ETV Bharat / entertainment

Aishorjyo Sen: ভূতের লুকে রাস্তায় ঘুরছেন ঐশ্বর্য, কেন ? - ঐশ্বর্য সেন

ভূতের লুকে রাস্তায় ঘুরছেন ঐশ্বর্য সেন (Aishorjyo Sen)৷ এ রকমই লুকে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'গোপনে মদ ছাড়ান'-এ (Gopone Mod Charan) ধরা দেবেন তিনি ৷

Aishorjyo Sen looking like ghost in Gopone Mod Charan
ভূতের লুকে রাস্তায় ঘুরছেন ঐশ্বর্য, কেন ?
author img

By

Published : Jun 12, 2022, 1:00 PM IST

কলকাতা, 12 জুন: হঠাৎ দেখলে চমকে উঠে শিহরিত হতেই হবে আপনাকে । পরনে সাদা আলখাল্লা এবং এলোকেশী, সাদা চোখে ছোট্ট একটা বিন্দুর ন্যায় মণি । আজ্ঞে হ্যাঁ, এ রকমই লুকে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'গোপনে মদ ছাড়ান'-এ (Gopone Mod Charan) ধরা দেবেন টেলিভিশনের বাবলি গার্ল ঐশ্বর্য সেন (Aishorjyo Sen)। সম্প্রতি এই ছবির শুটিং শেষ করেছেন তিনি ।

ঐশ্বর্য এই মুহূর্তে ওয়েবের কাজ নিয়ে বেশ ব্যস্ত (New Bengali film)। এর মাঝেই দিলেন নতুন খবর । তথাগতর ছবিতে ভূতের চেহারায় দেখা যাবে তাঁকে । ছবিতে ঐশ্বর্য কি ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে নাকি সত্যিই ভূত তা জানতে হলে দেখতে হবে ছবিটি ।

এ ব্যাপারে ঐশ্বর্য ইটিভি ভারতকে জানান, "চরিত্রটা ভীষণ এনজয় করছি । প্রথম কারণ এ রকম একটা ভয়ঙ্কর লুক । কী হতে চলেছে সেটা কেউ জানে না । তবে খুব তাড়াতাড়ি জানতে পারবে । প্রথম বাংলা ওয়ান টেক ফিল্ম । এটার সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে । অদ্ভুত পদ্ধতিতে কাজ করলাম । রিহার্সাল, ওয়ার্কশপ, রাস্তায় পুরো টিম, ক্যামেরা নিয়ে রিহার্সাল করেছি আমরা ।"

আরও পড়ুন: New Season of SaReGaMaPa : 'সারেগামাপা'র নতুন মরশুম নিয়ে কী বলছেন বিচারক ও মেন্টররা

ঐশ্বর্য আরও বলেন, "আমাকে এ রকম কাজে ভাবার জন্য তথাগতদা'কে ধন্যবাদ ৷ এই লুকটার জন্য আরও ধন্যবাদ । সবাই আমাকে দেখে চমকে উঠছে । এখানে আমার চরিত্রের নাম সায়নী । কলেজে পড়ে সে । তার বন্ধু পুষণ । একটু আঁচ দিই চরিত্রটার । আমরা প্র‍্যাঙ্ক করি আসলে । বাকিটা বলব না । দেখতে হবে ।"

ভূতের লুকে রাস্তায় ঘুরছেন ঐশ্বর্য

ঐশ্বর্য বাংলা টেলিভিশনের পরিচিত মুখ । 'পুণ্যি পুকুর', 'শুভদৃষ্টি', 'কোরা পাখি', 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি । 'পুণ্যি পুকুর' ছাড়া বাকি সবকটিতেই লিড রোলে অভিনয় করেছেন ঐশ্বর্য । দিনকয়েক হল টেলিভিশনের পর্দায় আর দেখা যাচ্ছে না তাঁকে । কাজ করছেন ওয়েবেও । এ বার নতুন ইমেজে নতুন ছবিতে কীভাবে তাঁর রসায়ন জমে ওঠে সেটাই দেখার ।

কলকাতা, 12 জুন: হঠাৎ দেখলে চমকে উঠে শিহরিত হতেই হবে আপনাকে । পরনে সাদা আলখাল্লা এবং এলোকেশী, সাদা চোখে ছোট্ট একটা বিন্দুর ন্যায় মণি । আজ্ঞে হ্যাঁ, এ রকমই লুকে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'গোপনে মদ ছাড়ান'-এ (Gopone Mod Charan) ধরা দেবেন টেলিভিশনের বাবলি গার্ল ঐশ্বর্য সেন (Aishorjyo Sen)। সম্প্রতি এই ছবির শুটিং শেষ করেছেন তিনি ।

ঐশ্বর্য এই মুহূর্তে ওয়েবের কাজ নিয়ে বেশ ব্যস্ত (New Bengali film)। এর মাঝেই দিলেন নতুন খবর । তথাগতর ছবিতে ভূতের চেহারায় দেখা যাবে তাঁকে । ছবিতে ঐশ্বর্য কি ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে নাকি সত্যিই ভূত তা জানতে হলে দেখতে হবে ছবিটি ।

এ ব্যাপারে ঐশ্বর্য ইটিভি ভারতকে জানান, "চরিত্রটা ভীষণ এনজয় করছি । প্রথম কারণ এ রকম একটা ভয়ঙ্কর লুক । কী হতে চলেছে সেটা কেউ জানে না । তবে খুব তাড়াতাড়ি জানতে পারবে । প্রথম বাংলা ওয়ান টেক ফিল্ম । এটার সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে । অদ্ভুত পদ্ধতিতে কাজ করলাম । রিহার্সাল, ওয়ার্কশপ, রাস্তায় পুরো টিম, ক্যামেরা নিয়ে রিহার্সাল করেছি আমরা ।"

আরও পড়ুন: New Season of SaReGaMaPa : 'সারেগামাপা'র নতুন মরশুম নিয়ে কী বলছেন বিচারক ও মেন্টররা

ঐশ্বর্য আরও বলেন, "আমাকে এ রকম কাজে ভাবার জন্য তথাগতদা'কে ধন্যবাদ ৷ এই লুকটার জন্য আরও ধন্যবাদ । সবাই আমাকে দেখে চমকে উঠছে । এখানে আমার চরিত্রের নাম সায়নী । কলেজে পড়ে সে । তার বন্ধু পুষণ । একটু আঁচ দিই চরিত্রটার । আমরা প্র‍্যাঙ্ক করি আসলে । বাকিটা বলব না । দেখতে হবে ।"

ভূতের লুকে রাস্তায় ঘুরছেন ঐশ্বর্য

ঐশ্বর্য বাংলা টেলিভিশনের পরিচিত মুখ । 'পুণ্যি পুকুর', 'শুভদৃষ্টি', 'কোরা পাখি', 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি । 'পুণ্যি পুকুর' ছাড়া বাকি সবকটিতেই লিড রোলে অভিনয় করেছেন ঐশ্বর্য । দিনকয়েক হল টেলিভিশনের পর্দায় আর দেখা যাচ্ছে না তাঁকে । কাজ করছেন ওয়েবেও । এ বার নতুন ইমেজে নতুন ছবিতে কীভাবে তাঁর রসায়ন জমে ওঠে সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.