ETV Bharat / entertainment

Adarsh-Reema Next Film: রিমা কাগতির নতুন ছবিতে আদর্শ গৌরব - Adarsh Reema Next Film

রিমা কগাতির ছবিতে এবার দেখা যাবে আদর্শ গৌরবকে ৷ ছবির নাম 'সুপারম্যান অফ মালেগাঁও' ৷

Adarsh Reema Next Film
রিমা কাগাতির ছবি সুপারম্যান অফ মালেগাঁও
author img

By

Published : Aug 3, 2023, 4:22 PM IST

হায়দরাবাদ, 3 অগস্ট: বাফটা পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অভিনেতা আদর্শ গৌরব এবার হাত মেলাতে চলেছেন রিমা কগাতির সঙ্গে ৷ রিমা মূলত পরিচিত তাঁর পরিচালনা এবং লেখনীর কারণে ৷ 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'গালি বয়', 'দিল ধড়ক নে দো'-র মতো ছবি তাঁর কাছ থেকে পেয়েছেন সিনেপ্রেমীরা ৷ জোয়া এবং ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে আগামীতেও 'জি লে জারা'র মতো ছবির কাজে হাত দিতে চলেছেন তিনি ৷ শুধু তাই নয় 'মেড ইন হেভেন 2' সিরিজের পরিচালনাতেও রয়েছেন রিমা ৷ আর এবার তিনি বানাতে চলেছেন 'সুপারম্যান অফ মালেগাঁও' ৷

মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত স্প্রুফ (প্যারোডির মতো মজা করে তৈরি কম বাজেটের রিমেক ছবি) ছবির জন্য ৷ মালেগাঁও ইন্ডাস্ট্রির প্রচলিত নাম মলিউড ৷ 'মালেগাঁও কে শোলে', 'মালেগাঁও কা ডন'-এর মতো বলিউডের বহু ছবির স্প্রুফ বানিয়ে রীতিমতো চর্চায় উঠে এসেছেন এখানকার কলাকুশলীরা ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে আদর্শ বলেন, "রিমা যখন আমাকে মালেগাঁওয়ের বিষয়ে বলল তখন থেকেই জানতাম এই ছবির জন্য হ্যাঁ বলবই ৷ আমি আগেই মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রির কথা শুনেছিলাম ৷ যেভাবে ওরা ছবির বাজেট সংগ্রহ করে যেভাবে ছবিটা বানায় তা সত্যিই দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় ৷"

তিনি আরও বলেন, "ওদের দুনিয়াটা একেবারে ভিন্ন ৷ এটা এমন একটা ইন্ডাস্ট্রি যাকে তেমন গুরুত্ব কেউ দেয় না ৷ কিন্তু ওরা মজার মজার ছবি তৈরি করে ৷ আর 100 শতাংশ টাকা বাজার থেকে তুলে আনতে পারে ৷ এখন সময় এসেছে ওদের প্রচারের আলোয় আনা দরকার ৷" রিমার জন্যও এটি যে একেবারে অন্যরকম একটি ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: সংরক্ষণ করা বাড়তি চাপ, তাই বিক্রি হচ্ছে সত্যজিতের তিনটি কালজয়ী ছবির স্বত্ব, অরিজিৎ দত্ত

আদর্শ এখন চর্চায় রয়েছেন তাঁর 'গানস অ্যান্ড গুলাবস' সিরিজ নিয়ে ৷ রাজ এবং ডিকে'র হাত ধরে ট্রেলারে উঠে এসেছে আট এবং নয়ের দশকের ঝলক ৷ শোলে ছবির মতোই আগুনের হরফে লেখা হয়েছে সিরিজের নাম ৷ এমনকী সিরিজে চরিত্রদের বেশভূষাও নয়ের দশকের মতোই ৷ হাসি তো রয়েছেই পাশাপাশি খুন, জখম, গ্যাংস্টার এই গল্পে কোনও মশলারই অভাব নেই ৷ ট্রেলারটি মুক্তি পেয়েছে বুধবার রাতে ৷ এই নতুন সিরিজে আদর্শের সঙ্গে দেখা যাবে রাজকুমার রাও, গুলশন দেভাইয়া, দুলকর সলমনের মতো অভিনেতারা ৷

