ETV Bharat / entertainment

Adipurush Movie: রামভক্ত হনুমানের জন্য প্রেক্ষাগৃহে খালি রাখা হবে একটি করে আসন, সিদ্ধান্ত 'আদিপুরুষ' নির্মাতাদের - Adipurush team dedicate 1 seat to Lord Hanuman

প্রেক্ষাগৃহের একটি টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত 'আদিপুরুিষ' নির্মাতাদের ৷ রাম ভক্ত হনুমানের জন্য খালি রাখা হবে এই আসন ৷

Adipurush
হনুমানের জন্য রাখা হবে প্রেক্ষাগৃহের আসন সিদ্ধান্ত আদিপুরুষ নির্মাতাদের
author img

By

Published : Jun 6, 2023, 9:03 PM IST

Updated : Jun 6, 2023, 10:28 PM IST

হায়দরাবাদ, 6 জুন: সুপারস্টার প্রভাস ও বলিউড ডিভা কৃতি স্যানন অভিনীত 'আদিপুরুষ' ছবির প্রি-রিলিজ ইভেন্ট নিয়ে এখন রীতিমতো মেতে রয়েছেন অনুরাগীরা ৷ এমনিতেই দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই ছবি নিয়ে ৷ এবার অবশেষে পর্দায় আসতে চলেছে ছবিটি ৷ জানা গিয়েছে ছবির প্রি রিলিজ ইভেন্টটি হতে চলেছে তিরুপতিতে ৷ উপস্থিত থাকবেন ছবির বিভিন্ন কলাকুশলীরা ৷ আর সঙ্গে সঙ্গেই সামনে এল আরও একটি খবর ৷ ছবির নির্মাতারা সিদ্ধান্ত প্রতিটি প্রেক্ষাগৃহে একটি আসন রাখা হবে যার টিকিট বিক্রি হবে না ৷

কেন টিকিট বিক্রি হবে না এই আসনটির ৷ বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই আসনটি খালি রাখা হবে বজরংবলীর উদ্দেশ্য়ে ৷ দেশের যে যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি সেখানেই মানতে হবে এই নিয়ম ৷ এমনটাই জানিয়েছেন নির্মাতারা ৷ কেন হঠাৎ এমন কাজ করছেন নির্মাতারা? তাঁরা জানিয়েছেন এই কাজটি তাঁরা করছেন অন্তর্লীন বিশ্বাসের কথা মাথায় রেখে ৷

তাঁদের যুক্তি একটাই, যেখানেই 'রামায়ণ' রচিত বা প্রদর্শিত হবে, হনুমান নিজেই সেখানে আসনগ্রহণ করবেন ৷ এটা যুগ যুগ ধরে চলে আসা একটা বিশ্বাস ৷ সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে, প্রতিটি থিয়েটারের প্রথম আসনটি বজরংবলীর জন্য খালি রাখা হবে ৷ এই ছবিতে প্রভাস অভিনয় করেছেন রামচন্দ্রের ভূমিকায় এবং মা সীতার ভূমিকায় রয়েছেন কৃতি স্যানন । ছবিতে লক্ষণের ভূমিকায় দেখা গিয়েছে সানি সিংকে ৷ আর একই সঙ্গে ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা দেবদত্ত নাগ ।

আরও পড়ুূন: 'মেয়েবেলা'র স্লট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দ্বিধায় অনুগামীরা

এর আগে 'তানহাজি' ছবির জন্য় জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন পরিচালক ওম রাউত ৷ আর তাই তাঁর আগামী কাজ দেখার জন্য় মুখিয়ে রয়েছেন অনেকেই ৷ প্রায় 500 কোটি টাকা বাজেটে তৈরি হতে চলেছে এই ছবি ৷ আগামী 16 জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলছে ৷ তার আগে অবশ্য় ট্রিবেকা ফেস্টিভ্যালেও মুক্তি পাবে এই ছবি ৷

হায়দরাবাদ, 6 জুন: সুপারস্টার প্রভাস ও বলিউড ডিভা কৃতি স্যানন অভিনীত 'আদিপুরুষ' ছবির প্রি-রিলিজ ইভেন্ট নিয়ে এখন রীতিমতো মেতে রয়েছেন অনুরাগীরা ৷ এমনিতেই দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই ছবি নিয়ে ৷ এবার অবশেষে পর্দায় আসতে চলেছে ছবিটি ৷ জানা গিয়েছে ছবির প্রি রিলিজ ইভেন্টটি হতে চলেছে তিরুপতিতে ৷ উপস্থিত থাকবেন ছবির বিভিন্ন কলাকুশলীরা ৷ আর সঙ্গে সঙ্গেই সামনে এল আরও একটি খবর ৷ ছবির নির্মাতারা সিদ্ধান্ত প্রতিটি প্রেক্ষাগৃহে একটি আসন রাখা হবে যার টিকিট বিক্রি হবে না ৷

কেন টিকিট বিক্রি হবে না এই আসনটির ৷ বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই আসনটি খালি রাখা হবে বজরংবলীর উদ্দেশ্য়ে ৷ দেশের যে যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি সেখানেই মানতে হবে এই নিয়ম ৷ এমনটাই জানিয়েছেন নির্মাতারা ৷ কেন হঠাৎ এমন কাজ করছেন নির্মাতারা? তাঁরা জানিয়েছেন এই কাজটি তাঁরা করছেন অন্তর্লীন বিশ্বাসের কথা মাথায় রেখে ৷

তাঁদের যুক্তি একটাই, যেখানেই 'রামায়ণ' রচিত বা প্রদর্শিত হবে, হনুমান নিজেই সেখানে আসনগ্রহণ করবেন ৷ এটা যুগ যুগ ধরে চলে আসা একটা বিশ্বাস ৷ সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে, প্রতিটি থিয়েটারের প্রথম আসনটি বজরংবলীর জন্য খালি রাখা হবে ৷ এই ছবিতে প্রভাস অভিনয় করেছেন রামচন্দ্রের ভূমিকায় এবং মা সীতার ভূমিকায় রয়েছেন কৃতি স্যানন । ছবিতে লক্ষণের ভূমিকায় দেখা গিয়েছে সানি সিংকে ৷ আর একই সঙ্গে ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা দেবদত্ত নাগ ।

আরও পড়ুূন: 'মেয়েবেলা'র স্লট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দ্বিধায় অনুগামীরা

এর আগে 'তানহাজি' ছবির জন্য় জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন পরিচালক ওম রাউত ৷ আর তাই তাঁর আগামী কাজ দেখার জন্য় মুখিয়ে রয়েছেন অনেকেই ৷ প্রায় 500 কোটি টাকা বাজেটে তৈরি হতে চলেছে এই ছবি ৷ আগামী 16 জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলছে ৷ তার আগে অবশ্য় ট্রিবেকা ফেস্টিভ্যালেও মুক্তি পাবে এই ছবি ৷

Last Updated : Jun 6, 2023, 10:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.