কলকাতা, 10 জুলাই: একই দিনে বক্স অফিসে শোরগোল ফেলতে আসছে সানি দেওলের 'গদর 2' এবং অক্ষয় কুমারের 'ওএমজি 2' ৷ দু'টি ছবির আগের পর্বই বলিউডে কাল্ট ছবি হিসাবে পরিচিত ৷ একদিকে 'গদর: এক প্রেম কথা' যেমন বদলে দিয়েছিল সানির কেরিয়ার গ্রাফ তেমনই অক্ষয়ের বেশ সফল ছবির তালিকায় উপরের দিকেই রয়েছে 'ও মাই গড' ছবিটি ৷ এই বিগ বলিউড ব্যাটেলেই কিন্তু শেষ নয়, একইদিনে মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ৷ অনেকেই হয়তো ভাবছেন হিন্দি ছবি কি দেবের ছবির ব্যবসার ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে? সেক্ষেত্রে নতুন খবর হল একই দিনে মুক্তি পেতে চলেছে 'চিনি 2' ছবিটিও ৷ আসুন এবার জেনে নেওয়া যাক কোন ছবি নিয়ে রয়েছে কী আপডেট ৷
গদর 2: বলাই বাহুল্য, বক্স অফিসের নিরিখে আগামী 11 অগস্ট দিনটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ৷ হিন্দি এবং বাংলা মিলিয়ে একইসঙ্গে মুক্তি পেতে চলেছে চারটি ছবি ৷ প্রথমেই আসা যাক 'গদর 2' ছবির কথায় ৷ সানি দেওল, আমিশা প্যাটেলের এই ছবির টিজার ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ৷ অনিল শর্মা পরিচালিত এই ছবি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ যে তুঙ্গে, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবির 'উড় যা কালে কাউয়া' 30 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে ইউটিউবে ৷
ওএমজি 2: অক্ষয় তাঁর নতুন ছবি 'ওএমজি 2'-এর টিজার নিয়ে আসবেন আগামী মঙ্গলবার ৷ এই ছবির প্রথম পর্বে তাঁকে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণের চরিত্রে ৷ এবার তিনি হতে চলেছেন দেবাদিদেব মহাদেব ৷ ছবিতে তাঁর সঙ্গেই স্ক্রিনশেয়ার করেছেন পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতমও ৷ এখন প্রথম ঝলকেই আভাস মিলবে কেমন হতে চলেছে তাঁর চরিত্রটি ৷
আরও পড়ুন: 'চরিত্রই ঠিক করে দেয় প্রস্তুতি কেমন হবে', অভিনয় জীবন নিয়ে অকপট ঋত্বিক
ব্যোমকেশ ও দুর্গ রহস্য়: বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ছবিতে দেব এবং রুক্মিণী মৈত্রকে দেখা যাবে ব্যোমকেশ এবং সত্য়বতীর ভূমিকায় ৷ এই গল্পে রহস্য উন্মোচনে কীভাবে নিজেকে ফুটিয়ে তোলেন দেব, সেটাই দেখার ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির প্রি-টিজার ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে টিজারও ৷ এমনই জানিয়েছেন অভিনেতা ৷
চিনি 2: 11 অগস্ট আরও একটি বাংলা ছবি পর্দায় আসছে যার নাম 'চিনি 2' ৷ মৈনাক ভৌমিকের এই ছবির মূল শক্তি মা এবং মেয়ের অসাধারণ রসায়ন ৷ মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্যের অভিনয় গুণে ছবির প্রথম পর্ব দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে এবার আসতে চলেছে ছবির সিক্যুয়েল ৷ সম্প্রতি সামনে এসেছে ছবির মোশন পোস্টার ৷ তবে ছবির টিজার এবং ট্রেলার কবে আসছে, তা এখনও জানাননি নির্মাতারা ৷