ETV Bharat / entertainment

Ayushmann Father Passes Away: আয়ুষ্মানের বাবা জ্যোতিষী পি খুরানার জীবনাবসান - আয়ুষ্মান খুরানার বাবা

আয়ুষ্মান খুরানার বাবা জ্যোতিষী পি খুরানার জীবনাবসান হল ৷ শুক্রবার চণ্ডীগড়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

Ayushmann Father Passes Away
Ayushmann Father Passes Away
author img

By

Published : May 19, 2023, 4:12 PM IST

Updated : May 19, 2023, 4:18 PM IST

মুম্বই, 19 মে: বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা পি খুরানা প্রয়াত হলেন ৷ তিনি ছিলেন একজন নামী জ্যোতিষী ৷ শুক্রবার সকালে চণ্ডীগড়ে তিনি শেষ নিঃশ্বাস করেন ।

হৃদরোগে আক্রান্ত হয়ে চণ্ডীগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পি খুরানা । তিনি গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন । আজ সকালে ভেন্টিলেটশনে থাকাকালীন তাঁর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় । ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আজ বিকেল 5.30টা নাগাদ চণ্ডীগড়ের মণিমাজরা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে । আয়ুষ্মার খুরানার বাবার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ অভিনেতার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আত্মীয়-স্বজন ও সেলিব্রিটিরা ।

প্রয়াত পি খুরানার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তাঁর বড় ছেলে আয়ুষ্মানের ৷ বিভিন্ন সময়ে তাঁকে আয়ুষ্মানের প্রশংসা করতে দেখা গিয়েছে ৷ অভিনেতাও তাঁর বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নানা সময়ে । স্ত্রী, দুই ছেলে এবং তাঁদের স্ত্রী ও নাতি-নাতনিদের রেখে গেলেন পি খুরানা । এ দিকে, আয়ুষ্মান খুরানাকে আজই পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সম্মানিত করার কথা ছিল উপরাষ্ট্রপতির ।

আয়ুষ্মান খুরানা প্রায়ই তাঁর বাবার সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক নিয়ে নানা কথা বলতেন সোশ্যাল মিডিয়ায় । এমনকী অভিনেতা তাঁর কেরিয়ারে সাফল্যের জন্য কৃতিত্বও দিয়েছেন তাঁর বাবাকে । একটি সাক্ষাত্কারে অভিনেতা বলেছিলেন যে, তিনি সবসময় চণ্ডীগড়েই থাকতে চাইতেন, কিন্তু তাঁর বাবা তাঁকে মুম্বই যেতে বলেছিলেন । আয়ুষ্মান এও জানান যে, তাঁর বাবা একবার মুম্বই গিয়েছিলেন এবং বলেছিলেন যে, তাঁর ছেলে একদিন বড় তারকা হবেন । বাবার সেই প্রত্যাশা যদি পূরণ না করেন, তবে কী হবে, সেই ভেবে একসময়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন বলে জানান আয়ুষ্মান খুরানা ৷

আরও পড়ুন: ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান, শিশুদের অধিকার রক্ষায় জোরালো সওয়ালের অঙ্গীকার

মুম্বই, 19 মে: বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা পি খুরানা প্রয়াত হলেন ৷ তিনি ছিলেন একজন নামী জ্যোতিষী ৷ শুক্রবার সকালে চণ্ডীগড়ে তিনি শেষ নিঃশ্বাস করেন ।

হৃদরোগে আক্রান্ত হয়ে চণ্ডীগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পি খুরানা । তিনি গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন । আজ সকালে ভেন্টিলেটশনে থাকাকালীন তাঁর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় । ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আজ বিকেল 5.30টা নাগাদ চণ্ডীগড়ের মণিমাজরা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে । আয়ুষ্মার খুরানার বাবার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ অভিনেতার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আত্মীয়-স্বজন ও সেলিব্রিটিরা ।

প্রয়াত পি খুরানার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তাঁর বড় ছেলে আয়ুষ্মানের ৷ বিভিন্ন সময়ে তাঁকে আয়ুষ্মানের প্রশংসা করতে দেখা গিয়েছে ৷ অভিনেতাও তাঁর বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নানা সময়ে । স্ত্রী, দুই ছেলে এবং তাঁদের স্ত্রী ও নাতি-নাতনিদের রেখে গেলেন পি খুরানা । এ দিকে, আয়ুষ্মান খুরানাকে আজই পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সম্মানিত করার কথা ছিল উপরাষ্ট্রপতির ।

আয়ুষ্মান খুরানা প্রায়ই তাঁর বাবার সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক নিয়ে নানা কথা বলতেন সোশ্যাল মিডিয়ায় । এমনকী অভিনেতা তাঁর কেরিয়ারে সাফল্যের জন্য কৃতিত্বও দিয়েছেন তাঁর বাবাকে । একটি সাক্ষাত্কারে অভিনেতা বলেছিলেন যে, তিনি সবসময় চণ্ডীগড়েই থাকতে চাইতেন, কিন্তু তাঁর বাবা তাঁকে মুম্বই যেতে বলেছিলেন । আয়ুষ্মান এও জানান যে, তাঁর বাবা একবার মুম্বই গিয়েছিলেন এবং বলেছিলেন যে, তাঁর ছেলে একদিন বড় তারকা হবেন । বাবার সেই প্রত্যাশা যদি পূরণ না করেন, তবে কী হবে, সেই ভেবে একসময়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন বলে জানান আয়ুষ্মান খুরানা ৷

আরও পড়ুন: ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান, শিশুদের অধিকার রক্ষায় জোরালো সওয়ালের অঙ্গীকার

Last Updated : May 19, 2023, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.