐSwєtα🔥࿐ (@Swetaakkian) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়োটিতে? ভিডিয়োটিতে দেখা যায়, রাস্তা দিয়ে ছুটে আসছেন এক ব্যক্তি ৷ আর বলিউডি সিনেমার নিয়ম মেনে তাঁর আশেপাশে কিছু বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে ৷ কয়েক সেকেন্ড দীর্ঘ এই ক্লিপিংসটির শুট হয়েছে সীতাপুরে ৷ এমনটাই দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়ো ক্লিপিংয়ে বিস্ফোরণ এড়িয়ে ছুটতে থাকা মানুষটি অক্ষয় কি না, তা স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন: সানি অক্ষয়ের সঙ্গে বক্স অফিসে দাপুটে লড়াই, প্রথমদিন নিরাশ করল না আয়ুষ্মানের 'ড্রিম গার্ল 2'

অক্ষয়ের এই অ্যাকশন-প্য়াকড ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ কেউলানি এবং অভিষেক কাপুর ৷ আর অন্যদিকে ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়োস এবং দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস ৷ ছবিতে অক্ষয় স্ক্রিনশেয়ার করতে চলেছেন সারা আলি খান এবং নিমরাত কৌরের সঙ্গে ৷ একই এই ছবিতে থাকছেন বীর পাহাড়িয়াও ৷ এই অভিনেতার সঙ্গে সারার সম্পর্ক নিয়ে একসময় তুঙ্গে উঠেছিল জল্পনা ৷

হায়দরাবাদ, 26 অগস্ট: 'ওএমজি 2' ছবির হাত ধরে বেশ কিছুটা সময় পর আবার সাফল্যের সরণিতে ফিরেছেন অক্ষয় কুমার ৷ পরপর বেশ কয়েকটি ছবি ব্যর্থ হয়েছিল তাঁর ৷ অবশেষে পরিচালক অমিত রাইয়ের প্রতি ভরসা রেখে আবারও ঘুরে দাঁড়ালেন বলিউডের 'খিলাড়ি' ৷ এরই মধ্যে তাঁর নতুন ছবি 'স্কাই ফোর্স'-এর শুটিংও সারছেন অভিনেতা ৷ কাজের জন্য় এই মুহূর্তে তিনি রয়েছেন লখনউয়ে ৷ এরই মাঝে অক্ষয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশালে ৷ তার মধ্যে একটি ভিডিয়োকে অক্ষয়ের নতুন ছবির শুটিংয়ের ঝলক বলেই দাবি করছে নেটপাড়ার একাংশ ৷

লখনউ থেকে অক্ষয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্য়েই ঘুরছে সোশালে ৷ তার একটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে নেমে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন অক্ষয় ৷ সঙ্গে রয়েছেন টিমের অন্য়ান্য় সদস্যরাও ৷ আরেকটি ছোট্ট ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে একটি বিস্ফোরণের দৃশ্য় ৷ এই ভিডিয়ো ক্লিপটিকেই ছবির শুটিংয়ের দৃশ্য় বলে দাবি করছে নেটপাড়ার একাংশ ৷

  • No one knows when the shooting of AjayDevgn and Hrithik Roshan's film starts and when it ends, because no one ever visits their sets...On the other hand, the whole district gathers to see #AkshayKumar and this is the definition of real stardommm🔥#Skyforce pic.twitter.com/4KCscS3QjB

    — ༄ॐSwєtα🔥࿐ (@Swetaakkian) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়োটিতে? ভিডিয়োটিতে দেখা যায়, রাস্তা দিয়ে ছুটে আসছেন এক ব্যক্তি ৷ আর বলিউডি সিনেমার নিয়ম মেনে তাঁর আশেপাশে কিছু বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে ৷ কয়েক সেকেন্ড দীর্ঘ এই ক্লিপিংসটির শুট হয়েছে সীতাপুরে ৷ এমনটাই দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়ো ক্লিপিংয়ে বিস্ফোরণ এড়িয়ে ছুটতে থাকা মানুষটি অক্ষয় কি না, তা স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন: সানি অক্ষয়ের সঙ্গে বক্স অফিসে দাপুটে লড়াই, প্রথমদিন নিরাশ করল না আয়ুষ্মানের 'ড্রিম গার্ল 2'

অক্ষয়ের এই অ্যাকশন-প্য়াকড ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ কেউলানি এবং অভিষেক কাপুর ৷ আর অন্যদিকে ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়োস এবং দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস ৷ ছবিতে অক্ষয় স্ক্রিনশেয়ার করতে চলেছেন সারা আলি খান এবং নিমরাত কৌরের সঙ্গে ৷ একই এই ছবিতে থাকছেন বীর পাহাড়িয়াও ৷ এই অভিনেতার সঙ্গে সারার সম্পর্ক নিয়ে একসময় তুঙ্গে উঠেছিল জল্পনা ৷

Last Updated : Aug 27, 2023, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.