মুম্বই, 15 ডিসেম্বর: দিল্লির দ্বারকা এলাকায় সম্প্রতি ফের অ্য়াসিড আক্রমণের শিকার হয়েছেন এক কিশোরী ৷ 17 বছর বয়সি এই কিশোরীর ওপর বাইক থেকে অ্যাসিড ছুঁড়ে দেয় দুই মুখোশধারী ৷ যে ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে ৷ এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ কঙ্গনা এই নিয়ে কথা বলতে গিয়ে তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের কথা তুলে এনেছেন ৷ মাত্র 21 বছর বয়সে অ্যাসিড আক্রমণের শিকার হন তিনি ৷ তাঁর মুখের বেশ খানিকটা অংশ ঝলসে যায় ৷ শুধু তাই নয়, বাঁ-চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন তিনি ৷
এই ঘটনা স্মরণ করে কঙ্গনা তাঁর ইন্সটাগ্রাম স্টোরি এই ধরনের হামলাকারীদের কঠিন শাস্তির দাবি তোলেন (Kangana on acid attack on Rangoli) ৷ তিনি লেখেন, "আমি তখন কিশোরী, আমার দিদি রঙ্গোলি চান্দেলের ওপরেও এক রোমিও অ্যাসিড আক্রমণ করেছিল। ওর 52টি সার্জারি করতে হয়েছিল। এটা একটি অকল্পনীয় মানসিক এবং শারীরিক আঘাত । আমাদের গোটা পরিবার বিধ্বস্ত হয়ে পড়েছিল ৷ আমাকেও থেরাপি নিতে হয়েছিল কারণ আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমার উপরেও অ্যাসিড ছুঁড়বে ৷ তাই যখনই কোনও বাইকার, গাড়ি বা অপরিচিত কেউ আমাকে অতিক্রম করত তখন আমি আমার মুখ ঢেকে রাখতাম (Kangana recounted the terrifying experience)। এখনও এই নৃশংসতা বন্ধ হয়নি.... সরকারকে এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । আমি গৌতম গম্ভীরের সঙ্গে একমত অ্যাসিড হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার...(Kangana Ranaut terrifying experience )৷"
আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশেও 'পাঠান' বয়কটের ডাক
প্রসঙ্গত বুধবার এই নিয়ে মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর ৷ বিজেপি নেতা তথা প্রাক্তন এই ক্রিকেটারের দাবি, যারা এই ধরনের জঘন্য কাণ্ড ঘটায় তাদের মধ্যে যন্ত্রণার ভয় জাগিয়ে তোলা দরকার ৷ শব্দ দিয়ে এর কোনও বিচার হতে পারেনা ৷ তাঁর কথায়, "যে ছেলেটি দ্বারকায় স্কুলের ছাত্রীর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে কর্তৃপক্ষের তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার ।"