ETV Bharat / entertainment

Actor Yash Dasgupta : পরিচালক-প্রযোজকের সঙ্গে মতানৈক্য, 'চিনেবাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত - Bengali Film Cheene Baadaam

'চিনেবাদাম' (Bengali Film Cheene Baadaam) ছবিতেই যশের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী এনা সাহা । আগামী 10 জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা ৷

Yash Dasgupta in cheene baadaam
চিনেবাদাম থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত
author img

By

Published : Jun 5, 2022, 10:51 PM IST

কলকাতা, 5 জুন : শিলাদিত্য মৌলিক পরিচালিত বাংলা ছবি 'চিনেবাদাম' মুক্তি পাওয়ার কথা চলতি মাসের 10 তারিখ। তার আগে চুটিয়ে চলছিল ছবির প্রচার পর্ব। এর মাঝেই ঘটে গেল এক বিপত্তি । এই ছবির আগামী যে কোনও প্রোমোশন থেকে সরে দাঁড়ালেন ছবির নায়ক যশ দাশগুপ্ত । এই ছবিটির সঙ্গে তিনি আর কোনও ভাবেই যুক্ত থাকছেন না বলে টুইট করে জানিয়ে দিয়েছেন যশ (actor Yash Dasgupta breaks his association with the film Cheene Baadaam) ৷

টুইটে যশ দাশগুপ্ত লিখেছেন, "আমি আমার সবটা দিয়ে এই ছবির শুটিং করি । পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেও খামতি রাখিনি। প্রযোজনা সংস্থা এবং পরিচালকের সঙ্গে আমার মতের অমিল তৈরি হয়েছে। তাই আমি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছি । এর পরে এই ছবির সঙ্গে আমি আর কোনওভাবে যুক্ত থাকতে চাই না। নির্মাতাদের জন্য আমার শুভেচ্ছা রইল ।" ইন্ডাস্ট্রির নতুন প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট'। অভিনেত্রী এনা সাহা ও তাঁর মা বনানি সাহার সংস্থা এটি । তাঁদের প্রযোজনাতেই তৈরি হয়েছে 'চিনেবাদাম'।

আরও পড়ুন : শাশুড়ির কোলে বসলেন গৌরব ! ডায়েট ভুললেন রুদ্রজিৎ ; দেখুন টলিউডের জামাই-আদর

এই ছবিতেই যশের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী এনা সাহা । ছবির মুক্তির দিনও স্থির হয়ে গিয়েছে। এর মাঝেই সকলকে চমকে দিয়ে এত বড় সিদ্ধান্ত নিলেন যশ৷ এই ব্যাপারে পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে সাড়া মেলেনি । এই প্রযোজনা সংস্থারই আরও একটি ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবিতে নুসরতের সঙ্গে জুটি বেঁধেছেন যশ । তবে যশের এদিনের ঘোষণার পর সেই ছবির ভবিষ্যত নিয়ে কিছু জানা যায়নি এখনও ।

এদিন টুইটারে অভিনেতা লেখেন, “এই সিনেমার জন্য আমি আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছিলাম। চাই না প্রজেক্টটা শেষ হয়ে যাক বা নষ্ট হোক। নির্মাতাদের উদ্দেশে শুভেচ্ছা। যদি পরিস্থিতি অথবা সুযোগ হয় তবে কারণ জানানোর বিষয়ে ভাবনা চিন্তা করব।”

কলকাতা, 5 জুন : শিলাদিত্য মৌলিক পরিচালিত বাংলা ছবি 'চিনেবাদাম' মুক্তি পাওয়ার কথা চলতি মাসের 10 তারিখ। তার আগে চুটিয়ে চলছিল ছবির প্রচার পর্ব। এর মাঝেই ঘটে গেল এক বিপত্তি । এই ছবির আগামী যে কোনও প্রোমোশন থেকে সরে দাঁড়ালেন ছবির নায়ক যশ দাশগুপ্ত । এই ছবিটির সঙ্গে তিনি আর কোনও ভাবেই যুক্ত থাকছেন না বলে টুইট করে জানিয়ে দিয়েছেন যশ (actor Yash Dasgupta breaks his association with the film Cheene Baadaam) ৷

টুইটে যশ দাশগুপ্ত লিখেছেন, "আমি আমার সবটা দিয়ে এই ছবির শুটিং করি । পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেও খামতি রাখিনি। প্রযোজনা সংস্থা এবং পরিচালকের সঙ্গে আমার মতের অমিল তৈরি হয়েছে। তাই আমি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছি । এর পরে এই ছবির সঙ্গে আমি আর কোনওভাবে যুক্ত থাকতে চাই না। নির্মাতাদের জন্য আমার শুভেচ্ছা রইল ।" ইন্ডাস্ট্রির নতুন প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট'। অভিনেত্রী এনা সাহা ও তাঁর মা বনানি সাহার সংস্থা এটি । তাঁদের প্রযোজনাতেই তৈরি হয়েছে 'চিনেবাদাম'।

আরও পড়ুন : শাশুড়ির কোলে বসলেন গৌরব ! ডায়েট ভুললেন রুদ্রজিৎ ; দেখুন টলিউডের জামাই-আদর

এই ছবিতেই যশের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী এনা সাহা । ছবির মুক্তির দিনও স্থির হয়ে গিয়েছে। এর মাঝেই সকলকে চমকে দিয়ে এত বড় সিদ্ধান্ত নিলেন যশ৷ এই ব্যাপারে পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে সাড়া মেলেনি । এই প্রযোজনা সংস্থারই আরও একটি ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবিতে নুসরতের সঙ্গে জুটি বেঁধেছেন যশ । তবে যশের এদিনের ঘোষণার পর সেই ছবির ভবিষ্যত নিয়ে কিছু জানা যায়নি এখনও ।

এদিন টুইটারে অভিনেতা লেখেন, “এই সিনেমার জন্য আমি আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছিলাম। চাই না প্রজেক্টটা শেষ হয়ে যাক বা নষ্ট হোক। নির্মাতাদের উদ্দেশে শুভেচ্ছা। যদি পরিস্থিতি অথবা সুযোগ হয় তবে কারণ জানানোর বিষয়ে ভাবনা চিন্তা করব।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.