মুম্বই, 10 অক্টোবর: বলিউড তারকাদের পান মশলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনা হয়েছে বহু বার ৷ অজয় দেবগণ, শাহরুখ খান ও অক্ষয় কুমারকে পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখে ৷ তারপর শোনা গিয়েছিল, সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন তারকারা ৷ কিন্তু সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা পান মশলার একটি নতুন বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে ফের চর্চা ৷ একটি সংবাদ মাধ্যম ওয়েব পোর্টালের তরফে দাবি করা হয়, পান মশলার বিজ্ঞাপনে ফের অ্যাম্বাসডর হয়ে ফিরেছেন অক্ষয় কুমার ৷ আর এই খবর সামনে আসতেই চটেছেন ওএমজি 2 অভিনেতা৷ অনলাইন পোর্টালের সোশাল অ্যাকাউন্টে গিয়ে ফেক নিউজ বলে মন্তব্যও করেছেন অভিনেতা অক্ষয় ৷
-
‘Returns’ as ambassador? Here’s some fact check for you Bollywood Hungama, if by chance you are interested in things other than fake news. These ads were shot on 13th October, 2021. I have not had anything to do with the brand ever since I publicly announced the discontinuation…
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">‘Returns’ as ambassador? Here’s some fact check for you Bollywood Hungama, if by chance you are interested in things other than fake news. These ads were shot on 13th October, 2021. I have not had anything to do with the brand ever since I publicly announced the discontinuation…
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2023‘Returns’ as ambassador? Here’s some fact check for you Bollywood Hungama, if by chance you are interested in things other than fake news. These ads were shot on 13th October, 2021. I have not had anything to do with the brand ever since I publicly announced the discontinuation…
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2023
ওই অনলাইন পোর্টাল সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ দাবি করেছে, "হ্যাশট্যাগ অক্ষয় কুমার বিমল পান মশলার বিজ্ঞাপনে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে আবার ফিরেছেন ৷ নতুন এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে অজয় দেবগণ ও শাহরুখ খানকেও ৷" এই খবরের নীচে মন্তব্য করেন অক্ষয় ৷ তিনি লেখেন, "ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে ফিরে এসেছি? খবর করার আগে একটু ফ্যাক্ট চেক করা জরুরি ৷ ফেক নিউজ করা ছাড়া যদি অন্য কোনও খবর করতে হয় তাহলে তার সত্যতা যাচাই করা উচিত ৷ এই বিজ্ঞাপনের শুটিং হয়েছিল 2021 সালের 13 অক্টোবর ৷"
তিনি আরও বলেন, "এরপর এই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে আমি আর কোনও কাজ করিনি ৷ সকলের সামনে ঘোষণা করার পর থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত হইনি ৷ কিন্তু আইনত তারা আরও এক মাস এই বিজ্ঞাপন চালাতে পারেন চুক্তি অনুযায়ী ৷ কারণ আগামী মাসে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৷ তাই অসত্য খবর না ছড়িয়ে, সত্য খবর করা উচিত ৷" মূলত, 2022 সালের এপ্রিল সোশাল মিডিয়ায় অভিনেতা ঘোষণা করেছিলেন তিনি এই ধরনের বিজ্ঞাপনের সঙ্গে ভবিষ্যতে আরও যুক্ত হবেন না ৷
আরও পড়ুন: খাবার থেকে সংক্রমণ ! হাসপাতালে ভরতি শেহনাজ গিল
রবিবার থেকে এই পান মশলার বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে নেট পাড়ায় ৷ এরপরেই অনুরাগীরা একাধিক খারাপ মন্তব্য করতে থাকেন অভিনেতার প্রতি ৷ কেউ তাঁকে বলেন " ভণ্ড" আবার কেউ দাঁড়ান অভিনেতার পাশে ৷ এরপর সেই সংবাদ সংস্থা পোর্টালের তরফে অভিনেতার প্রতিক্রিয়া নিয়ে খবরটি আপডেট করা হয় ৷
(পিটিআই)