ETV Bharat / entertainment

Akshay Kumar New Look: নেটপাড়ায় ফাঁস অক্ষয়ের নতুন ছবির প্রথম লুক - Akshay Kumar New Look

ফাঁস হয়ে গেল অক্ষয় কুমারের নতুন ছবির প্রথম লুক (Akshay Kumar Untitled Film First Look Leaks )৷ মাথায় মেরুন পাগড়ি, গাল ভর্তি দাড়ি...পঞ্জাবির সাজে রীতিমতো ভাইরাল হলেন খিলাড়ি কুমার ৷

Akshay Kumar New Look
নেটপাড়ায় ফাঁস অক্ষয় কুমারের নতুন ছবির প্রথম লুক
author img

By

Published : Jul 9, 2022, 12:35 PM IST

মুম্বই, 9 জুলাই: আন্তর্জালে ফাঁস হল অক্ষয় কুমারের আসন্ন ছবির ফার্স্ট লুক ৷ মাথায় মেরুন পাগড়ি, গাল ভর্তি দাড়ি...পঞ্জাবির বেশে রীতিমতো ভাইরাল হলেন 'খিলাড়ি' ৷ নেটপাড়ায় ঘুরে বেড়ানো এই ছবিটিতে দেখা গিয়েছে সরষে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছেন অক্ষয় ৷ আগামী ছবিতে অক্ষয়কে এই লুকেই দেখতে পাবেন দর্শক (Akshay Kumar Untitled Film First Look Leaks ) ৷ তবে ছবির নামধাম কিছুই এখনও সামনে আসেনি ৷

যদিও সূত্রের খবর, অনুযায়ী লন্ডনে ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনু সুরেশ দেশাই এবং প্রযোজনার দায়িত্ব রয়েছে পূজা এন্টারটেইনমেন্টের কাঁধে ৷ কানাঘুষো বলছে এই ছবির গল্প আবর্তিত হবে একটি কয়লাখনিকে ঘিরে ৷ কয়লাখনি থেকে কিছু মানুষকে উদ্ধারের দায়ভার থাকবে অভিনেতার উপর ৷ অক্ষয়ের এই বছরের প্রথম দু'টি ছবি অবশ্য ব্যবসায়িক ভাবে একেবারেই সফলতা পায়নি ৷ একদিকে বক্স অফিসে যেমন মুখ থুবড়ে পড়েছে 'সম্রাট পৃথ্বীরাজ' তেমনই 'বচ্চন পাণ্ডে' ছবিও কার্যত সুপার ফ্লপ ৷

Akshay Kumar New Look
ফাঁস হয়ে গেল অক্ষয় কুমারের নতুন ছবির প্রথম লুক

আরও পড়ুন: 'দাদার কীর্তি' ছবির স্মৃতিতে ভাসলেন অয়ন দেবশ্রী

এমতাবস্থায়, অক্ষয়ের ভরসা এখন আগামী ছবি 'রক্ষা বন্ধন' ৷ 11 আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ইতিমধ্যেই ছবির ট্রেলার অবশ্য বেশ সাড়া ফেলেছে ৷ তিন বোনের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলা বড় দাদার চরিত্রে অক্ষয়কে দেখে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াই দিচ্ছেন দর্শকেরা ৷ তবে অপেক্ষা 11 আগস্টের ৷ এছাড়া বিগ বাজেটের ছবি 'রামসেতু'-তে আগামিদিনে বড় পর্দায় দেখা যাবে বলিউডের খিলাড়ি কুমারকে ৷

মুম্বই, 9 জুলাই: আন্তর্জালে ফাঁস হল অক্ষয় কুমারের আসন্ন ছবির ফার্স্ট লুক ৷ মাথায় মেরুন পাগড়ি, গাল ভর্তি দাড়ি...পঞ্জাবির বেশে রীতিমতো ভাইরাল হলেন 'খিলাড়ি' ৷ নেটপাড়ায় ঘুরে বেড়ানো এই ছবিটিতে দেখা গিয়েছে সরষে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছেন অক্ষয় ৷ আগামী ছবিতে অক্ষয়কে এই লুকেই দেখতে পাবেন দর্শক (Akshay Kumar Untitled Film First Look Leaks ) ৷ তবে ছবির নামধাম কিছুই এখনও সামনে আসেনি ৷

যদিও সূত্রের খবর, অনুযায়ী লন্ডনে ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনু সুরেশ দেশাই এবং প্রযোজনার দায়িত্ব রয়েছে পূজা এন্টারটেইনমেন্টের কাঁধে ৷ কানাঘুষো বলছে এই ছবির গল্প আবর্তিত হবে একটি কয়লাখনিকে ঘিরে ৷ কয়লাখনি থেকে কিছু মানুষকে উদ্ধারের দায়ভার থাকবে অভিনেতার উপর ৷ অক্ষয়ের এই বছরের প্রথম দু'টি ছবি অবশ্য ব্যবসায়িক ভাবে একেবারেই সফলতা পায়নি ৷ একদিকে বক্স অফিসে যেমন মুখ থুবড়ে পড়েছে 'সম্রাট পৃথ্বীরাজ' তেমনই 'বচ্চন পাণ্ডে' ছবিও কার্যত সুপার ফ্লপ ৷

Akshay Kumar New Look
ফাঁস হয়ে গেল অক্ষয় কুমারের নতুন ছবির প্রথম লুক

আরও পড়ুন: 'দাদার কীর্তি' ছবির স্মৃতিতে ভাসলেন অয়ন দেবশ্রী

এমতাবস্থায়, অক্ষয়ের ভরসা এখন আগামী ছবি 'রক্ষা বন্ধন' ৷ 11 আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ইতিমধ্যেই ছবির ট্রেলার অবশ্য বেশ সাড়া ফেলেছে ৷ তিন বোনের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলা বড় দাদার চরিত্রে অক্ষয়কে দেখে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াই দিচ্ছেন দর্শকেরা ৷ তবে অপেক্ষা 11 আগস্টের ৷ এছাড়া বিগ বাজেটের ছবি 'রামসেতু'-তে আগামিদিনে বড় পর্দায় দেখা যাবে বলিউডের খিলাড়ি কুমারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.