ETV Bharat / entertainment

Adipurush Row: হাসির খোরাক করা হয়েছে রাম-রাবণকে ! আদিপুরুষের বিরুদ্ধে মামলা উত্তরপ্রদেশে - জৌনপুর আদালত

হারিস খোরাক করা হয়েছে রাম-রাবণকে ৷ এই অভিযোগে আদিপুরুষের (Adipurush Row) বিরুদ্ধে মামলা দায়ের করা হল উত্তরপ্রদেশের জৌনপুর আদালতে (Jaunpur court)৷

Adipurush row Case filed in UP Court
হাসির খোরাক করা হয়েছে রাম-রাবণকে ! আদিপুরুষের বিরুদ্ধে মামলা উত্তরপ্রদেশে
author img

By

Published : Oct 13, 2022, 3:13 PM IST

Updated : Oct 13, 2022, 3:55 PM IST

জৌনপুর, 13 অক্টোবর: মুক্তির আগেই সইফ আলি খানের ফিল্ম আদিপুরুষ (Adipurush Row) বিতর্কের কেন্দ্রে ৷ এই ছবিতে রাম, রাবণ, হনুমানের চরিত্রের ব্যবহার নিয়ে উত্তেজনা ছড়াল ৷ ছবির শীর্ষ অভিনেতা-সহ পাঁচজনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের জৌনপুর আদালতে (Jaunpur court) অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগকারীকে বিবৃতি দেওয়ার জন্য 27 অক্টোবর দিনটি ধার্য করেছে আদালত ৷

2 তারিখ মুক্তি পেয়েছে আদিপুরুষের টিজার ৷ সেখানে রাম, সীতা, হনুমান, রাবণের অশালীন চিত্রায়ণ হয়েছে বলে জৌনপুর আদালতে অভিযোগ জানিয়েছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ৷ তিনি বলেছেন, এই ছবিতে রাবণের পোশাক খুবই অশালীন ৷ হনুমানকেও একটি চামড়ার পোশাকে দেখা গিয়েছে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বলে অভিযোগ তাঁর ৷ অভিযোগে বলা হয়েছে, নির্মাতারা দাবি করছেন এই ছবিটি মহর্ষি বাল্মিকীর রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অথচ প্রকৃত সত্যটা সম্পূর্ণ বিপরীত ৷

অভিযোগকারীর কথায়, "টিজারটি দেখে আমাদের বিশ্বাস কলঙ্কিত হয়েছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ গোটা ফিল্মে দেবতাদের নিয়ে ইচ্ছেকৃত ভাবে রসিকতা করা হয়েছে ৷ এর ফলে দেশের ঐক্য ও অখণ্ডতা প্রভাবিত হবে ৷ টিআরপি বাড়ানোর জন্য এবং অধিক লাভবান হওয়ার জন্য দেশের পরিবেশকে নষ্ট করা হচ্ছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অযোধ্যায় মুক্তি পেল আদিপুরুষ ছবির টিজার

2 অক্টোবর মুক্তি পাওয়া আদিপুরুষের টিজার ভিএফএক্স ও চরিত্রগুলির লুকের কারণে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় রাবণের লুক নেট নাগরিকদের হাসির খোরাক হয়েছে ৷ যদিও ছবির পরিচালক ওম রাউতের দাবি, বড় পর্দায় ছবিটি পুরোটা দেখার পরই সবার ধারণা বদলে যাবে ৷

আদিপুরুষে রামের ভূমিকায় দেখা যাবে বাহুবলী খ্যাত দক্ষিণী স্টার প্রভাসকে ৷ রাবণের চরিত্রে থাকছেন বলিউডের অভিনেতা সইফ আলি খান ও সীতা হয়েছে কৃতী স্যানন ৷ লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিং ৷

জৌনপুর, 13 অক্টোবর: মুক্তির আগেই সইফ আলি খানের ফিল্ম আদিপুরুষ (Adipurush Row) বিতর্কের কেন্দ্রে ৷ এই ছবিতে রাম, রাবণ, হনুমানের চরিত্রের ব্যবহার নিয়ে উত্তেজনা ছড়াল ৷ ছবির শীর্ষ অভিনেতা-সহ পাঁচজনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের জৌনপুর আদালতে (Jaunpur court) অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগকারীকে বিবৃতি দেওয়ার জন্য 27 অক্টোবর দিনটি ধার্য করেছে আদালত ৷

2 তারিখ মুক্তি পেয়েছে আদিপুরুষের টিজার ৷ সেখানে রাম, সীতা, হনুমান, রাবণের অশালীন চিত্রায়ণ হয়েছে বলে জৌনপুর আদালতে অভিযোগ জানিয়েছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ৷ তিনি বলেছেন, এই ছবিতে রাবণের পোশাক খুবই অশালীন ৷ হনুমানকেও একটি চামড়ার পোশাকে দেখা গিয়েছে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বলে অভিযোগ তাঁর ৷ অভিযোগে বলা হয়েছে, নির্মাতারা দাবি করছেন এই ছবিটি মহর্ষি বাল্মিকীর রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অথচ প্রকৃত সত্যটা সম্পূর্ণ বিপরীত ৷

অভিযোগকারীর কথায়, "টিজারটি দেখে আমাদের বিশ্বাস কলঙ্কিত হয়েছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ৷ গোটা ফিল্মে দেবতাদের নিয়ে ইচ্ছেকৃত ভাবে রসিকতা করা হয়েছে ৷ এর ফলে দেশের ঐক্য ও অখণ্ডতা প্রভাবিত হবে ৷ টিআরপি বাড়ানোর জন্য এবং অধিক লাভবান হওয়ার জন্য দেশের পরিবেশকে নষ্ট করা হচ্ছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অযোধ্যায় মুক্তি পেল আদিপুরুষ ছবির টিজার

2 অক্টোবর মুক্তি পাওয়া আদিপুরুষের টিজার ভিএফএক্স ও চরিত্রগুলির লুকের কারণে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় রাবণের লুক নেট নাগরিকদের হাসির খোরাক হয়েছে ৷ যদিও ছবির পরিচালক ওম রাউতের দাবি, বড় পর্দায় ছবিটি পুরোটা দেখার পরই সবার ধারণা বদলে যাবে ৷

আদিপুরুষে রামের ভূমিকায় দেখা যাবে বাহুবলী খ্যাত দক্ষিণী স্টার প্রভাসকে ৷ রাবণের চরিত্রে থাকছেন বলিউডের অভিনেতা সইফ আলি খান ও সীতা হয়েছে কৃতী স্যানন ৷ লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিং ৷

Last Updated : Oct 13, 2022, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.