মুম্বই, 31 ডিসেম্বর: কেজিএফ সিরিজের পরিচালক প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ এমনই তথ্য় মিলেছে সূত্র থেকে ৷ আর এই কথা যদি সত্যি হয় তবে জুনিয়র এনটিআরের 31তম প্রজেক্টের সঙ্গী হতে চলেছেন পর্দার 'লাল সিং চাড্ডা' ৷ এও জানা গিয়েছে আমিরের চরিত্রে অনেক গ্রে শেড রাখার কথা ভাবা হচ্ছে ৷ তাঁকে একেবারে নতুন ভাবে সামনে আনতে পারেন পরিচালক ৷ প্রশান্ত নীল এবং জুনিয়ার এনটিআর ইতিমধ্যেই তাঁদের এই নতুন কাজের কথা ঘোষণা করেছেন ৷ তবে তাতে আমিরের কোনও ভূমিকা থাকবে কি না সেটাই এখন মূখ্য় চর্চার বিষয় ৷
এর আগে যশ, সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডনকে নিয়ে তৈরি 'কেজিএফ চ্য়াপ্টার 2' ছবিটি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল ৷ দক্ষিণী পরিচালকের এই মশলাদার ছবিটি পছন্দ করেছিল গোটা দেশ ৷ গত বছরের রেকর্ড বুকের দিকে তাকালেও দেখা যাবে দক্ষিণী ছবি বক্স অফিসে হিন্দি ছবিকে রীতিমতো টেক্কা দিয়েছে বারবার ৷ এবার সেই কথা মাথায় রেখেই কি প্রশান্তের হাত ধরতে চাইছেন আমির? উত্তর দেবে সময় ৷ তবে একথা মানতেই হবে আমিরের স্বপ্নের দুই প্রজেক্ট 'ঠাগস অব হিন্দোস্থান' এবং 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি(Aamir Khan to play antagonist in NTR 31) ৷
অন্যদিকে, জুনিয়ার এনটিআর এবং প্রশান্ত দু'জনের ছবিই গতবছর মারাত্মক সাফল্য পেয়েছে ৷ ছবি নিয়ে বলতে গিয়ে পরিচালক আগেই জানিয়েছিলেন, "এটা এমন একটা কনসেপ্ট যা আমার মাথায় 20 বছর আগে প্রথম এসেছিল ৷ কিন্তু সিনেমার ম্যাগনিটিউড এবং স্কেল আমাকে আটকে রেখেছিল । অবশেষে, আমার স্বপ্নের নায়কের সঙ্গে আমার স্বপ্নের প্রকল্প করার জন্য আজ মঞ্চ তৈরি হয়েছে "(Jr NTR film with Prashanth Neel )।
আরও পড়ুন: আজ গ্র্যান্ড ফিনালের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'
ছবির কথা প্রথম ঘোষণা করা হয়েছিল জুনিয়র এনটিআরের 39তম জন্মদিনে(Jr NTR film NTR31 with Prashanth Neel ) ৷ সেদিন টুইটে ছবির কথা ঘোষণা করতে গিয়ে প্রশান্ত লিখেছিলেন, "মনে রাখার মতো একমাত্র মাটি হল সেই মাটি যা রক্তে ভেজা ! তাঁর মাটি... তাঁর রাজত্ব... তবে অবশ্যই তাঁর রক্ত নয়... শুভ জন্মদিন জুনিয়র এনটিআর ভাই । আমি জানি এটা স্পেশাল হবে ৷" ছবির শুটিং শুরুর কথা রয়ছে নতুন বছরের শুরুর দিকেই ৷ আগামী বছর এপ্রিলের দিকে পর্দায় আসতে পারে এই ছবি ৷