ETV Bharat / entertainment

নতুন দিনক্ষণ ঘোষণা অক্ষয়ের, পিছিয়ে গেল 'হাউসফুল 5' মুক্তি - হাউসফুল

Housefull 5 Release Date Postpone: একাধিক তারকা নিয়ে সামনে এসেছিল 'হাউসফুল 5'-এর মুক্তির তারিখ ৷ জানা গিয়েছিল 2024-এর দিওয়ালিতে মুক্তি পাবে অক্ষয় কুমারের এই ছবি ৷ এবার সামনে এল 'হাউসফুল 5' মুক্তির নতুন তারিখ ৷

Etv Bharat
পিছিয়ে গেল 'হাউসফুল 5' মুক্তির দিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 8:54 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: কমেডির ঝড় বয়ে গিয়েছে 'হাউসফুল' ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি ইনস্টলমেন্টে ৷ 'হাউসফুল 4'-এর পর নজর রয়েছে 'হাউসফুল 5'-এর দিকে ৷ একাধিক তারকাদের নিয়ে জুন মাসে এই ছবির ঘোষণা করা হয়েছিল ৷ প্রকাশ্যে এসেছিল ছবি মুক্তির তারিখও ৷ তবে প্রযোজনা সংস্থার তরফে সোমবার জানিয়ে দেওয়া হল 'হাউসফুল 5' মুক্তি পাবে না, 2024-এর দিওয়ালিতে ৷ ঘোষণা হল নতুন তারিখ ৷

এদিন অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, বিনোদনের কথা মাথায় রেখেই পিছোনো হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ অক্ষয় কুমার লিখেছেন, "বিনোদনের পাঁচ নম্বর আসার পথেই রয়েছে ৷ আপনাদের সঙ্গে দেখা হবে 6 জুন 2025 সালে ৷" সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "হাউসফুল ফ্রাঞ্জাইজি দর্শকদের কাছে বিপুল ভালোবাসা পেয়েছে ৷ আশা করছি হাউসপুল 5 সেই ভালোবাসা পাবে ৷ ছবির টিম দুর্দান্ত কাজ করেছে ৷ পাশাপাশি বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে ভিএফএক্স ৷ যে কাজ এখনও চলছে ৷ তাই ঠিক করা হয়েছে, পিছিয়ে দেওয়া হবে ছবি মুক্তির তারিখ ৷"

এর আগে ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছিল 2024 সালের 5 নভেম্বর অর্থাৎ, দিওয়ালিতে ৷ কিন্তু ওই সময়ে বক্সঅফিসে মুক্তি পাবে সলমন খানের 'প্রেম কী শাদি', 'হেরাফেরি 3' ও কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' ৷ ফলে সিনেমহলে অনেকের মত, বিগ বাজেটের এতগুলি ছবি দিওয়ালিতে মুক্তি পাওয়ার তালিকায় থাকায়, মার খেতে পারে ব্যবসা ৷ তাই আগে থেকেই ছবি মুক্তির দিন পিছিয়ে নিয়েছে 'হাউসফুল 5' টিম ৷

আরও পড়ুন:

1. হিটের আশায় হন্যে! 'হেরা ফেরি', 'ওএমজি'র পর এবার 'হাউজফুল' ছবিরও সিক্যুয়েলের ঘোষণা অক্ষয়ের

2. লক্ষাধিক প্রদীপের আলোয় দুর্গাপুরে অকাল দীপাবলি, মঞ্চ মাতালেন জিৎ-ঋতুপর্ণা

3. 'আমার ছেলে ট্যালেন্টেড', ছবি হিট হতেই ধর্মেন্দ্রর মুখে প্রশংসা ববির

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: কমেডির ঝড় বয়ে গিয়েছে 'হাউসফুল' ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি ইনস্টলমেন্টে ৷ 'হাউসফুল 4'-এর পর নজর রয়েছে 'হাউসফুল 5'-এর দিকে ৷ একাধিক তারকাদের নিয়ে জুন মাসে এই ছবির ঘোষণা করা হয়েছিল ৷ প্রকাশ্যে এসেছিল ছবি মুক্তির তারিখও ৷ তবে প্রযোজনা সংস্থার তরফে সোমবার জানিয়ে দেওয়া হল 'হাউসফুল 5' মুক্তি পাবে না, 2024-এর দিওয়ালিতে ৷ ঘোষণা হল নতুন তারিখ ৷

এদিন অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, বিনোদনের কথা মাথায় রেখেই পিছোনো হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ অক্ষয় কুমার লিখেছেন, "বিনোদনের পাঁচ নম্বর আসার পথেই রয়েছে ৷ আপনাদের সঙ্গে দেখা হবে 6 জুন 2025 সালে ৷" সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "হাউসফুল ফ্রাঞ্জাইজি দর্শকদের কাছে বিপুল ভালোবাসা পেয়েছে ৷ আশা করছি হাউসপুল 5 সেই ভালোবাসা পাবে ৷ ছবির টিম দুর্দান্ত কাজ করেছে ৷ পাশাপাশি বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে ভিএফএক্স ৷ যে কাজ এখনও চলছে ৷ তাই ঠিক করা হয়েছে, পিছিয়ে দেওয়া হবে ছবি মুক্তির তারিখ ৷"

এর আগে ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছিল 2024 সালের 5 নভেম্বর অর্থাৎ, দিওয়ালিতে ৷ কিন্তু ওই সময়ে বক্সঅফিসে মুক্তি পাবে সলমন খানের 'প্রেম কী শাদি', 'হেরাফেরি 3' ও কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' ৷ ফলে সিনেমহলে অনেকের মত, বিগ বাজেটের এতগুলি ছবি দিওয়ালিতে মুক্তি পাওয়ার তালিকায় থাকায়, মার খেতে পারে ব্যবসা ৷ তাই আগে থেকেই ছবি মুক্তির দিন পিছিয়ে নিয়েছে 'হাউসফুল 5' টিম ৷

আরও পড়ুন:

1. হিটের আশায় হন্যে! 'হেরা ফেরি', 'ওএমজি'র পর এবার 'হাউজফুল' ছবিরও সিক্যুয়েলের ঘোষণা অক্ষয়ের

2. লক্ষাধিক প্রদীপের আলোয় দুর্গাপুরে অকাল দীপাবলি, মঞ্চ মাতালেন জিৎ-ঋতুপর্ণা

3. 'আমার ছেলে ট্যালেন্টেড', ছবি হিট হতেই ধর্মেন্দ্রর মুখে প্রশংসা ববির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.