ETV Bharat / entertainment

Akshay Kumar Tests corona Positive: কোভিড পজিটিভ অক্ষয়, যাচ্ছেন না কানে

অক্ষয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত (Akshay Kumar covid positive)৷ সেই কারণে এ বছর কান চলচ্চিত্র উৎসব যাত্রা তাঁকে বাতিল করতে হয়েছে (Akshay Kumar to Skip Cannes)৷

Akshay Kumar Tests corona Positive, To Skip Cannes
কোভিড পজিটিভ অক্ষয়, যাচ্ছেন না কানে
author img

By

Published : May 15, 2022, 9:06 AM IST

মুম্বই, 15 মে: আবারও করোনাভাইরাসে আক্রান্ত অক্ষয় কুমার (Akshay Kumar covid positive)৷ শনিবার নিজেই সে কথা জানিয়েছেন বলিউডের সুপারস্টার ৷ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তিনি ঘোষণা করেন যে, দীর্ঘদিন প্রতীক্ষায় থাকলেও এ বার আর যেতে পারছেন না কান চলচ্চিত্র উৎসবে (Akshay Kumar to Skip Cannes)৷

54 বছরের অভিনেতা শনিবার টুইটে জানিয়েছেন, "কান 2022-এ ইন্ডিয়া প্যাভিলিয়নে আমাদের সিনেমাকে তুলে ধরার জন্য সত্যিই মুখিয়ে ছিলাম ৷ তবে দুঃখের বিষয় হল কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বিশ্রাম করব ৷ অনুরাগ ঠাকুর ও তাঁর দলকে অনেক শুভেচ্ছা ৷ ওখানে থাকতে না পারায় খুবই মিস করব ৷"

  • Was really looking forward to rooting for our cinema at the India Pavilion at #Cannes2022, but have sadly tested positive for Covid. Will rest it out. Loads of best wishes to you and your entire team, @ianuragthakur. Will really miss being there.

    — Akshay Kumar (@akshaykumar) May 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তীতে যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা পৃথ্বীরাজে দেখা যাবে অক্ষয় কুমারকে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন মিস ওয়ার্ল্ড 2017 মানুষী চিল্লর ৷

আরও পড়ুন: Prithviraj First Song Hari Har : আমার কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গান 'হরি হর': অক্ষয়

গত সপ্তাহেই জানা গিয়েছিল যে, কিংবদন্তি সঙ্গীতশিল্পী এআর রহমান, আর মাধবন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তমন্না ভাটিয়া, শেখর কাপুর ও অন্যান্য সেলেবদের পাশাপাশি এ বার কানের রেড কার্পেটে হাঁটবেন অক্ষয় কুমার (Akshay Kumar Tests corona Positive)৷ আচমকা তিনি কোভিড আক্রান্ত হওয়ায় সেই সুযোগ অধরাই রয়ে গেল অভিনেতার ৷

গত বছর এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউডের খিলাড়ি ৷ সেই সময় তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ৷

কিছুদিন স্তিমিত থাকার পর আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড 19 ৷ শনিবার মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 248 জন ৷ ওইদিনই কোভিড প্রাণ কেড়েছে একজনের ৷

আরও পড়ুন: Akshay Kumar New Project Ram Setu : এবার রাম-সেতুর অস্তিত্বের খোঁজে মরিয়া অক্ষয়

মুম্বই, 15 মে: আবারও করোনাভাইরাসে আক্রান্ত অক্ষয় কুমার (Akshay Kumar covid positive)৷ শনিবার নিজেই সে কথা জানিয়েছেন বলিউডের সুপারস্টার ৷ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তিনি ঘোষণা করেন যে, দীর্ঘদিন প্রতীক্ষায় থাকলেও এ বার আর যেতে পারছেন না কান চলচ্চিত্র উৎসবে (Akshay Kumar to Skip Cannes)৷

54 বছরের অভিনেতা শনিবার টুইটে জানিয়েছেন, "কান 2022-এ ইন্ডিয়া প্যাভিলিয়নে আমাদের সিনেমাকে তুলে ধরার জন্য সত্যিই মুখিয়ে ছিলাম ৷ তবে দুঃখের বিষয় হল কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বিশ্রাম করব ৷ অনুরাগ ঠাকুর ও তাঁর দলকে অনেক শুভেচ্ছা ৷ ওখানে থাকতে না পারায় খুবই মিস করব ৷"

  • Was really looking forward to rooting for our cinema at the India Pavilion at #Cannes2022, but have sadly tested positive for Covid. Will rest it out. Loads of best wishes to you and your entire team, @ianuragthakur. Will really miss being there.

    — Akshay Kumar (@akshaykumar) May 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তীতে যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা পৃথ্বীরাজে দেখা যাবে অক্ষয় কুমারকে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন মিস ওয়ার্ল্ড 2017 মানুষী চিল্লর ৷

আরও পড়ুন: Prithviraj First Song Hari Har : আমার কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গান 'হরি হর': অক্ষয়

গত সপ্তাহেই জানা গিয়েছিল যে, কিংবদন্তি সঙ্গীতশিল্পী এআর রহমান, আর মাধবন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তমন্না ভাটিয়া, শেখর কাপুর ও অন্যান্য সেলেবদের পাশাপাশি এ বার কানের রেড কার্পেটে হাঁটবেন অক্ষয় কুমার (Akshay Kumar Tests corona Positive)৷ আচমকা তিনি কোভিড আক্রান্ত হওয়ায় সেই সুযোগ অধরাই রয়ে গেল অভিনেতার ৷

গত বছর এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউডের খিলাড়ি ৷ সেই সময় তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ৷

কিছুদিন স্তিমিত থাকার পর আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড 19 ৷ শনিবার মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 248 জন ৷ ওইদিনই কোভিড প্রাণ কেড়েছে একজনের ৷

আরও পড়ুন: Akshay Kumar New Project Ram Setu : এবার রাম-সেতুর অস্তিত্বের খোঁজে মরিয়া অক্ষয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.