Rudranil on Bollywood Debut: যত বড় অভিনেতা তত বেশি বিনয়ী, বলিউড আত্মপ্রকাশে অজয়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শোনালেন রুদ্রনীল - বলিউড পাড়ি টলিউডের চ্যাপলিনের
এবার বি-টাউনের পর্দায় দেখা যাবে অতি পরিচিত রুদ্রনীলকে (Rudranil Ghosh) ৷ অমিত শর্মা পরিচালিত বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা ছবি 'ময়দান' (Maidaan)-এ দেখা যাবে বাংলার এই অভিনেতাকে ৷ সোশাল মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে জানিয়েছেন অভিনেতা ৷
কলকাতা, 28 মার্চ: একের পর এক স্বপ্ন পূরণ হচ্ছে অভিনেতা রুদ্রনীল ঘোষের ৷ সোমবারই আবার 'বছর কুড়ি পর' ছবিতে সেরা অভিনেতার (ক্রিটিকস চয়েজ) পুরস্কার পেয়েছেন অভিনেতা ৷ এবার পালা বি-টাউনের পাড়ি দেওয়ার ৷ অমিত শর্মা পরিচালিত বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা 'ময়দান' (Maidaan)-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটছে বাংলার অভিনেতার ৷ সোশাল মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে রুদ্রনীল সে কথা জানিয়েছেন (Actor Rudranil Ghosh started his journey in Bollywood) ৷ ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, "বহু প্রতীক্ষার পর আমার পরবর্তী সিনেমা 'ময়দান' ৷"
এই প্রসঙ্গে ইটিভি ভারতের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে ৷ ময়দান ছবি দিয়েই বলিউড জার্নি শুরু কি না এই প্রশ্নে অভিনেতা রুদ্রনীল জানিয়েছেন, "ময়দান প্রথম হিন্দি ছবি হবে আমার ৷ তবে এর আগে একটা হিন্দি সিনেমা করেছিলাম ৷ টেকনিক্যাল কারণে তা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ৷ সুতরাং, এটাকে প্রথম ছবি বলাই যায় ৷" বলিউডে কাজ শুরু প্রসঙ্গে অভিনেতা বলেন, "2019 সালে প্রযোজনা সংস্থা থেকে ফোন আসে ৷ আমার অভিনয় দেখে তারা আমাকে শর্টলিস্ট করেছেন ৷ কিন্তু ফাইনাল কাস্ট করার আগে তাদেরকে অ্যাকটিং অডিশন করে পাঠাতে হবে ৷ তার জন্য আমাকে একটা ডেমো স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল ৷ ডায়লগ ফোনে রেকর্ড করে পাঠিয়ে দিতে বলেন ৷ প্রায় পাঁচ-ছয় মাস পর আমাকে মুম্বই ডাকা হয় লুক সেটের জন্য ৷ যেহেতু আমরা জানি বাধাই হো-র পরিচালক অমিত শর্মা এই ছবির পরিচালনা করেছেন, তিনি প্রচণ্ড সিগনেফিক্যান্টলি কাজ করেন ৷ তাই আমার চরিত্রকে নিখুঁত ফুটিয়ে তুলতে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷"
ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন," চরিত্রটা যেহেতু খুব ইন্টারেস্টিং, তাই এই মুহূর্তে বলা যাবে না ৷ তবে একটা কথাই বলব, অনেকেই এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে সিনেমার একদম প্রথম সারিতে যাদের দেখা যাবে মানে অজয় দেবগণের পরেই যে দু'তিনটে চরিত্র রয়েছে তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমাকে ৷ তাতে চমক রয়েছে ৷ তাই যতক্ষণ না টিজার বেরোচ্ছে তার আগে এর থেকে বেশি কিছু বলা যাবে না ৷ এখানে আমার লুক, বেশভূষা সম্পূর্ণ আলাদা ৷ সেটে আমি নিজেকে দেখেই চমকে গিয়েছিলাম ৷"
টলিউডের ছবিতে কাজ ও বলিউডের ছবিতে কাজের মধ্যে পার্থক্য আছে কিনা জানতে চাইলে অভিনেতা জানান, "তফাতের জায়গা থেকে এইটুকু বলতে পারি যে, সিরিয়াসনেসের ক্ষেত্রে বিশাল কোনও পার্থক্য নেই, কিন্তু তারা একটা জিনিস খুব ভাল বোঝেন যে, আমরা যত বেশি মন দিয়ে কাজ করব, তত শি পারিশ্রমিক ও সম্মান আমাদের বাড়বে ৷ আর যদি একটু ফাঁকি মারি তাহলে তত বেশি ছবির মান খারাপ হবে এবং আমাদের পারিশ্রমিক ও সম্মান কমবে ৷ যেটা কেউ চান না ৷ তাই ছবির মান, কাজের মান ভাল রাখার স্ট্রাগল সারাক্ষণ চলে ৷ যিনি ভাল কাজ করবেন তাঁদের জন্য বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা সবসময় খোলা ৷ শাশ্বত, যীশু, স্বস্তিকা, পরমব্রত, পাওলি, অনির্বাণ এরা প্রত্যেকেই ভাল কাজ করছেন বলেই বলিউড তাঁদের খোঁজ রাখেন ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: 'ভোলা'র মুক্তির দিনেই আসছে অজয়ের 'ময়দান' ছবির টিজার
একদিকে অজয় দেবগণ (Ajay Devgn), অন্যদিকে গজরাজ রাও (Gajraj Rao) ৷ তাঁদের সঙ্গে কেমন ছিল শুটিং পর্ব? রুদ্রনীল বলেন,"আমার চরিত্রটার অধিকাংশ শ্যুট হয়েছে এই দু'জনের সঙ্গে ৷ তাই এটুকু বলতে পারি যে যত বড় অভিনেতা বা অভিনেত্রী হন, তত বেশি হাম্বল হন ৷ অজয়জী এমনি খুব কম কথা বলেন, তবে কো-অ্যাক্টরদের কাজের প্রতিও নজর থাকে তাঁর ৷ আবার গজরাজ রাও সম্পর্কে একটাই কথা বলব, আমার লুক সেটের প্রথম দিনই তিনি স্পষ্ট বাংলা ভাষায় আমায় জড়িয়ে ধরে বলেছিলেন যে আসুন আসুন মিস্টার চ্যাপলিন ৷ অপেক্ষা করতাম আপনার মতো অভিনেতা কবে আসবে ৷ শাশ্বত চ্যাটার্জি চলে এসেছেন এবার আপনিও চলে এলেন ৷"
উল্লেখ্য, ছবির শ্যুটিং শুরু হয়েছিল 2019-এ ৷ তবে করোনা মহামারি ও লকডাউনের কারণে পিছিয়ে যায় ছবির কাজ ৷ ফলে দীর্ঘ চার বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বনি কাপুর প্রযোজিত 'ময়দান' ৷