হায়দরাবাদ, 3 অগস্ট: বাফটা পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অভিনেতা আদর্শ গৌরব এবার হাত মেলাতে চলেছেন রিমা কগাতির সঙ্গে ৷ রিমা মূলত পরিচিত তাঁর পরিচালনা এবং লেখনীর কারণে ৷ 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'গালি বয়', 'দিল ধড়ক নে দো'-র মতো ছবি তাঁর কাছ থেকে পেয়েছেন সিনেপ্রেমীরা ৷ জোয়া এবং ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে আগামীতেও 'জি লে জারা'র মতো ছবির কাজে হাত দিতে চলেছেন তিনি ৷ শুধু তাই নয় 'মেড ইন হেভেন 2' সিরিজের পরিচালনাতেও রয়েছেন রিমা ৷ আর এবার তিনি বানাতে চলেছেন 'সুপারম্যান অফ মালেগাঁও' ৷

মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত স্প্রুফ (প্যারোডির মতো মজা করে তৈরি কম বাজেটের রিমেক ছবি) ছবির জন্য ৷ মালেগাঁও ইন্ডাস্ট্রির প্রচলিত নাম মলিউড ৷ 'মালেগাঁও কে শোলে', 'মালেগাঁও কা ডন'-এর মতো বলিউডের বহু ছবির স্প্রুফ বানিয়ে রীতিমতো চর্চায় উঠে এসেছেন এখানকার কলাকুশলীরা ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে আদর্শ বলেন, "রিমা যখন আমাকে মালেগাঁওয়ের বিষয়ে বলল তখন থেকেই জানতাম এই ছবির জন্য হ্যাঁ বলবই ৷ আমি আগেই মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রির কথা শুনেছিলাম ৷ যেভাবে ওরা ছবির বাজেট সংগ্রহ করে যেভাবে ছবিটা বানায় তা সত্যিই দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় ৷"

তিনি আরও বলেন, "ওদের দুনিয়াটা একেবারে ভিন্ন ৷ এটা এমন একটা ইন্ডাস্ট্রি যাকে তেমন গুরুত্ব কেউ দেয় না ৷ কিন্তু ওরা মজার মজার ছবি তৈরি করে ৷ আর 100 শতাংশ টাকা বাজার থেকে তুলে আনতে পারে ৷ এখন সময় এসেছে ওদের প্রচারের আলোয় আনা দরকার ৷" রিমার জন্যও এটি যে একেবারে অন্যরকম একটি ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: সংরক্ষণ করা বাড়তি চাপ, তাই বিক্রি হচ্ছে সত্যজিতের তিনটি কালজয়ী ছবির স্বত্ব, অরিজিৎ দত্ত

আদর্শ এখন চর্চায় রয়েছেন তাঁর 'গানস অ্যান্ড গুলাবস' সিরিজ নিয়ে ৷ রাজ এবং ডিকে'র হাত ধরে ট্রেলারে উঠে এসেছে আট এবং নয়ের দশকের ঝলক ৷ শোলে ছবির মতোই আগুনের হরফে লেখা হয়েছে সিরিজের নাম ৷ এমনকী সিরিজে চরিত্রদের বেশভূষাও নয়ের দশকের মতোই ৷ হাসি তো রয়েছেই পাশাপাশি খুন, জখম, গ্যাংস্টার এই গল্পে কোনও মশলারই অভাব নেই ৷ ট্রেলারটি মুক্তি পেয়েছে বুধবার রাতে ৷ এই নতুন সিরিজে আদর্শের সঙ্গে দেখা যাবে রাজকুমার রাও, গুলশন দেভাইয়া, দুলকর সলমনের মতো অভিনেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.