ETV Bharat / entertainment

Javed Khan Amrohi Dies: নুক্কড়-লগান খ্যাত জনপ্রিয় অভিনেতার জীবনাবসান - Lagaan actor

নুক্কড় ও লগান খ্যাত জনপ্রিয় অভিনেতা জাভেদ খান আমরোহী প্রয়াত হলেন (Javed Khan Amrohi Dies)৷ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি ৷

Javed Khan Amrohi ETV Bharat
জাভেদ খান আমরোহী
author img

By

Published : Feb 14, 2023, 8:02 PM IST

মুম্বই, 14 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা জাভেদ খান আমরোহী (Javed Khan Amrohi Dies)৷ জনপ্রিয় ধারাবাহিক "নুক্কড়" থেকে শুরু করে "লাগান" ও "চক দে ইন্ডিয়া"-সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা ৷ চলচ্চিত্র নির্মাতা রমেশ তলওয়ার জানিয়েছেন, মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে ফুসফুসের সমস্যার কারণে জীবনাবসান হয় সত্তরোর্ধ্ব জাভেদ খান আমরোহীর ৷

শ্বাসকষ্টে ভুগছিলেন প্রবীণ অভিনেতা এবং গত এক বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন । তিনি মুম্বইয়ের সূর্য নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন বলে পিটিআইকে জানিয়েছেন তলওয়ার । দুপুর একটার দিকে তাঁর দুটি ফুসফুসই অচল হয়ে পড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন, লগানে তাঁর সহ-অভিনেতা অখিলেন্দ্র মিশ্র ৷ তিনি জানান, "তিনি থিয়েটারে আমার সিনিয়র ছিলেন । তিনি 1970 সাল থেকে আইপিটিএ (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন) মুম্বইয়ের একজন সক্রিয় সদস্য ছিলেন ৷"

অভিনেতার শেষকৃত্য ওশিওয়ারা কাবরিস্তানে সন্ধ্যা 7.30 টায় হওয়ার কথা বলে জানিয়েছেন তিনি ৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআই) থেকে স্নাতক হওয়ার পরে থিয়েটারের মাধ্যমেই কর্মজীবন শুরু কররেন আমরোহী ৷ তিনি 150টিরও বেশি চলচ্চিত্রে এবং প্রায় এক ডজন টিভি শোতে ছোট হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ৷

আরও পড়ুন: শাহরুখের জওয়ানে ক্যামিয়ো চরিত্রে পুষ্পা স্টার !

1980 এর দশকের শেষের দিকে টিভি শো "নুক্কড়"-এ নাপিত করিমের চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত জাভেগ খান আমরোহী ৷ এ ছাড়াও আন্দাজ আপনা আপনাতে আনন্দ আকেলা, লগানে ক্রিকেট ধারাভাষ্যকার এবং চক দে ইন্ডিয়া-তে ভারতীয় মহিলা হকি দলের একজন সাপোর্ট স্টাফ হিসেবে দেখা গিয়েছে তাঁকে । মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা দানীশ হোসেন আমরোহীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷ হোসেন বলেন, "জাভেদ খান আমরোহির মৃত্যুর কথা শুনে হতবাক হয়ে গিয়েছি । এটি বিদায়ের মরসুম বলে মনে হচ্ছে । তাঁর পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের প্রতি সমবেদনা ।"

আমরোহীর অন্যান্য উল্লেখযোগ্য বড় ছবি হল 90-এর দশকের হিট ছবি হাম হ্যায় রাহি পেয়ার কে, লাডলা, ইশক এবং 1988 সালের টিভি সিরিজ মির্জা গালিব । তাঁর সর্বশেষ চলচ্চিত্র সড়ক 2 (2020) ৷ যেখানে তিনি 1991 সালের আসল "সড়ক"-এর পাকিয়া চরিত্রে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করেন । এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন অভিনেতা ।

মুম্বই, 14 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা জাভেদ খান আমরোহী (Javed Khan Amrohi Dies)৷ জনপ্রিয় ধারাবাহিক "নুক্কড়" থেকে শুরু করে "লাগান" ও "চক দে ইন্ডিয়া"-সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা ৷ চলচ্চিত্র নির্মাতা রমেশ তলওয়ার জানিয়েছেন, মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে ফুসফুসের সমস্যার কারণে জীবনাবসান হয় সত্তরোর্ধ্ব জাভেদ খান আমরোহীর ৷

শ্বাসকষ্টে ভুগছিলেন প্রবীণ অভিনেতা এবং গত এক বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন । তিনি মুম্বইয়ের সূর্য নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন বলে পিটিআইকে জানিয়েছেন তলওয়ার । দুপুর একটার দিকে তাঁর দুটি ফুসফুসই অচল হয়ে পড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন, লগানে তাঁর সহ-অভিনেতা অখিলেন্দ্র মিশ্র ৷ তিনি জানান, "তিনি থিয়েটারে আমার সিনিয়র ছিলেন । তিনি 1970 সাল থেকে আইপিটিএ (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন) মুম্বইয়ের একজন সক্রিয় সদস্য ছিলেন ৷"

অভিনেতার শেষকৃত্য ওশিওয়ারা কাবরিস্তানে সন্ধ্যা 7.30 টায় হওয়ার কথা বলে জানিয়েছেন তিনি ৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআই) থেকে স্নাতক হওয়ার পরে থিয়েটারের মাধ্যমেই কর্মজীবন শুরু কররেন আমরোহী ৷ তিনি 150টিরও বেশি চলচ্চিত্রে এবং প্রায় এক ডজন টিভি শোতে ছোট হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ৷

আরও পড়ুন: শাহরুখের জওয়ানে ক্যামিয়ো চরিত্রে পুষ্পা স্টার !

1980 এর দশকের শেষের দিকে টিভি শো "নুক্কড়"-এ নাপিত করিমের চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত জাভেগ খান আমরোহী ৷ এ ছাড়াও আন্দাজ আপনা আপনাতে আনন্দ আকেলা, লগানে ক্রিকেট ধারাভাষ্যকার এবং চক দে ইন্ডিয়া-তে ভারতীয় মহিলা হকি দলের একজন সাপোর্ট স্টাফ হিসেবে দেখা গিয়েছে তাঁকে । মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা দানীশ হোসেন আমরোহীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷ হোসেন বলেন, "জাভেদ খান আমরোহির মৃত্যুর কথা শুনে হতবাক হয়ে গিয়েছি । এটি বিদায়ের মরসুম বলে মনে হচ্ছে । তাঁর পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের প্রতি সমবেদনা ।"

আমরোহীর অন্যান্য উল্লেখযোগ্য বড় ছবি হল 90-এর দশকের হিট ছবি হাম হ্যায় রাহি পেয়ার কে, লাডলা, ইশক এবং 1988 সালের টিভি সিরিজ মির্জা গালিব । তাঁর সর্বশেষ চলচ্চিত্র সড়ক 2 (2020) ৷ যেখানে তিনি 1991 সালের আসল "সড়ক"-এর পাকিয়া চরিত্রে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করেন । এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.