ETV Bharat / entertainment

Aamir Khan: এখনই অভিনয়ে ফিরতে চান না আমির - Aamir Khan at Salaam Venky premiere

আমির খান জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফিরতে চান না তিনি (Aamir Khan on coming back to acting)৷ এক বছরের বিরতি নিয়ে আগামী বছর আবার পর্দায় কামব্য়াক করতে চান বলি সুপারস্টার ৷

Aamir Khan
'এখনই নয় অভিনয়ে ফিরব আরও...', রূপোলি জগতে থেকে কতদিনের বিরতি নিচ্ছেন আমির?
author img

By

Published : Dec 9, 2022, 8:03 PM IST

মুম্বই, 9 ডিসেম্বর: সুপারস্টার আমির খান জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফিরতে চান না তিনি (Aamir Khan on coming back to acting)৷ এক বছরের বিরতি নিয়ে আগামী বছর আবার পর্দায় কামব্য়াক করতে চান তিনি ৷ যদিও তাঁর একটি ছোট্ট চরিত্র দর্শকরা দেখতে পাবেন 'সালাম ভেঙ্কি' ছবিতে ৷ কাজল-বিশালের এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ শুক্রবার মুক্তি পেল এই ছবি ৷ তরুণ দাবা খেলোয়াড় কোলাভেন্নু ভেঙ্কটেশের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি ৷ তিনি 2004 সালে প্রয়াত হন(Aamir Khan at Salaam Venky premiere ) ৷

তাঁর আগামী কাজ নিয়ে বলতে গিয়ে আমির বলেন, "আমি কিছুই করছি না । আমি অনেক দিন ধরে কাজ করছি ৷ তাই এখন আমি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই । পানি ফাউন্ডেশনের কাজ চলছে এবং আরও কিছু কাজ হাতে আছে । এক বছর পর অভিনয়ে ফিরব । কিন্তু আমাকে এই ছবিতে (সালাম ভেঙ্কি') একটি ছোট চরিত্রে দেখতে পাবেন (Aamir Khan on upcoming films) ৷” বৃহস্পতিবার ছবির প্রিমিয়ারে এসে পরিচালক রেবতীকেও ধন্য়বাদ দিতে ভোলেননি আমির ৷ তিনি জানিয়েছেন, "আমি খুবই আনন্দিত যে রেবতী আমাকে এই ছবির অংশ হওয়ার সুযোগ দিয়েছে ৷ এটি একটি সত্য ঘটনা । ভেঙ্কি কয়েক বছর আগেও আমাদের মধ্য়ে ছিলেন। তার মা সুজাতা এবং তাঁদের এই গল্প খুবই অনুপ্রেরণাদায়ক।"

আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন করিনা কাপুর খানের সঙ্গে ৷ তবে 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির-বেবোর রসায়ন যেভাবে মন কেড়েছিল সেভাবে এই ছবিতে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন তাঁরা ৷ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় বিতর্ক ৷

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা ভি ক্যাটের

আমিরের "ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা" সংক্রান্ত পুরোনো একটি বিবৃতির নিরিখে এই ছবিকে বয়কট করার ডাকও দেন অনেকেই ৷ টুইটারে ক্রমাগত বয়কট স্লোগানের মুখোমুখি হয় আমিরের 'লাল সিং চাড্ডা' ৷ সব মিলিয়ে দেখতে গেলে 'ঠাগস অব হিন্দোস্তান'-এর পর এই নিয়ে আমিরের আরও একটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ৷ এরপর কবে আবার পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে তা অবশ্য় এখনও জানাননি তিনি ৷

মুম্বই, 9 ডিসেম্বর: সুপারস্টার আমির খান জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফিরতে চান না তিনি (Aamir Khan on coming back to acting)৷ এক বছরের বিরতি নিয়ে আগামী বছর আবার পর্দায় কামব্য়াক করতে চান তিনি ৷ যদিও তাঁর একটি ছোট্ট চরিত্র দর্শকরা দেখতে পাবেন 'সালাম ভেঙ্কি' ছবিতে ৷ কাজল-বিশালের এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ শুক্রবার মুক্তি পেল এই ছবি ৷ তরুণ দাবা খেলোয়াড় কোলাভেন্নু ভেঙ্কটেশের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি ৷ তিনি 2004 সালে প্রয়াত হন(Aamir Khan at Salaam Venky premiere ) ৷

তাঁর আগামী কাজ নিয়ে বলতে গিয়ে আমির বলেন, "আমি কিছুই করছি না । আমি অনেক দিন ধরে কাজ করছি ৷ তাই এখন আমি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই । পানি ফাউন্ডেশনের কাজ চলছে এবং আরও কিছু কাজ হাতে আছে । এক বছর পর অভিনয়ে ফিরব । কিন্তু আমাকে এই ছবিতে (সালাম ভেঙ্কি') একটি ছোট চরিত্রে দেখতে পাবেন (Aamir Khan on upcoming films) ৷” বৃহস্পতিবার ছবির প্রিমিয়ারে এসে পরিচালক রেবতীকেও ধন্য়বাদ দিতে ভোলেননি আমির ৷ তিনি জানিয়েছেন, "আমি খুবই আনন্দিত যে রেবতী আমাকে এই ছবির অংশ হওয়ার সুযোগ দিয়েছে ৷ এটি একটি সত্য ঘটনা । ভেঙ্কি কয়েক বছর আগেও আমাদের মধ্য়ে ছিলেন। তার মা সুজাতা এবং তাঁদের এই গল্প খুবই অনুপ্রেরণাদায়ক।"

আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন করিনা কাপুর খানের সঙ্গে ৷ তবে 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির-বেবোর রসায়ন যেভাবে মন কেড়েছিল সেভাবে এই ছবিতে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন তাঁরা ৷ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় বিতর্ক ৷

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা ভি ক্যাটের

আমিরের "ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা" সংক্রান্ত পুরোনো একটি বিবৃতির নিরিখে এই ছবিকে বয়কট করার ডাকও দেন অনেকেই ৷ টুইটারে ক্রমাগত বয়কট স্লোগানের মুখোমুখি হয় আমিরের 'লাল সিং চাড্ডা' ৷ সব মিলিয়ে দেখতে গেলে 'ঠাগস অব হিন্দোস্তান'-এর পর এই নিয়ে আমিরের আরও একটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ৷ এরপর কবে আবার পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে তা অবশ্য় এখনও জানাননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.