ETV Bharat / entertainment

Adah Sharma New Film: 'দ্য কেরালা স্টোরি'র সাফল্যের জের! জন্মদিনে আদার ঝুলিতে আরও একটি নতুন ছবি - Adah Sharma New Film

'দ্য কেরালা স্টোরি'র সাফল্যের পর এবার নতুন ছবিতে কাজের সুযোগ পেতে চলেছেন আদা শর্মা। আজ তাঁর জন্মদিনেই নতুন ছবির ঘোষণা হল ৷ এবার অভিনেত্রীকে দেখা যাবে 'দ্য় গেম অফ গিরগিট'-এ ৷

Adah Sharma New Film
সামনে এল আদা শর্মার নতুন ছবির ঘোষণা
author img

By

Published : May 11, 2023, 11:28 AM IST

মুম্বই, 11 মে: 'দ্য কেরালা স্টোরি'র জন্য আদা শর্মা এখন চর্চায় ৷ ছবিতে মুখ্য় চরিত্রে রীতিমতো নজর কেড়েছেন তিনি ৷ কেউ কেউ অবশ্য তাঁর উচ্চারণের সমালোচনা করেছেন । তবে এক নারীর মর্মান্তিক যন্ত্রণার ছবিকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তা অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে ৷ শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে নিজেকে যেভাবে মেলে ধরেছেন তিনি তার প্রশংসা করতেই হয় ৷ 'দ্য কেরালা স্টোরি' সংক্রান্ত চর্চা শেষ হতে না হতেই এবার তাঁর নতুন ছবির ঘোষণাও হল ৷ প্রসঙ্গত, আজ তাঁর জন্মদিন ৷ এই বিশেষ দিনেই জানা গেল তাঁকে আগামীতে শ্রেয়স তলপাড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷

বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, শ্রেয়স তলপাড়ের নতুন ছবি 'দ্য় গেম অফ গিরগিট'-এ দেখা যাবে আদাকে ৷ আদা এই ছবিতে অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ পরিচালক বিশাল পাণ্ডে ৷ কয়েকদিন আগে রীতিমতো চর্চায় উঠে এসেছিল ব্লু হোয়েল নামক একটি গেম ৷ এই খেলার এক পর্যায়ে খেলোয়াড়কে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হত ৷ এই ধরনের একটি গেমের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি ৷

এই ছবির ফার্স্ট লুক পোস্টারও বৃহস্পতিবার সামনে এনেছেন নির্মাতারা ৷ ছবিতে আদাকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের পোশাকে ৷ তাঁর চোখে রোদচশমা, মুখে দৃঢ় ভঙ্গি ৷ বোঝাই যায় চরিত্রটি 'দ্য় কেরালা স্টোরি'র তুলনায় একেবারে অন্য়রকম ৷ এখন নতুন চরিত্রে আদা কীভাবে নিজেকে মানিয়ে নেন সেটাই দেখার ৷

তবে বলতেই হবে 'দ্য় কেরালা স্টোরি'তে কেরলের এক নারীর চরিত্রে এই ছবিতে তিনি সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন ৷ ষষ্ঠ দিনেও একইভাবে বক্স অফিসে সাফল্য পেয়েছে ছবিটি ৷ পঞ্চম দিনে 11 কোটি টাকা ঘরে তোলার পর বুধবারও 12 কোটি টাকা ঘরে তুলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ৷ যার জেরে এই ছবির মোট আয় এখন 68.86 কোটি টাকা ৷ আদার আগামী ছবিও এমনই সাফল্য পাবে কি? বলে দেবে সময়ই ৷

আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে সোনাক্ষী শুক্রবারের ম্যাটিনিতে তারকার ঝাঁক

মুম্বই, 11 মে: 'দ্য কেরালা স্টোরি'র জন্য আদা শর্মা এখন চর্চায় ৷ ছবিতে মুখ্য় চরিত্রে রীতিমতো নজর কেড়েছেন তিনি ৷ কেউ কেউ অবশ্য তাঁর উচ্চারণের সমালোচনা করেছেন । তবে এক নারীর মর্মান্তিক যন্ত্রণার ছবিকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তা অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে ৷ শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে নিজেকে যেভাবে মেলে ধরেছেন তিনি তার প্রশংসা করতেই হয় ৷ 'দ্য কেরালা স্টোরি' সংক্রান্ত চর্চা শেষ হতে না হতেই এবার তাঁর নতুন ছবির ঘোষণাও হল ৷ প্রসঙ্গত, আজ তাঁর জন্মদিন ৷ এই বিশেষ দিনেই জানা গেল তাঁকে আগামীতে শ্রেয়স তলপাড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷

বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, শ্রেয়স তলপাড়ের নতুন ছবি 'দ্য় গেম অফ গিরগিট'-এ দেখা যাবে আদাকে ৷ আদা এই ছবিতে অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ পরিচালক বিশাল পাণ্ডে ৷ কয়েকদিন আগে রীতিমতো চর্চায় উঠে এসেছিল ব্লু হোয়েল নামক একটি গেম ৷ এই খেলার এক পর্যায়ে খেলোয়াড়কে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হত ৷ এই ধরনের একটি গেমের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি ৷

এই ছবির ফার্স্ট লুক পোস্টারও বৃহস্পতিবার সামনে এনেছেন নির্মাতারা ৷ ছবিতে আদাকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের পোশাকে ৷ তাঁর চোখে রোদচশমা, মুখে দৃঢ় ভঙ্গি ৷ বোঝাই যায় চরিত্রটি 'দ্য় কেরালা স্টোরি'র তুলনায় একেবারে অন্য়রকম ৷ এখন নতুন চরিত্রে আদা কীভাবে নিজেকে মানিয়ে নেন সেটাই দেখার ৷

তবে বলতেই হবে 'দ্য় কেরালা স্টোরি'তে কেরলের এক নারীর চরিত্রে এই ছবিতে তিনি সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন ৷ ষষ্ঠ দিনেও একইভাবে বক্স অফিসে সাফল্য পেয়েছে ছবিটি ৷ পঞ্চম দিনে 11 কোটি টাকা ঘরে তোলার পর বুধবারও 12 কোটি টাকা ঘরে তুলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ৷ যার জেরে এই ছবির মোট আয় এখন 68.86 কোটি টাকা ৷ আদার আগামী ছবিও এমনই সাফল্য পাবে কি? বলে দেবে সময়ই ৷

আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে সোনাক্ষী শুক্রবারের ম্যাটিনিতে তারকার ঝাঁক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.